Skin Care Tips: তীব্র রোদে পুড়ে ‌যাচ্ছে ত্বক! হেঁশেলের জিনিসই ওঠাবে ট্যান! ঠিক কায়দাটা জেনে নিন

উত্তর দিনাজপুর: রোদে বেরিয়ে কালো হয়ে যাচ্ছে হাত, পা, পিঠ? চিন্তা নেই এই ঘরোয়া টোটকায় কালো হাত ও পিঠ ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে। তপ্ত রোদে বেরলে শরীরে কালো ছোপ দেখা যায়। সেই কালো ছোপ প্রথম থেকে তোলার চেষ্টা না করলে ট্যানিংয়ের কারণে আরো গাঢ় হয়ে যেতে পারে। এর থেকে মুক্তি পেতে পারেন ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে।
উত্তর দিনাজপুর: রোদে বেরিয়ে কালো হয়ে যাচ্ছে হাত, পা, পিঠ? চিন্তা নেই এই ঘরোয়া টোটকায় কালো হাত ও পিঠ ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে। তপ্ত রোদে বেরলে শরীরে কালো ছোপ দেখা যায়। সেই কালো ছোপ প্রথম থেকে তোলার চেষ্টা না করলে ট্যানিংয়ের কারণে আরো গাঢ় হয়ে যেতে পারে। এর থেকে মুক্তি পেতে পারেন ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে।
বিউটি এক্সপার্ট পিউ দাস জানান,  প্রথমে ব্যবহার করতে পারেন টম্যাটো। এটি ট্যান কমাতে সাহায্য করে বরং ত্বকের জন্য প্রশান্তি দায়ক এজেন্ট হিসেবে কাজ করে এই টম্যাটো। তাই রোদ থেকে এসে আপনি শরীরে টম্যাটো লাগাতে পারেন।
বিউটি এক্সপার্ট পিউ দাস জানান,  প্রথমে ব্যবহার করতে পারেন টম্যাটো। এটি ট্যান কমাতে সাহায্য করে বরং ত্বকের জন্য প্রশান্তি দায়ক এজেন্ট হিসেবে কাজ করে এই টম্যাটো। তাই রোদ থেকে এসে আপনি শরীরে টম্যাটো লাগাতে পারেন।
এছাড়া শশাও কালো দাগ দূর করতে ভীষণ কার্যকরী। নিয়মিত রোদ থেকে এসে শশা শরীরে লাগালে শরীর ঠান্ডা হবে এবং কালো দাগ দূর হবে।
এছাড়া শশাও কালো দাগ দূর করতে ভীষণ কার্যকরী। নিয়মিত রোদ থেকে এসে শশা শরীরে লাগালে শরীর ঠান্ডা হবে এবং কালো দাগ দূর হবে।
এছাড়া একটি পাত্রের মধ্যে কফি পাউডার ও চিনি মিশিয়ে এরপর তাতে লেবুর রস, গোলাপ জল এবং আলুর রস যোগ করে ভাল করে মিশিয়ে নিন। হাত পা আঙুলে ভাল ভাবে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এছাড়া একটি পাত্রের মধ্যে কফি পাউডার ও চিনি মিশিয়ে এরপর তাতে লেবুর রস, গোলাপ জল এবং আলুর রস যোগ করে ভাল করে মিশিয়ে নিন। হাত পা আঙুলে ভাল ভাবে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি লাগানোর বেশ কয়েকদিন পরই তফাতটা বুঝতে পারবেন। এছাড়া রোদ থেকে এসে দই এবং মধুর প্যাক ও লাগাতে পারেন।
এই প্যাকটি লাগানোর বেশ কয়েকদিন পরই তফাতটা বুঝতে পারবেন। এছাড়া রোদ থেকে এসে দই এবং মধুর প্যাক ও লাগাতে পারেন।
মধু একটি প্রাকৃতিক আন্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ট্যান এজেন্ট। অন্য দিকে দই ত্বককে নরম তুলতুলে করতে সাহায্য করে। রোদ থেকে এসে এই প্যাকগুলো শরীরে লাগালেই কালো ছোপ পড়া থেকে রক্ষা পাবেন। (তথ্য: পিয়া গুপ্তা)
মধু একটি প্রাকৃতিক আন্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ট্যান এজেন্ট। অন্য দিকে দই ত্বককে নরম তুলতুলে করতে সাহায্য করে। রোদ থেকে এসে এই প্যাকগুলো শরীরে লাগালেই কালো ছোপ পড়া থেকে রক্ষা পাবেন। (তথ্য: পিয়া গুপ্তা)