ঘরে ইঁদুরের কান্ডে জেরবার অনেকেই৷ ইলেকট্রিকের তার থেকে শুরু করে চালের বস্তা, চিনির প্যাকেট সব ছিঁড়ে কুটুকুটি করে দিচ্ছে৷ অথচ কোনও মতেই তাকে ধরতে পারা যায় না৷ এ এক মহা বিপদ৷

How To Get Rid Of Rats: ইঁদুরের যম, মাত্র ১০ টাকা খরচ করলেই ঘরের ত্রি সীমানায় থাকবে না, রইল বিশেষজ্ঞের পরামর্শ

ঘরে ইঁদুরের কান্ডে জেরবার অনেকেই৷ ইলেকট্রিকের তার থেকে শুরু করে চালের বস্তা, চিনির প্যাকেট সব ছিঁড়ে কুটুকুটি করে দিচ্ছে৷ অথচ কোনও মতেই তাকে ধরতে পারা যায় না৷ এ এক মহা বিপদ৷
ঘরে ইঁদুরের কান্ডে জেরবার অনেকেই৷ ইলেকট্রিকের তার থেকে শুরু করে চালের বস্তা, চিনির প্যাকেট সব ছিঁড়ে কুটুকুটি করে দিচ্ছে৷ অথচ কোনও মতেই তাকে ধরতে পারা যায় না৷ এ এক মহা বিপদ৷
বিষ দিলেও ঘরের আনাচে-কানাচে মরে যায়৷ খুঁজে না পেলেই দুর্গন্ধে টেকা দায়৷ আবার ইঁদুরের কল বেশ খানিক খরচাসাপেক্ষও বটে৷ তাহলে উপায়? জানাচ্ছেন রায়হেরালি জেলার শিবগড়ের এক কলেজের হোম সায়েন্সের অধ্যাপক অরুণ কুমার সিং৷
বিষ দিলেও ঘরের আনাচে-কানাচে মরে যায়৷ খুঁজে না পেলেই দুর্গন্ধে টেকা দায়৷ আবার ইঁদুরের কল বেশ খানিক খরচাসাপেক্ষও বটে৷ তাহলে উপায়? জানাচ্ছেন রায়হেরালি জেলার শিবগড়ের এক কলেজের হোম সায়েন্সের অধ্যাপক অরুণ কুমার সিং৷
তিনি জানিয়েছেন এর জন্য বেশি খরচাও হবে না৷ মাত্র ১০ টাকাতেই ইঁদুর আপনার বাড়ির ত্রি সীমানায় আসবে না৷ ইঁদুরকে না মেরে একেবারে ঘর থেকে তাড়িয়ে
তিনি জানিয়েছেন এর জন্য বেশি খরচাও হবে না৷ মাত্র ১০ টাকাতেই ইঁদুর আপনার বাড়ির ত্রি সীমানায় আসবে না৷ ইঁদুরকে না মেরে একেবারে ঘর থেকে তাড়িয়ে
এর জন্য আপনাকে কিনতে হবে সাদা রঙের পাথরের মতো দেখ তে একটা বস্তু,যাকে ফটকিরি বলা হয়৷ এটি ছোট-ছোট করে টুকরো করে পাউডারের মতো করে নিন৷ তারপর বোতলে জল ভরে মিশ্রণটি ঘরে সমস্ত জায়গায় স্প্রে করে নিন৷ ফটকিরির গুঁড়ো ছড়িয়ে দিলেও সমস্যা হবে না৷
এর জন্য আপনাকে কিনতে হবে সাদা রঙের পাথরের মতো দেখ তে একটা বস্তু,যাকে ফটকিরি বলা হয়৷ এটি ছোট-ছোট করে টুকরো করে পাউডারের মতো করে নিন৷ তারপর বোতলে জল ভরে মিশ্রণটি ঘরে সমস্ত জায়গায় স্প্রে করে নিন৷ ফটকিরির গুঁড়ো ছড়িয়ে দিলেও সমস্যা হবে না৷
এর একটা তীব্র গন্ধ রয়েছে৷ যা ইঁদুররা একেবারেই পছন্দ করে না৷ ফলে এই গন্ধে ইঁদুর বাবা-জীবন আপনার ঘরের ত্রি সীমানাতেও থাকবে না৷
এর একটা তীব্র গন্ধ রয়েছে৷ যা ইঁদুররা একেবারেই পছন্দ করে না৷ ফলে এই গন্ধে ইঁদুর বাবা-জীবন আপনার ঘরের ত্রি সীমানাতেও থাকবে না৷