SIP Investment: ৫ বছরে ২০ লাখ টাকা জমাতে চান? মাসে কত টাকার SIP করতে হবে দেখুন

মেয়ের বিয়ে বা সন্তানের উচ্চশিক্ষার জন্য মোটা টাকার দরকার। এর জন্য বিনিয়োগ করতে হয় আলাদাভাবে। এই ধরনের খরচ মেটাতে এসআইপি করাই ভাল, এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। এসআইপি মানে হল, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
মেয়ের বিয়ে বা সন্তানের উচ্চশিক্ষার জন্য মোটা টাকার দরকার। এর জন্য বিনিয়োগ করতে হয় আলাদাভাবে। এই ধরনের খরচ মেটাতে এসআইপি করাই ভাল, এমনটাই বলেন আর্থিক বিশেষজ্ঞরা। এসআইপি মানে হল, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
স্টক মার্কেটে যাঁরা সরাসরি বিনিয়োগ করতে চান না, তাঁরা এসআইপি-র মাধ্যমে বাজার সংযুক্ত সংস্থায় বিনিয়োগ করতে পারেন। এখন প্রশ্ন হল, কেউ যদি আগামী পাঁচ বছরে ২০ লাখ টাকা জমাতে চান, তাহলে তাঁকে প্রতি মাসে কত টাকার এসআইপি করতে হবে?
স্টক মার্কেটে যাঁরা সরাসরি বিনিয়োগ করতে চান না, তাঁরা এসআইপি-র মাধ্যমে বাজার সংযুক্ত সংস্থায় বিনিয়োগ করতে পারেন। এখন প্রশ্ন হল, কেউ যদি আগামী পাঁচ বছরে ২০ লাখ টাকা জমাতে চান, তাহলে তাঁকে প্রতি মাসে কত টাকার এসআইপি করতে হবে?
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ২০ লাখ টাকার জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকার এসআইপি করতে হবে। এতে একবছরে ৩ লাখ টাকা জমা হবে। অর্থাৎ ৫ বছরে মোট জমার পরিমাণ দাঁড়াবে ৫ লাখ টাকা। এবার ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরা যাক।
এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ২০ লাখ টাকার জন্য প্রতি মাসে ২৫ হাজার টাকার এসআইপি করতে হবে। এতে একবছরে ৩ লাখ টাকা জমা হবে। অর্থাৎ ৫ বছরে মোট জমার পরিমাণ দাঁড়াবে ৫ লাখ টাকা। এবার ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরা যাক।
মাথায় রাখতে হবে, এসআইপিতে সুদের উপর চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। সোজা কথায়, সুদের উপর সুদ মেলে। এখন পাঁচ বছরে সুদ হিসেবে মিলবে ৫,৬২,১৫৯ টাকা। তাহলে মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে হাতে আসছে ২০,৬২,১৫৯ টাকা।
মাথায় রাখতে হবে, এসআইপিতে সুদের উপর চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। সোজা কথায়, সুদের উপর সুদ মেলে। এখন পাঁচ বছরে সুদ হিসেবে মিলবে ৫,৬২,১৫৯ টাকা। তাহলে মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে হাতে আসছে ২০,৬২,১৫৯ টাকা।
এখন কেউ যদি পাঁচ বছরের জায়গায় ৮ বছর বিনিয়োগ করেন, তাহলে কম টাকার এসআইপি করেও তিনি ২০ লাখ টাকা পেতে পারেন। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ২০ লাখ টাকা ৮ বছরে জমাতে চাইলে ১৫ হাজার টাকার মাসিক এসআইপি করতে হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২.৬ লাখ টাকা। সুদ হিসেবে মিলবে ৭.৬ লাখ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ১৯.৮ লাখ টাকা।
এখন কেউ যদি পাঁচ বছরের জায়গায় ৮ বছর বিনিয়োগ করেন, তাহলে কম টাকার এসআইপি করেও তিনি ২০ লাখ টাকা পেতে পারেন। এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী, ২০ লাখ টাকা ৮ বছরে জমাতে চাইলে ১৫ হাজার টাকার মাসিক এসআইপি করতে হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২.৬ লাখ টাকা। সুদ হিসেবে মিলবে ৭.৬ লাখ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে হাতে আসবে ১৯.৮ লাখ টাকা।
এবার ১০ বছরের জন্য বিনিয়োগ করে ২০ লাখ টাকা জমাতে চাইলে এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়বে ১২ লাখ টাকা। সুদ হিসেবে মিলবে ১১.২ লাখ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে তিনি ২৩.২ লাখ টাকা রিটার্ন পাবেন।
এবার ১০ বছরের জন্য বিনিয়োগ করে ২০ লাখ টাকা জমাতে চাইলে এসআইপি ক্যালকুলেটর অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়বে ১২ লাখ টাকা। সুদ হিসেবে মিলবে ১১.২ লাখ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে তিনি ২৩.২ লাখ টাকা রিটার্ন পাবেন।
তবে এসআইপিতে ভাল রিটার্নের জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। শেয়ার বাজারের ওঠানামা এসআইপি রিটার্নে প্রভাব ফেলতে পারে। তাই বিনিয়োগ করার আগে আর্থিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করা উচিত।
তবে এসআইপিতে ভাল রিটার্নের জন্য দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। শেয়ার বাজারের ওঠানামা এসআইপি রিটার্নে প্রভাব ফেলতে পারে। তাই বিনিয়োগ করার আগে আর্থিক উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করা উচিত।