সিল করে দেওয়া হয়েছে টিউবওয়েল।

West Bardhaman News : অঙ্গনওয়াড়ি টিউবয়েলের জলে তীব্র ঝাঁঝালো গন্ধ, সঙ্গে ফেনা! বিষ? বাড়ছে আতঙ্ক

কাঁকসা, পশ্চিম বর্ধমান : কত বড় বিপদ হতে পারত, তা ভেবেই স্থানীয়দের গায়ে কাঁটা উঠছে। টিউবয়েলের জলে কিনা বিষ মেশানো হয়েছে! অন্তত স্থানীয়দের অভিযোগ এমনটাই। দুর্গাপুরের গোপালপুর পঞ্চায়েতের উত্তর পল্লী এলাকার ঘটনা। স্থানীয় একটি টিউবয়েলের জলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ। অথচ ওই জল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না সহ বিভিন্ন কাজে ব্যবহার হয়।

স্থানীয়রা বলছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে টিউবওয়েলটি রয়েছে, সেখানে গত শুক্রবার জল থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। একই সঙ্গে টিউবয়েলের জল থেকে ফেনা বেরতে দেখা যায়। তারপর এদিনও একই ঘটনা সামনে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। পাশাপাশি খবর যায় পুলিশের কাছেও। স্থানীয়রা অভিযোগ করছেন, কেউ বা কারা টিউবয়েলের জলে বিষ মিশিয়ে দিয়েছে। যা সময়ে নজরে না এলে মারাত্মক বিপদ হতে পারত।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই ওই টিউবওয়েলটি সিল করে দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা জানান, বিষয়টি তিনি জানতে পারেন স্থানীয়দের কাছে থেকে। আগে থেকে বিষয়টি সামনে আসায় ওই জলে আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও কাজ হয়নি। কিন্তু সেটি বোঝা না গেলে যে ওই জল খেয়ে কত বড় বিপদ হতে পারত, তা ভেবেই ভয় পাচ্ছেন সকলে।

কাঁকসা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জানিয়েছেন, ওই জল মেডিক্যাল টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ধানখেতে কীটনাশক হিসেবে যে বিষ ব্যবহার করা হয়, সেটি জলে মেশানো হয়েছে। কিন্তু কারা এই কাজ করল, কেনই বা এমন কাণ্ড, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

নয়ন ঘোষ