সাপের কামড়ে মৃত্যু, সাপ লুকিয়ে থাকল এই ব্যক্তির শরীরেই! শ্মশানে হাড়হিম কাণ্ড

বেগুসরাই : সাপ যাকে কামড়াল, তারই শরীরে লুকিয়ে থাকল ঘণ্টার পর ঘণ্টা! বিহারের বেগুসরাইয়ের ঘটনা। সেই ব্যক্তির শেষকৃত্য যখন সম্পন্ন হচ্ছিল, তখন প্রায় আড়াই ফুট লম্বা একটি সাপ বেরিয়ে আসে ওই ব্যক্তির পোশাকের ভিতর থেকে। যা দেখে ঘটনাস্থলে উপস্থিত সবাই অবাক হয়ে যায়।

এমন ঘটনা কীভাবে সম্ভব, তা কেউ বুঝতে পারেনি। মৃত্যুর পর পুলিশ ওই ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। তখনও নাকি সাপটিকে কেউ দেখতে পায়নি। এই ঘটনা নিয়ে এখন বিভিন্ন দাবি করা হচ্ছে।

আরও পড়ুন- বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ আছে কোন দেশে? উত্তর শুনে বিশ্বাসই হবে না!

জানা গিয়েছে, ২২ অগাস্ট রাতে চেরিয়া বারিয়ারপুর থানা এলাকার কুম্ভি গ্রামের বাসিন্দা ৪১ বছর বয়সী ধরমবীর কুমার যাদবকে একটি সাপে কামড়ায়। পরিবারের সদস্যরা জানান, ধর্মবীর কুমার সন্ধ্যায় গরুকে খাবার দেওয়ার জন্য ঘাস তুলতে গিয়েছিলেন। সেই সময় বিষাক্ত একটি সাপ তাঁকে কামড়ায়। এর পর তাঁকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, এমনকী হাসপাতালেও নেওয়া হয়। তবে তাঁর অবস্থার অবনতি হতে থাকে।

এর পর পুলিশকে ঘটনাটি জানানো হয়। ঘটনার তদন্তে পুলিশ এসে মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। ২৩ অগাস্ট সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের পর সন্ধ্যায় সিমারিয়া ঘাটে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে, দেশের কোন রাজ্যে বেশি নন-ভেজ খাওয়া হয়, বলুন তো?

দাবি করা হচ্ছে, সাপটি ধরমবীরের পোশাকে লুকিয়ে ছিল। তবে কেউ কেন সাপটিকে দেখতে পেল না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দাবি করা হচ্ছে শ্মশানে দাহ করার জন্য কাপড় সরানোর সময় ওই সাপটিকে দেখা গিয়েছিল। সন্দেহ করা হচ্ছে, সাপটি কামড়ানোর পর ধর্মবীরের কাপড়ে নিজেকে লুকিয়ে রেখেছিল, দাহ করার সময় কাপড় খুললে সেটি বেরিয়ে আসে। অনেকে আবার বলছেন চিতার কাঠেও সাপটি লুকিয়ে থাকতে পারে।