Snake

Snake Bite: সাপের বিষ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না? আসল সত্যিটা জানেন? শিউরে উঠবেন

গরম বাড়ছে! সেইসঙ্গে বাড়ছে সাপের উপদ্রব! গ্রাম-গঞ্জ-শহরতলিতে রোজ কাতারে-কাতারে সাপে কামড়ানোর ঘটনা সামনে আসছে। শহরেও ছাড় নেই। মাঝেমধ্যেই ঠান্ডা পরিবেশ ও খাবারের খোঁজে সাপ লোকবসতিতে ঢুকে আসছে। সাপে কামড়ানো নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। প্রচলিত বিশ্বাস, সাপের বিষ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না, কিন্তু আসল সত্যিটা জানেন?
গরম বাড়ছে! সেইসঙ্গে বাড়ছে সাপের উপদ্রব! গ্রাম-গঞ্জ-শহরতলিতে রোজ কাতারে-কাতারে সাপে কামড়ানোর ঘটনা সামনে আসছে। শহরেও ছাড় নেই। মাঝেমধ্যেই ঠান্ডা পরিবেশ ও খাবারের খোঁজে সাপ লোকবসতিতে ঢুকে আসছে। সাপে কামড়ানো নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। প্রচলিত বিশ্বাস, সাপের বিষ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না, কিন্তু আসল সত্যিটা জানেন?
সাপের বিষ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এ ভাবে সাপের বিষ আটকানো যায় না।
সাপের বিষ দাঁত দিয়ে কেটে শুষে নিলে বিষ ছড়াতে পারে না, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এ ভাবে সাপের বিষ আটকানো যায় না।
সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে তার বিষ রক্তের সঙ্গে মিশে যায়। উলটে সেখানে মুখ দিলে অতিরিক্ত ব্যাকটেরিয়া মিশে যাওয়ার সম্ভাবনা থাকে।
সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে তার বিষ রক্তের সঙ্গে মিশে যায়। উলটে সেখানে মুখ দিলে অতিরিক্ত ব্যাকটেরিয়া মিশে যাওয়ার সম্ভাবনা থাকে।
পাশাপাশি, যে ব্যক্তি মুখ দিয়ে সাপের বিষ শুষে নেওয়ার চেষ্টা করছেন, তাঁর মুখে কোনও ক্ষত থাকলে সেই ক্ষতস্থানেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয় থাকে।
পাশাপাশি, যে ব্যক্তি মুখ দিয়ে সাপের বিষ শুষে নেওয়ার চেষ্টা করছেন, তাঁর মুখে কোনও ক্ষত থাকলে সেই ক্ষতস্থানেও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার ভয় থাকে।
সাপ কামড়ালে আগে শক্ত বাঁধন দেওয়া উচিত। যাতে বিষাক্ত রক্ত সারা শরীরে দ্রুত ছড়িয়ে না পরে।
সাপ কামড়ালে আগে শক্ত বাঁধন দেওয়া উচিত। যাতে বিষাক্ত রক্ত সারা শরীরে দ্রুত ছড়িয়ে না পরে।