SIM Card New Rules: নতুন সিম পেতে আর কোনও কাগজ দিতে হবে না, জানুন SIM কার্ডের নতুন নিয়ম

কেউ নতুন সিম কার্ড কেনার কথা ভেবে থাকলে তার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে, সিম কার্ড কেনার নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। আসলে, টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) সিম কার্ড কেনার প্রক্রিয়াটিকে কাগজবিহীন করেছে। এখন কেউ যখনই সিম কার্ড কিনবে বা অপারেটর পরিবর্তন করবে, তখন সে নিজেই নিজের নথি যাচাই করতে পারবে।
কেউ নতুন সিম কার্ড কেনার কথা ভেবে থাকলে তার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে, সিম কার্ড কেনার নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। আসলে, টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) সিম কার্ড কেনার প্রক্রিয়াটিকে কাগজবিহীন করেছে। এখন কেউ যখনই সিম কার্ড কিনবে বা অপারেটর পরিবর্তন করবে, তখন সে নিজেই নিজের নথি যাচাই করতে পারবে।
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) তাদের অফিসিয়াল হ্যান্ডলে এই তথ্য দিয়েছে। ব্যবহারকারীকে নতুন সিম কার্ড কেনার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ব্যবহারকারীদের ব্যক্তিগত নথি নিয়ে প্রতারণা বন্ধ করতেই টেলিকম দফতরের এই নতুন নিয়ম। এছাড়া ডিজিটাল ইন্ডিয়ার অধীনে সম্পূর্ণ কাগজবিহীন ব্যবস্থা বাস্তবায়নের জন্য নতুন নিয়মও কার্যকর করা হয়েছে।
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) তাদের অফিসিয়াল হ্যান্ডলে এই তথ্য দিয়েছে। ব্যবহারকারীকে নতুন সিম কার্ড কেনার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ব্যবহারকারীদের ব্যক্তিগত নথি নিয়ে প্রতারণা বন্ধ করতেই টেলিকম দফতরের এই নতুন নিয়ম। এছাড়া ডিজিটাল ইন্ডিয়ার অধীনে সম্পূর্ণ কাগজবিহীন ব্যবস্থা বাস্তবায়নের জন্য নতুন নিয়মও কার্যকর করা হয়েছে।
সিম কার্ড কেনার নতুন নিয়ম -টেলিযোগাযোগ বিভাগ ব্যবহারকারীদের জন্য ই-কেওয়াইসি সহ স্ব-কেওয়াইসি এনেছে। এতে কোনও ফটোকপি বা ডকুমেন্ট শেয়ার না করেই একটি নতুন সিম কার্ড ক্রয় করা যাবে। টেলিযোগাযোগ বিভাগের এই সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া ব্যবহারকারীদের নথির অপব্যবহার রোধ করবে। নতুন এই নিয়মে কারও নামে জাল সিম ইস্যু করা হবে না। নতুন নিয়মে ব্যবহারকারীদের তাদের নম্বর প্রিপেড থেকে পোস্টপেডে পরিবর্তন করতে টেলিকম অপারেটরের কাছে যেতে হবে না। ব্যবহারকারীরা এখন ওটিপি ভিত্তিক পরিষেবার সুবিধা পেতে সক্ষম হবে।
সিম কার্ড কেনার নতুন নিয়ম –
টেলিযোগাযোগ বিভাগ ব্যবহারকারীদের জন্য ই-কেওয়াইসি সহ স্ব-কেওয়াইসি এনেছে। এতে কোনও ফটোকপি বা ডকুমেন্ট শেয়ার না করেই একটি নতুন সিম কার্ড ক্রয় করা যাবে। টেলিযোগাযোগ বিভাগের এই সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া ব্যবহারকারীদের নথির অপব্যবহার রোধ করবে। নতুন এই নিয়মে কারও নামে জাল সিম ইস্যু করা হবে না। নতুন নিয়মে ব্যবহারকারীদের তাদের নম্বর প্রিপেড থেকে পোস্টপেডে পরিবর্তন করতে টেলিকম অপারেটরের কাছে যেতে হবে না। ব্যবহারকারীরা এখন ওটিপি ভিত্তিক পরিষেবার সুবিধা পেতে সক্ষম হবে।
আধার থেকে সিম পাওয়া যাবে -টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) কেওয়াইসি সংস্কারে আধার ভিত্তিক ই-কেওয়াইসি, সেলফ কেওয়াইসি এবং ওটিপি ভিত্তিক পরিষেবা সুইচের সুবিধা শুরু করেছে। ব্যবহারকারীরা এখন নতুন সিম কার্ড কিনতে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করতে পারবে। টেলিকম সংস্থাগুলি ব্যবহারকারীদের নথি যাচাই করতে আধারভিত্তিক কাগজবিহীন যাচাইকরণ বৈশিষ্ট্য ব্যবহার করবে। এর জন্য খরচ হবে মাত্র ১ টাকা (জিএসটি সহ)। এর সঙ্গে, টেলিযোগাযোগ বিভাগ ব্যবহারকারীদের জন্য তাদের কেওয়াইসি অনলাইনে যাচাই করার জন্য স্ব-কেওয়াইসি-এর সুবিধাও শুরু করেছে।
আধার থেকে সিম পাওয়া যাবে –
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) কেওয়াইসি সংস্কারে আধার ভিত্তিক ই-কেওয়াইসি, সেলফ কেওয়াইসি এবং ওটিপি ভিত্তিক পরিষেবা সুইচের সুবিধা শুরু করেছে। ব্যবহারকারীরা এখন নতুন সিম কার্ড কিনতে শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করতে পারবে। টেলিকম সংস্থাগুলি ব্যবহারকারীদের নথি যাচাই করতে আধারভিত্তিক কাগজবিহীন যাচাইকরণ বৈশিষ্ট্য ব্যবহার করবে। এর জন্য খরচ হবে মাত্র ১ টাকা (জিএসটি সহ)। এর সঙ্গে, টেলিযোগাযোগ বিভাগ ব্যবহারকারীদের জন্য তাদের কেওয়াইসি অনলাইনে যাচাই করার জন্য স্ব-কেওয়াইসি-এর সুবিধাও শুরু করেছে।
ব্যবহারকারীরা DigiLocker ব্যবহার করে তাদের KYC যাচাই করতে সক্ষম হবে। কোনও ব্যবহারকারী যদি তার নম্বর প্রিপেড থেকে পোস্টপেড বা পোস্টপেড থেকে প্রিপেডে পরিবর্তন করতে চায়, তাহলে তাকে টেলিকম অপারেটরের অফিসে যেতে হবে না। তারা OTP ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে সংযোগটি পরিবর্তন করতে সক্ষম হবে।
ব্যবহারকারীরা DigiLocker ব্যবহার করে তাদের KYC যাচাই করতে সক্ষম হবে। কোনও ব্যবহারকারী যদি তার নম্বর প্রিপেড থেকে পোস্টপেড বা পোস্টপেড থেকে প্রিপেডে পরিবর্তন করতে চায়, তাহলে তাকে টেলিকম অপারেটরের অফিসে যেতে হবে না। তারা OTP ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে সংযোগটি পরিবর্তন করতে সক্ষম হবে।