Snake

Snake Bite: গরম বাড়তেই বেড়েছে সাপের উপদ্রব, সাপে কামড়ালে প্রথমেই কী করলে প্রাণ বাঁচানো যায়? পড়ুন

গরম পড়তে না পড়তেই শহরতলি-গ্রামে গঞ্জে বেড়েছে সাপের উপদ্রব। মাজেমধ্যে শহরেও বাড়িতে হানা দেয় সাপ। সাপে কামড়ালে আজ-ও আমাদের দেশে বহু মানুষ কুসংস্কারের আশ্রয় নেন। কিন্তু মাথায় রাখবেন, ওঝা বা ঝাড়ফুঁক নয়, সাপে কামড়ালে ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব৷ কীভাবে?
গরম পড়তে না পড়তেই শহরতলি-গ্রামে গঞ্জে বেড়েছে সাপের উপদ্রব। মাজেমধ্যে শহরেও বাড়িতে হানা দেয় সাপ। সাপে কামড়ালে আজ-ও আমাদের দেশে বহু মানুষ কুসংস্কারের আশ্রয় নেন। কিন্তু মাথায় রাখবেন, ওঝা বা ঝাড়ফুঁক নয়, সাপে কামড়ালে ‘রুল অফ ১০০’ জানলেই বাঁচা সম্ভব৷ কীভাবে?
আমাদের দেশে এখনও বহু মানুষ সর্পদংশনের পর ডাক্তারদের তুলনায় ওঝা, ঝাড়ফুঁকের উপর বেশি ভরসা রাখেন৷ ফলে প্রথম কয়েক ঘণ্টা বা গোল্ডেন আওয়ার কেটে যায়।
আমাদের দেশে এখনও বহু মানুষ সর্পদংশনের পর ডাক্তারদের তুলনায় ওঝা, ঝাড়ফুঁকের উপর বেশি ভরসা রাখেন৷ ফলে প্রথম কয়েক ঘণ্টা বা গোল্ডেন আওয়ার কেটে যায়।
ভারতে প্রায় আড়াইশো প্রজাতির সাপ আছে, তার মধ্যে ৫২টি প্রজাতি বিষধর৷ এর মধ্যে ৪০টিরও বেশি প্রজাতির সাপ সামুদ্রিক৷ পশ্চিমবঙ্গে মাত্র ছ’টি বিষধর প্রজাতির সাপ পাওয়া যায়৷ এর মধ্যে চারটি সাপের কামড়েই বেশি মৃত্যু হয়৷
সাপে কামড়ালে প্রথমেই কী করবেন? মাথায় রাখুন ‘RIGHT’ ফর্মুলা। এই ‘RIGHT’ ফর্মুলার- R হল Reassurance। প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে৷ কারণ রোগী খুবই আতঙ্কের মধ্যে থাকেন৷ আতঙ্ক থেকে হার্ট ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
সাপে কামড়ালে প্রথমেই কী করবেন? মাথায় রাখুন ‘RIGHT’ ফর্মুলা। এই ‘RIGHT’ ফর্মুলার- R হল Reassurance। প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে৷ কারণ রোগী খুবই আতঙ্কের মধ্যে থাকেন৷ আতঙ্ক থেকে হার্ট ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
 ‘RIGHT’ ফর্মুলার I হল Immobilization। যত কম নাড়াচাড়া হবে, তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে৷ যে জায়গায় সাপ কামড়েছে, সেখানে স্কেল বা বাঁশের টুকরো কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন৷

‘RIGHT’ ফর্মুলার I হল Immobilization। যত কম নাড়াচাড়া হবে, তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে৷ যে জায়গায় সাপ কামড়েছে, সেখানে স্কেল বা বাঁশের টুকরো কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন৷
‘RIGHT’ ফর্মুলার GH হল Go to Hospital। ফোন করে জেনে নিন নিকটতম হাসপাতালে এএসভি, নিওস্টিগনিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন আছে কি না৷ মাথায় রাখবেন, সাপের কামড়ের সম্পূর্ণ চিকিৎসা একটি ব্লক প্রাইমারি হেল্থ সেন্টারেই সম্ভব৷
‘RIGHT’ ফর্মুলার GH হল Go to Hospital। ফোন করে জেনে নিন নিকটতম হাসপাতালে এএসভি, নিওস্টিগনিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন আছে কি না৷ মাথায় রাখবেন, সাপের কামড়ের সম্পূর্ণ চিকিৎসা একটি ব্লক প্রাইমারি হেল্থ সেন্টারেই সম্ভব৷
‘RIGHT’ ফর্মুলার T হল Tell Doctor For Treatment। হাসপাতালে গিয়ে চিকিৎসককে সাপের কামড়ের চিকিৎসা করতে বলুন৷ লক্ষ্য করুন রোগীর কথা জড়িয়ে যাওয়া, নাকি সুরে কথা বলা, চোখের পাতা পড়ে আসার মত উপসর্গ দেখা দিচ্ছে কী না।
সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার এএসভি শরীরে প্রবেশ করালে রোগী বেঁচে যাবে৷ রোগীর হাতে ঘড়ি বা চুড়ি, বালা থাকলে খুলতে হবে৷ ক্ষতস্থান যত সম্ভব স্থির রাখতে হবে৷ যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে৷
সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার এএসভি শরীরে প্রবেশ করালে রোগী বেঁচে যাবে৷ রোগীর
হাতে ঘড়ি বা চুড়ি, বালা থাকলে খুলতে হবে৷ ক্ষতস্থান যত সম্ভব স্থির রাখতে হবে৷ যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে৷