ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড- ৬ জুলাই- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -ডুসেলডর্ফ, নেদারল্যান্ডস বনাম তুরস্ক- ৭ জুলাই- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -বার্লিন

Euro 2024 Prize Money: ইউরো চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা? প্রতি দলের জন্য থাকছে মোটা টাকা, পরিমাণ জানলে চমকে যাবেন

শুরু হয়ে গিয়েছে ইউরো ২০২৪। প্রতিদিন টানটান ফুটবল ম্যাচের সাক্ষী থাকছে ফুটবল প্রেমিরা। একইসঙ্গে এখন থেকেই ফুটবল প্রেমিদের মধ্যে জানার কৌতুহল রয়েছে ইউরো জয়ী দল মোট কত টাকা পাবে?
শুরু হয়ে গিয়েছে ইউরো ২০২৪। প্রতিদিন টানটান ফুটবল ম্যাচের সাক্ষী থাকছে ফুটবল প্রেমিরা। একইসঙ্গে এখন থেকেই ফুটবল প্রেমিদের মধ্যে জানার কৌতুহল রয়েছে ইউরো জয়ী দল মোট কত টাকা পাবে?
এবার ইউরো ২০২৪-এ উয়েফা যে পরিমাণ আর্থিক পুরস্কার রেখেছে তা জানলে চোখ কপালে উঠবে। প্রতিযোগিতার গ্রপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৩৩১ মিলিয়ন ইউরো দেওয়া হবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ২৯৬৩ কোটি টাকা।
এবার ইউরো ২০২৪-এ উয়েফা যে পরিমাণ আর্থিক পুরস্কার রেখেছে তা জানলে চোখ কপালে উঠবে। প্রতিযোগিতার গ্রপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ৩৩১ মিলিয়ন ইউরো দেওয়া হবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ২৯৬৩ কোটি টাকা।
রিপোর্ট অনুযায়ী, ইউরো কাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই ৯.২৫ মিলিয়ন ইউরো করে টাকা পাবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ৮২ কোটি টাকা। গ্রুপ পর্বে প্রতিটি ম্য়াচ জিতলে ১ মিলিয়ন ইউরো ও ড্র করলে ৫ লক্ষ করে ইউরো পাবে।
রিপোর্ট অনুযায়ী, ইউরো কাপে অংশগ্রহণকারী প্রতিটি দলই ৯.২৫ মিলিয়ন ইউরো করে টাকা পাবে। ভারতীয় টাকায় যার পরিমাণ ৮২ কোটি টাকা। গ্রুপ পর্বে প্রতিটি ম্য়াচ জিতলে ১ মিলিয়ন ইউরো ও ড্র করলে ৫ লক্ষ করে ইউরো পাবে।
এছাড়া যে ১৬টি দল শেষ ষোলোয় পৌছবে তারা ১.৫ মিলিয়ন ইউরো, কোয়ার্টার ফাইনালের ৮টি দল পাবে ২.৫ মিলিয়ন করে ইউরো,সেমিফাইনালের ৪ দল পাবে ৪ মিলিয়ন করে ইউরো পাবে। এছাড়া প্রতি ম্যাচে ম্য়াচ জেতার পুরস্কার তো আলাদা করে থাকছেই।
এছাড়া যে ১৬টি দল শেষ ষোলোয় পৌছবে তারা ১.৫ মিলিয়ন ইউরো, কোয়ার্টার ফাইনালের ৮টি দল পাবে ২.৫ মিলিয়ন করে ইউরো,সেমিফাইনালের ৪ দল পাবে ৪ মিলিয়ন করে ইউরো পাবে। এছাড়া প্রতি ম্যাচে ম্য়াচ জেতার পুরস্কার তো আলাদা করে থাকছেই।
এছাড়া ইউরো জয়ী দল পাবে মোট ৮ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় যারলপরিমাণ ৭১ কোটি টাকা। রানার্স দল পাবে ৫ মিলিয়ন ইউরো। যে দল গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে তারা মোট পাবে ২৮.২৫ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকা যার পরিমাণ ২৫২ কোটি।
এছাড়া ইউরো জয়ী দল পাবে মোট ৮ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকায় যারলপরিমাণ ৭১ কোটি টাকা। রানার্স দল পাবে ৫ মিলিয়ন ইউরো। যে দল গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে তারা মোট পাবে ২৮.২৫ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকা যার পরিমাণ ২৫২ কোটি।
আর্থিক পুরস্কারের নিরিখে রেকর্ড গড়ল এবারের ইউরো ২০২৪। এবার দেখার শেষ পর্যন্ত ২৫২ কোটি টাকার মোট পুরস্কার কে পায়? তার জন্য অপেক্ষা করতে হবে প্রতিযোগিতার মেগা ফাইনাল পর্যন্ত।
আর্থিক পুরস্কারের নিরিখে রেকর্ড গড়ল এবারের ইউরো ২০২৪। এবার দেখার শেষ পর্যন্ত ২৫২ কোটি টাকার মোট পুরস্কার কে পায়? তার জন্য অপেক্ষা করতে হবে প্রতিযোগিতার মেগা ফাইনাল পর্যন্ত।