টানা প্রায় ৭দিন সিকিম পাহাড়ে আটকে থাকার পর অবশেষে রেহাই। আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১২০০ জন মতো পর্যটককে মঙ্গলবার উদ্ধার করে আনা গিয়েছে।

Sikkim Rain Landslide News: বৃষ্টির দাপটে বিধ্বস্ত সিকিম, বেড়াতে গিয়ে আটকে পড়েছেন? কী করবেন, রইল খুঁটিনাটি হদিশ

সিকিম পাহাড়ে আটকে রয়েছেন? কিংবা আপনার কোনও পরিজন রয়েছে সেখানে আর আপনার চিন্তায় ঘুম উড়েছে? তা হলে রইল স্বস্তির খবর। ঘুরতে গিয়েই যত বিপত্তি! (সুরজিৎ দে)
সিকিম পাহাড়ে আটকে রয়েছেন? কিংবা আপনার কোনও পরিজন রয়েছে সেখানে আর আপনার চিন্তায় ঘুম উড়েছে? তা হলে রইল স্বস্তির খবর। ঘুরতে গিয়েই যত বিপত্তি! (সুরজিৎ দে)
টানা প্রায় ৭দিন সিকিম পাহাড়ে আটকে থাকার পর অবশেষে রেহাই। আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১২০০ জন মতো পর্যটককে মঙ্গলবার উদ্ধার করে আনা গিয়েছে।
টানা প্রায় ৭দিন সিকিম পাহাড়ে আটকে থাকার পর অবশেষে রেহাই। আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১২০০ জন মতো পর্যটককে মঙ্গলবার উদ্ধার করে আনা গিয়েছে।
টানা প্রায় ৭দিন সিকিম পাহাড়ে আটকে থাকার পর অবশেষে রেহাই। আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১২০০ জন মতো পর্যটককে মঙ্গলবার উদ্ধার করে আনা গিয়েছে।
টানা প্রায় ৭দিন সিকিম পাহাড়ে আটকে থাকার পর অবশেষে রেহাই। আবহাওয়ার খানিক উন্নতির সুযোগে উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করতে পেরেছে প্রশাসন। সিকিম প্রশাসনের একটি সূত্রে খবর, লাচুংয়ে আটকে থাকা ১২০০ জন মতো পর্যটককে মঙ্গলবার উদ্ধার করে আনা গিয়েছে।
ইতিমধ্যেই বাড়ির পথে রওনা দিলেন সিকিমে আটকে থাকা পর্যটকরা। সোমবার থেকেই চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য। আবহাওয়া প্রতিকূল থাকলেও তার মধ্যেই খানিক আবহাওয়ার উন্নতি হতেই অল্প অল্প করে পর্যটকদের উদ্ধারকার্য চালানো হচ্ছিল প্রশাসনের তরফে। তবে, এখনও আটকে রয়েছেন প্রায় জনা তিরিশেক পর্যটক এমনটাই সূত্রের খবর।
ইতিমধ্যেই বাড়ির পথে রওনা দিলেন সিকিমে আটকে থাকা পর্যটকরা। সোমবার থেকেই চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য। আবহাওয়া প্রতিকূল থাকলেও তার মধ্যেই খানিক আবহাওয়ার উন্নতি হতেই অল্প অল্প করে পর্যটকদের উদ্ধারকার্য চালানো হচ্ছিল প্রশাসনের তরফে। তবে, এখনও আটকে রয়েছেন প্রায় জনা তিরিশেক পর্যটক এমনটাই সূত্রের খবর।
বুধবার আবহওয়া ঠিক থাকলে তাঁদের উদ্ধার করা যাবে বলে আশাবাদী প্রশাসন। প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও। আবহাওয়ার উন্নতি হলেই আকাশপথে কিংবা বিকল্প সড়কপথে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বাগডোগরায় ছ'টি হেলিকপ্টার পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর রয়েছে।
বুধবার আবহওয়া ঠিক থাকলে তাঁদের উদ্ধার করা যাবে বলে আশাবাদী প্রশাসন। প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও। আবহাওয়ার উন্নতি হলেই আকাশপথে কিংবা বিকল্প সড়কপথে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বাগডোগরায় ছ’টি হেলিকপ্টার পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর রয়েছে।
যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। প্রশাসনের তরফে বারংবার পর্যটকদের সচেতন করা হচ্ছে যাতে তারা নিজেরা কোনও ভাবে সমতলে নামার চেষ্টা না করেন প্রশাসনের তরফে তাদেরকে নিরাপদে উদ্ধার করে সমতলে নিয়ে আসা হবে।
যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। প্রশাসনের তরফে বারংবার পর্যটকদের সচেতন করা হচ্ছে যাতে তারা নিজেরা কোনও ভাবে সমতলে নামার চেষ্টা না করেন প্রশাসনের তরফে তাদেরকে নিরাপদে উদ্ধার করে সমতলে নিয়ে আসা হবে।
এই বিষয়ে যেখানে যত পর্যটক আটকে রয়েছেন, সবাইকে নিরাপদে বার করে আনতে যথেষ্ট সচেষ্ট সরকার। আটকে থাকা পর্যটকদের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করে সব সময় পাশে থাকছে প্রশাসন। দ্রুত পরিস্থিতির স্বাভাবিক হবে বলেই আশাবাদী প্রশাসন। (সুরজিৎ দে)
এই বিষয়ে যেখানে যত পর্যটক আটকে রয়েছেন, সবাইকে নিরাপদে বার করে আনতে যথেষ্ট সচেষ্ট সরকার। আটকে থাকা পর্যটকদের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দান করে সব সময় পাশে থাকছে প্রশাসন। দ্রুত পরিস্থিতির স্বাভাবিক হবে বলেই আশাবাদী প্রশাসন। (সুরজিৎ দে)