প্রতীকী ছবি৷

Boat capsizes in Ganga river: বিহারে গঙ্গায় ডুবে গেল পুণ্যার্থীদের নৌকা, নিখোঁজ ছয় যাত্রী, চলছে তল্লাশি

পটনা: ফের গঙ্গায় নৌকাডুবির ঘটনা। বিহারে রবিবার পটনার কাছে ১৭ জন পুণ্যার্থী নিয়ে উমানাথ ঘাট থেকে দিয়ারার দিকে যাচ্ছিল নৌকাটি। যাওয়ার পথে হঠাৎ মাঝগঙ্গায় নৌকাটি ডুবে যায়।

বিহারের বঢ় এলাকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) শুভম কুমার সংবাদ সংস্থাকে বলেন, “দুর্ঘটনাটি ঘটেছে সকাল ৯টা ৪৫ নাগাদ, গঙ্গার উমানাথ ঘাটের কাছে। নৌকাটিতে ১৭ জন যাত্রী ছিলেন, বেশিরভাগই একটি পরিবারের, যাওয়ার পথে মাঝগঙ্গায় নৌকাটি উল্টে যায় এবং ডুবে যায়”।

আরও পড়ুন: পিতৃদিবসে বিরাটকে বিশেষ শুভেচ্ছা জানাল ভামিকা, সমাজমাধ্যমে ভাইরাল সেই বার্তা

তিনি আরও জানান, এই ঘটনায় ১৭ জন যাত্রীর মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাটি উল্টে যাওয়ার পরে কিছু যাত্রী সাঁতার কেটে নিরাপদে পারে এসে পৌঁছলেও ছয় যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি।

নৌকা ডুবে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসন এবং পুলিশ। স্থানীয়দের সাহায়তায় গঙ্গায় তল্লাশী চালাচ্ছে পুলিশ এবং প্রশাসনের কর্মীরা, নিখোঁজদের পরিচয় জানারও চেষ্টা করছেন তাঁরা। উদ্ধারকাজ প্রসঙ্গে এসডিএম বলেন, “নিখোঁজ ছয় জনকে খোঁজার চেষ্টা চলছে। আমরা রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের লোকেদেরও কাজে লাগিয়েছে। নিখোঁজদের পরিচয় জানারও চেষ্টা চলছে”। প্রসঙ্গত, গত মাসেই গঙ্গায় একটি নৌকা ডুবে যায়, সেই ঘটনাতে ২ জন নিখোঁজ ছিলেন।