কুণালের মামলায় বড় সিদ্ধান্ত

Sisir Adhikari: কুণাল ঘোষের মানহানি, শিশির অধিকারীকে নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের!

কলকাতা: হাইকোর্টে স্বস্তি প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর। শিশিরের বিরুদ্ধে কুণাল ঘোষের করা মানহানির মামলার বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি সংক্রান্ত এই মামলাটির বিচারের কাজ আপাতত বন্ধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে। ওই মাসের ২৪ সেপ্টেম্বরে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যেই ভয়ঙ্কর বিপদে কলকাতা! ১৭ কোটি মানুষ ‘সব’ শেষ হয়ে যাবে? ভয়াবহ আশঙ্কাবার্তা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবার একটি মন্তব্য নিয়ে মানহানির অভিযোগ তুলে মামলা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিশির।

গত ফেব্রুয়ারি মাসে তাঁর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের বিচার প্রাথমিক ভাবে স্থগিত করে রাখেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার তার মেয়াদ আরও বৃদ্ধি পেল।