সিকিম

Sikkim Tour: পর্যটকদের জন্য বিরাট খবর! মাত্র ১৯০ টাকায় সিকিম ভ্রমণ! অবিশ্বাস্য মনে হলেও সত্যি…! জানুন বিস্তারিত

*বছরভর পাহাড়ের টানে সিকিম ঘুরতে যান পর্যটকরা। বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের সিকিমে আগমনের পাশাপাশি সবচেয়ে বেশি পর্যটকের আগমণ ঘটে বাংলা থেকেই। তবে পাহাড় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে খরচ প্রতিটি পর্যটকদের কাছেই মাথাব্যথার কারণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
*বছরভর পাহাড়ের টানে সিকিম ঘুরতে যান পর্যটকরা। বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের সিকিমে আগমনের পাশাপাশি সবচেয়ে বেশি পর্যটকের আগমণ ঘটে বাংলা থেকেই। তবে পাহাড় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে খরচ প্রতিটি পর্যটকদের কাছেই মাথাব্যথার কারণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
*এনজেপি থেকে বেশিরভাগ পর্যটকই গাড়ি ভাড়া করেছে যান সেক্ষেত্রে ভাড়া অনেকটাই পড়ে যায়। তাই খরচ বাঁচাতে বাসে মাত্র ১৯০ টাকায় আপনি সিকিম যেতে পারবেন এবং টিকিট কাউন্টারে গিয়ে টিকিটও কাটতে হবে না। সংগৃহীত ছবি। 
*এনজেপি থেকে বেশিরভাগ পর্যটকই গাড়ি ভাড়া করেছে যান সেক্ষেত্রে ভাড়া অনেকটাই পড়ে যায়। তাই খরচ বাঁচাতে বাসে মাত্র ১৯০ টাকায় আপনি সিকিম যেতে পারবেন এবং টিকিট কাউন্টারে গিয়ে টিকিটও কাটতে হবে না। সংগৃহীত ছবি।
*অনলাইন অ্যাপে আপনি নিজের পছন্দমত জায়গা বেছে এই টিকিট কেটে নিতে পারবেন। আপনি যদি শিলিগুড়ি থেকে সিকিম গাড়ি ভাড়া যেতে চান তবে তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু সস্তায় সিকিম যাওয়ার ব্যবস্থাও রয়েছে। সংগৃহীত ছবি। 
*অনলাইন অ্যাপে আপনি নিজের পছন্দমত জায়গা বেছে এই টিকিট কেটে নিতে পারবেন। আপনি যদি শিলিগুড়ি থেকে সিকিম গাড়ি ভাড়া যেতে চান তবে তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু সস্তায় সিকিম যাওয়ার ব্যবস্থাও রয়েছে। সংগৃহীত ছবি।
*এ ক্ষেত্রে সিকিম যাওয়ার সরকারি বাসে বেশ কম ভাড়ায় আপনি সহজেই সিকিম চলে যেতে পারেন এবং সেই টিকিট অনলাইনেই কাটা যাবে। এখানে নন এসি ও এসি দু-ধরণের বাসই পাবেন। যে কোনও একটি ধরে ফেললেই হল। সংগৃহীত ছবি। 
*এ ক্ষেত্রে সিকিম যাওয়ার সরকারি বাসে বেশ কম ভাড়ায় আপনি সহজেই সিকিম চলে যেতে পারেন এবং সেই টিকিট অনলাইনেই কাটা যাবে। এখানে নন এসি ও এসি দু-ধরণের বাসই পাবেন। যে কোনও একটি ধরে ফেললেই হল। সংগৃহীত ছবি।
*সিকিম সরকারের বেশ আরামদায়ক বাস। লাগেজ রাখারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সেই বাসে চেপে চারপাশে পাহাড় দেখতে দেখতে চলে যেতে পারেন সিকিমে। ছবির মতো সুন্দর জায়গা। এতে আপনার বেড়াতে যাওয়ার খরচ অনেকটাই কমবে। সংগৃহীত ছবি। 
*সিকিম সরকারের বেশ আরামদায়ক বাস। লাগেজ রাখারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সেই বাসে চেপে চারপাশে পাহাড় দেখতে দেখতে চলে যেতে পারেন সিকিমে। ছবির মতো সুন্দর জায়গা। এতে আপনার বেড়াতে যাওয়ার খরচ অনেকটাই কমবে। সংগৃহীত ছবি।
*শিলিগুড়ি থেকে সিকিম যেতে ভাড়া পড়বে মাথাপিছু ১৯০ টাকা। গ্যাংটকের ভাড়া ১৯০ টাকা। সকাল ৮'টায় সিকিম যাওয়ার এসি বাস ছাড়ে। সেই বাসের ভাড়া ৩৫০ টাকা। বেলার দিকে গ্যাংটক যাওয়ার বাস ৩০০ টাকাতেও আছে। সংগৃহীত ছবি। 
*শিলিগুড়ি থেকে সিকিম যেতে ভাড়া পড়বে মাথাপিছু ১৯০ টাকা। গ্যাংটকের ভাড়া ১৯০ টাকা। সকাল ৮’টায় সিকিম যাওয়ার এসি বাস ছাড়ে। সেই বাসের ভাড়া ৩৫০ টাকা। বেলার দিকে গ্যাংটক যাওয়ার বাস ৩০০ টাকাতেও আছে। সংগৃহীত ছবি।
*মঙ্গন যাওয়ার বাসের ভাড়া ৩৮৫ টাকা। পেলিং যাওয়ার বাসের ভাড়া ২২৫ টাকা। নামচি যাওয়ার বাস ভাড়া ২৫০ টাকা। জোড়থাং যাওয়ার বাসও ছাড়ে এখান থেকেই। আবার সিকিম থেকে শিলিগুড়ি ফেরার বাসও পাবেন। সংগৃহীত ছবি। 
*মঙ্গন যাওয়ার বাসের ভাড়া ৩৮৫ টাকা। পেলিং যাওয়ার বাসের ভাড়া ২২৫ টাকা। নামচি যাওয়ার বাস ভাড়া ২৫০ টাকা। জোড়থাং যাওয়ার বাসও ছাড়ে এখান থেকেই। আবার সিকিম থেকে শিলিগুড়ি ফেরার বাসও পাবেন। সংগৃহীত ছবি।
*সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের এক কর্মকর্তা জানান, " আমাদের এখানে এখন অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগ পর্যটক দক্ষিণবঙ্গ থেকে এখানে ঘুরতে আসেন। তবে বাসস্ট্যান্ডে এসে টিকিট কাটতে গেলে অনেক সময় টিকিট পেতে অসুবিধা হয়। তাই তাদের কথা মাথায় রেখে অনলাইনে টিকিট কাটার সু-ব্যবস্থা করা হয়েছে। এখন বাড়িতে বসেই আগাম টিকিট কাটতে পারবেন পর্যটকরা।" সংগৃহীত ছবি।
*সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের এক কর্মকর্তা জানান, ” আমাদের এখানে এখন অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগ পর্যটক দক্ষিণবঙ্গ থেকে এখানে ঘুরতে আসেন। তবে বাসস্ট্যান্ডে এসে টিকিট কাটতে গেলে অনেক সময় টিকিট পেতে অসুবিধা হয়। তাই তাদের কথা মাথায় রেখে অনলাইনে টিকিট কাটার সু-ব্যবস্থা করা হয়েছে। এখন বাড়িতে বসেই আগাম টিকিট কাটতে পারবেন পর্যটকরা।” সংগৃহীত ছবি।