উত্তর দিনাজপুর: একদিকে যখন বাঙালি মাকে বিদায় জানাতে ব্যস্ত, ঠিক তখনই এই গ্রামে আবারওদুর্গা পুজায় মেতে ওঠেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের খাদিমপুরে দশমী থেকেই গোটা গ্রাম মেতে ওঠে দুর্গাপুজোর আনন্দে। দশমীতেই শুরু হয় এখানকার দুর্গাপুজো।
পুজোর চারদিন ওই এলাকায় বসে মেলাও। দশমীর দিন থেকেই গ্রামে শুরু হয় ষষ্ঠী ।এই দেবী দুর্গাকে ‘বালাইচণ্ডী’ রূপে এখানে পুজো করা হয়। তবে এখানে দেবীর পদতলে থাকে না মহিষাসুর। যদিও অন্যান্য দুর্গামণ্ডপের মতএখানেও দেবী কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নিয়ে রয়েছেন সপরিবারেই। খাদিমপুরের বাসিন্দা তথা পুজো কমিটির কর্মকর্তারা জানান, বহু বছরের পুরনো এই পুজো সঠিক সময় কেউ বলতে পারেন না।
আনুমানিক পাঁচশো বছর ধরে এই একই নিয়মে দশমীর দিনেই শুরু হয় এখানকার বালাইচণ্ডী রূপী দেবী দুর্গার পুজো। দশমীর রাতে শুরু হওয়া এই পুজো চলবে তিনদিন। এরই পাশাপাশি এই পুজোকে ঘিরে ওই অঞ্চলে বসে মেলা।