Snake Bite Treatment: সাপে কামড়ালে খবরদার করবেন না এই কাজ! মৃত্যু পর্যন্ত হতে পারে, জানেন না অনেকেই, জানুন চিকিৎসকের মত

উত্তরপ্রদেশ: বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই সাপের কামড়ের ঘটনাও বাড়তে থাকে৷ এখনও প্রতি বছর গ্রামাঞ্চলে বর্ষাকালে সাপের ছোবলে মৃত্যুর ঘটনা ঘটে৷ তবে, সাপের ছোবল নিয়ে এখনও কোথাও কোথাও কুসংস্কার প্রচলিত আছে৷ অথবা, সাপে ছোবল মারলে ঠিক তখনই কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, তা অনেকেরই থাকে অজানা৷ এই বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞেরা, সেটাই জানার চেষ্টা করব আমরা৷

কী করবেন

সাপে কামড়ালে কী করবেন, তা জানতে, স্থানীয় 18 মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ নরেন্দ্র সেঙ্গারের সাথে কথা বলেছেন। ডাঃ সেঙ্গার বলেন, ‘‘শরীর শান্ত রাখুন। সাপে কামড়ানোর জায়গা মাথা থেকে নীচের দিকে রাখুন৷ শরীর থেকে সমস্ত আঁটসাঁট পোশাক সরান। ক্ষতস্থান পরিষ্কার করুন। দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করুন৷ ক্ষতস্থান থেকে চেপে রক্ত খানিক বার করার চেষ্টা করুন৷ ক্ষতস্থান স্পিরিট, অ্যালকোহল বা সাবান দিয়ে পরিষ্কার করার চেষ্টা করুন৷’’

আরও পড়ুন: হারতে চলেছেন ঋষি সুনক? ‘৪০০ আসন পার’ করে সমীক্ষায় লেবার পার্টির জয়ের ইঙ্গিত…ব্রিটেনে শুরু ভোট

কী করবেন না:

ডাঃ সেঙ্গার জানাচ্ছেন, যেখানে সাপে কামড়েছে সেখানে কখনওই বরফ লাগাবেন না। কাটা জায়গা বেশি নাড়াচাড়া করবেন না৷ বিষ অপসারণের জন্য কখনওই ক্ষতে মুখ দিয়ে রক্ত টানার চেষ্টা করবেন না। কারণ, বিষধর সাপের বিষ রক্তের মাধ্যমে আপনার শরীরে সঞ্চারিত হতে পারে৷ এছাড়া, ক্ষতস্থানে নানা ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে, সেটাও হতে পারে প্রাণঘাতী৷ এই সব কাজ করতে গিয়ে প্রাণ বাঁচানো যাবে কি না নিশ্চয়তা নেই, তবে নিজের প্রাণহানির সম্ভাবনা অবশ্যই বাড়বে৷

সাপ ধরার চেষ্টা খবরদার করবেন না৷ পরিবর্তে, তার রঙ এবং আকৃতি মনে রাখার চেষ্টা করুন। সম্ভব হলে একটি ছবি তুলে রাখুন। তাহলে অ্যান্টিভেনম দিতে সুবিধা হবে। কোনও ধরনের পেইন কিলার খাবেন না৷

আরও পড়ুন: বর্ষাকালে ঘরদোরে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব? জংলি এই পাতাই তাড়াবে মশা থেকে পোকামাকড়, ওষধি গুণও মারাত্মক

ডাঃ সেঙ্গার জানান,  বর্তমানে ২২০০টি অ্যান্টি-ভেনম ওষুধ পাওয়া যায়। যে ওষুধটি অনেক কষ্টে এবং প্রাইভেট সেন্টারে দামে পাওয়া যায় তা মেডিক্যাল কলেজে সহজেই পাওয়া যায়। ১৮০০টি অ্যান্টি ভেনম ডোজ এর অর্ডারও দেওয়া হয়েছে।