সেমিফাইনাল ম্যাচটাই হবে না! ভারত নাকি ইংল্যান্ড, খেলা না হলে কে ফাইনাল খেলবে?

গায়ানা: আজ রাত ৮টায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। গোটা বিশ্ব সেই ম্যাচ দেখার অপেক্ষায়।

গতবারও ভারতীয় দল সেমিফাইনালে উঠেছিল। তবে সেবার ইংল্যান্ড ভারতকে হারিয়ে দেয়। এবার রোহিত শর্মার দল আগের থেকে ভাল খেলছে। ভারতকে সেমিফাইনালে জয়ের দাবিদার মনে করা হচ্ছে।

এই ম্যাচে বৃষ্টির আশঙ্কা ছিলই। তবে সেই আশঙ্কা আরও বাড়ছে। প্রথম সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে আফগানিস্তান। প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠল প্রোটিয়ারা।

আরও পড়ুন- IND vs ENG: ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের নিয়মে বড় বদল!ম্যাচের আগে জেনে নিন আপনিও

ভারতীয় দলের বিরুদ্ধে ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টি হলে আজ টিম ইন্ডিয়ার কোনও ক্ষতি হবে না। বরং লাভই হবে। ভারত পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের চেয়ে ভাল অবস্থানে ছিল। ম্যাচ বাতিল হলে ভারতীয় দল ফাইনালের টিকিট পাবে।

ভারত-ইংল্যান্ডের ম্যাচ হবে গায়ানায়। ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা থাকলেও গত ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়নি। সকালে সূর্যের দেখা পাওয়া গিয়েছে সেখানে, এমনকী আকাশও পরিষ্কার ছিল।

এই ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা ছিল ৯০ শতাংশ। গত দুদিনে ওখানে প্রবল বৃষ্টি হয়েছে। এমনকী টিম ইন্ডিয়া যেদিন সেমিফাইনাল খেলতে গায়ানায় পৌঁছেছিল, সেদিনও ঝড় উঠেছিল। Accuweather-এর রিপোর্ট বলছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৫ থেকে ৭০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে খেলা হবে সেখানে।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল আফগানিস্তান, সেমিতে প্যাকআপ ৫৬ রানে

বৃষ্টির কারণে ম্যাচ ব্যাহত হলে অন্তত ৫ থেকে ১০ ওভার করার চেষ্টা করা হবে। তা না হলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। সেটাও সম্ভব না হলে ভারত না খেলেই ফাইনালে উঠবে।

আইসিসির নিয়ম অনুযায়ী, যে দল গ্রুপ শীর্ষে থাকে তারাই ফাইনালে যাবে। সুপার 8-এ ভারত গ্রুপ শীর্ষে ছিল এবং ইংল্যান্ড দল দ্বিতীয় স্থানে।