ফোল্ডিং রথ

Bankura News: বাঁকুড়ার এই রথ তৈরি করছেন পুরীর কারিগররা, ইচ্ছেমতো ছোটবড় করা যাবে

বাঁকুড়া: এক নিমেষে ১২ ফুটের রথ হয়ে গেল ২৪ ফুট। ম্যাজিক নাকি? আবার এই রথ রয়েছে বাঁকুড়াতেই! আপনি জানেন কি? বাঁকুড়ায় এই রথ ইচ্ছে করলেই ছোট বড় করে নেওয়া যায়। এই রথ বানিয়েছেন পুরী থেকে আগত রথ নির্মাতারা।

অবাক লাগলেও সত্যি!এই রথে লাগানো রয়েছে হাইড্রোলিক্স, যার সাহায্যে খুব সহজেই ছোট বড় করে নেওয়া যায় রথের মাথা। যার আসল উচ্চতা ২৪ ফুট কিন্তু বাঁকুড়ার কিছু কিছু রাস্তায় ১২ ফুটের বেশি উচ্চতা হলে রথ যাতায়াতের অসুবিধা হবে এবং সেই কারণেই এই রথ কে সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে ছোট বড়।

সদ্য এক বছর আগে তৈরি করা হয়েছে এই নতুন রথ। ইসকন ভুবনেশ্বর এবং ইসকন পুরী থেকে আগত অভিজ্ঞ শিল্পীরা তৈরি করেছেন বাঁকুড়ার এই বিশেষ রথ। বর্তমানে এই বিশেষ ফোল্ডিং রথের কাঠামোটি, নেতাজি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার। বাঁকুড়া ইসকন দ্বারা পরিচালিত এই রথ প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই।মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ফোল্ডিং রথের রিপেয়ারিং। এবার রথের কাঠামো নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার দুর্গামন্দির প্রাঙ্গণে। ট্রাক্টারে করে লাগিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ফোল্ডিং রথটি।

লালবাজারে কাঠের কাঠামো লাগানো হবে এবং সুসজ্জিত করা হবে রথটি। এরপর শনিবার রথটিকে সাজানো হবে ফুলের শয্যায়। বাঁকুড়া ইসকনের রথযাত্রা শুরু হয় গত বছর। ২০২৩ সালেই তৈরি করা হয় এই রথটি। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড় সংলগ্ন নেতাজি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে, ইসকন ভুবনেশ্বর এবং ইসকন পুরী থেকে আগত শিল্পীরা তৈরি করেন এই রথটি।

রথ যাত্রার অপেক্ষা প্রায় শেষ! আর মাত্র দু’দিন। তার আগেই বাঁকুড়াতে দেখা গেছে প্রস্তুতির রমরমা। শিল্পীর হাতের ছোঁয়া থেকে শুরু করে, প্রস্তুত হচ্ছে বাঁকুড়ার ঐতিহাসিক রথ এবং আধুনিক রথ গুলি।

বাঁকুড়া ইসকন দ্বারা পরিচালিত এই রথটি আধুনিক একটি রথ। রয়েছে স্টিয়ারিং, রয়েছে ব্রেক। তার সঙ্গে লাগানো রয়েছে হাইড্রোলিক্স, যার ব্যবহার করে ১২ ফুটের রথ এক নিমেষে হয়ে যায় ২৪ ফুট! আবার চাইলেই সেই রথকে প্রয়োজন মতো ছোট করে নিতে পারেন রথ চালকেরা।