এই HDFC ফান্ডে বন্ধ হতে চলেছে SIP, ২২ জুলাই থেকে আর সুযোগ পাবেন না নতুন বিনিয়োগকারীরা

প্রতিরক্ষা খাতের শেয়ারের এসআইপি থেকে বড় মুনাফা কামাতে চাইলে এটাই শেষ সুযোগ। ২২ জুলাইয়ের পর থেকে আর সুযোগ পাবেন না নতুন বিনিয়োগকারীরা। হাতে আর মাত্র ১২ দিন। এর মধ্যে বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছে এইচডিএফসি।
প্রতিরক্ষা খাতের শেয়ারের এসআইপি থেকে বড় মুনাফা কামাতে চাইলে এটাই শেষ সুযোগ। ২২ জুলাইয়ের পর থেকে আর সুযোগ পাবেন না নতুন বিনিয়োগকারীরা। হাতে আর মাত্র ১২ দিন। এর মধ্যে বিনিয়োগ করতে হবে বলে জানিয়েছে এইচডিএফসি।
৯ জুলাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের তরফে ঘোষণা করা হয়, ২২ জুলাই থেকে প্রতিরক্ষা তহবিলে নতুন কোনও এসআইপি নেওয়া সম্ভব নয়। ২২ জুলাইয়ের আগে যাঁরা বিনিয়োগ করবেন, তাঁরা এসআইপি চালিয়ে যেতে পারবেন। টাকা তুলতেও কোনও সমস্যা হবে না। তবে লাম্পসাম বিনিয়োগ এবং এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বন্ধ থাকবে।
৯ জুলাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের তরফে ঘোষণা করা হয়, ২২ জুলাই থেকে প্রতিরক্ষা তহবিলে নতুন কোনও এসআইপি নেওয়া সম্ভব নয়। ২২ জুলাইয়ের আগে যাঁরা বিনিয়োগ করবেন, তাঁরা এসআইপি চালিয়ে যেতে পারবেন। টাকা তুলতেও কোনও সমস্যা হবে না। তবে লাম্পসাম বিনিয়োগ এবং এসটিপি বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বন্ধ থাকবে।
এইচডিএফসি ডিফেন্স ফান্ডে মোট ২১টি স্টক রয়েছে। এর মধ্যে ৬৩ শতাংশ জুড়ে রয়েছে পাঁচটি স্টক। ফান্ডের প্রকৃতি অনুযায়ী এটা মিড ও স্মল ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড। তহবিলের ৮০ শতাংশ অর্থ প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগ করা হয়।
এইচডিএফসি ডিফেন্স ফান্ডে মোট ২১টি স্টক রয়েছে। এর মধ্যে ৬৩ শতাংশ জুড়ে রয়েছে পাঁচটি স্টক। ফান্ডের প্রকৃতি অনুযায়ী এটা মিড ও স্মল ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড। তহবিলের ৮০ শতাংশ অর্থ প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট কোম্পানিতে বিনিয়োগ করা হয়।
প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট খাতের স্টকগুলির মধ্যে রয়েছে মহাকাশ ও প্রতিরক্ষা, বিস্ফোরক, জাহাজ নির্মাণ এবং সম্পর্কিত পরিষেবাগুলির স্টক।
প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট খাতের স্টকগুলির মধ্যে রয়েছে মহাকাশ ও প্রতিরক্ষা, বিস্ফোরক, জাহাজ নির্মাণ এবং সম্পর্কিত পরিষেবাগুলির স্টক।
ফান্ড চালুর সময় এইচডিএফসি এএমসি ইক্যুইটি ফান্ড ম্যানেজার অভিষেক পোদ্দার বলেছিলেন, বিশ্বের অনেক দেশ প্রতিরক্ষায় বিশেষ জোর দিচ্ছে। শক্তিশালী আরঅ্যান্ডডি ফোকাস এবং বর্ধিত উৎপাদন ক্ষমতার মাধ্যমে প্রতিরক্ষায় স্বনির্ভর হয়েছে বহু ভারতীয় কোম্পানি।
ফান্ড চালুর সময় এইচডিএফসি এএমসি ইক্যুইটি ফান্ড ম্যানেজার অভিষেক পোদ্দার বলেছিলেন, বিশ্বের অনেক দেশ প্রতিরক্ষায় বিশেষ জোর দিচ্ছে। শক্তিশালী আরঅ্যান্ডডি ফোকাস এবং বর্ধিত উৎপাদন ক্ষমতার মাধ্যমে প্রতিরক্ষায় স্বনির্ভর হয়েছে বহু ভারতীয় কোম্পানি।
তাদের সামনে বড় সুযোগ রয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীরাও মোটা টাকা মুনাফা পেতে পারেন। তাঁদের সামনেও লাভের পথ খুলে গিয়েছে। প্রসঙ্গত অভিষেক এইচডিএফসি ডিফেন্স ফান্ড পরিচালনা করেন। বেঞ্চমার্ক হল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স টিআরআই।
তাদের সামনে বড় সুযোগ রয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীরাও মোটা টাকা মুনাফা পেতে পারেন। তাঁদের সামনেও লাভের পথ খুলে গিয়েছে। প্রসঙ্গত অভিষেক এইচডিএফসি ডিফেন্স ফান্ড পরিচালনা করেন। বেঞ্চমার্ক হল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স টিআরআই।
তাহলে এসআইপি বন্ধ হচ্ছে কেন: এইচডিএফসি ডিফেন্স ফান্ড চালু হয় ২০২৩ সালের ২ জুন। ১০০ টাকারও কমে এসআইপি শুরু করা যায়। এইচডিএফসি ফান্ড সাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ থেকে ১৬,০৬৬.৪৭ টাকা পেয়েছেন বিনিয়োগকারীরা।
তাহলে এসআইপি বন্ধ হচ্ছে কেন: এইচডিএফসি ডিফেন্স ফান্ড চালু হয় ২০২৩ সালের ২ জুন। ১০০ টাকারও কমে এসআইপি শুরু করা যায়। এইচডিএফসি ফান্ড সাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ থেকে ১৬,০৬৬.৪৭ টাকা পেয়েছেন বিনিয়োগকারীরা।
এর এইউএম হল ৩,৬৬৫.৯৫ টাকা। ফান্ড নিয়ে বিনিয়োগকারীরা উৎসাহী হলেও বিশেষজ্ঞদের মতে, লিকুইডিটি এবং বিনিয়োগের বিকল্প কম থাকায় এসআইপি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর এইউএম হল ৩,৬৬৫.৯৫ টাকা। ফান্ড নিয়ে বিনিয়োগকারীরা উৎসাহী হলেও বিশেষজ্ঞদের মতে, লিকুইডিটি এবং বিনিয়োগের বিকল্প কম থাকায় এসআইপি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।