সিকিমের পরিবহণে বিপ্লব।

Sikkim traffic control by AI: সিকিমে ঘুরতে যান? বদলে যাচ্ছে পরিবহণ ব্যবস্থা, ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

গ্যাংটক: পশ্চিমবঙ্গের পর্যটকদের কাছে সিকিম সব সময়েই পছন্দের গন্তব্য। দূরত্বও কম, খরচও খুব বেশি নয়, আর সৌন্দর্যের দিক থেকে সিকিমের থেকে চোখ ফেরানো অসম্ভব। তাই বাঙালির দিঘা, পুরী, দার্জিলিংয়ের সঙ্গে বাঙালির ভ্রমণকেন্দ্রের তালিকায় নতুন সংযোজন সিকিম। সেই সিকিমেই এ বার যান চলাচলে আসতে চলেছে বিপ্লব। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ-সহ গাড়ির কাগজ পরীক্ষা এ সব এ বার থেকে হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে।

আরও পড়ুন: সিকিমে ঘুরতে গিয়ে সব শেষ! পাহাড় থেকে ছিটকে নদীতে পড়ল গাড়ি, মৃত কলকাতার পর্যটক

সিকিমের রাস্তায় যে সব গাড়ি এবং বাইক যাতায়াত করে সেই সংক্রান্ত কাগজপত্র আপডেট করার নির্দেশ দিয়েছে সিকিমের পরিবহণ দফতর। রাস্তায় গাড়ি চালানোর সময় ওভারটেক করা, সিগনাল ভাঙা, অন্য লেনে ঢুকে পড়া, খারাপ ভাবে গাড়ি চালানো, এই সব কিছুর জন্যই এ বার কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করতে চলেছে পরিবহন দফতর। এ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার হাতেই থাকবে গাড়ির বিমা, কর, ফিটনেস, দূষণ সংক্রান্ত কাগজ প্রভৃতির বৈধতা পরীক্ষা করা এবং স্বয়ংক্রিয় ভাবে চালান কাটা যাবে।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

আগামী শনিবার অর্থাৎ ২৫ মে থেকেই শুরু হতে চলেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যানবাহন নিয়ন্ত্রণ। তাই সিকিমের পরিবহণ দফতরের সচিব গাড়ির সমস্ত কাগজপত্র আপডেট রাখতে বিজ্ঞপ্তি জারি করেছেন। প্রসঙ্গত, প্রথম দিকে সিকিমের চারটি কেন্দ্র থেকে এই প্রযুক্তি কাজে লাগানো হবে। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যান নিয়ন্ত্রণ চালু করেছিল দিল্লি, তার পরেই সিকিম।