শোভিতা ধুলিপালাকে অনেকেই একডাকে চেনেন। 'দ্য নাইট ম্যানেজার', 'মেড ইন হেভেন'-এর মতো হিট সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলোড়ন তুলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এখন তিনি ‘কল গার্ল’। না, না, সত্যি সত্যিই এই কাজ তিনি করছেন না, একটি ছবিতে তিনি কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।

৩১ বছরের বলিউড অভিনেত্রী এবার ‘কল গার্ল’ ? খোলাখুলি বললেন, ‘আমি সন্তুষ্ট…’

বলিউডে একটা সুযোগ পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু ৩১ বছরের তরুণ অভিনেত্রী, হিন্দি তো বটেই, দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন, অভিনয় করেছেন ওয়েব সিরিজে, তিনিই হয়ে গেলেন ‘কল গার্ল’। কী কারণে এমন ‘পরিণতি’?
বলিউডে একটা সুযোগ পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু ৩১ বছরের তরুণ অভিনেত্রী, হিন্দি তো বটেই, দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে কাজ করেছেন, অভিনয় করেছেন ওয়েব সিরিজে, তিনিই হয়ে গেলেন ‘কল গার্ল’। কী কারণে এমন ‘পরিণতি’?
শোভিতা ধুলিপালাকে অনেকেই একডাকে চেনেন। 'দ্য নাইট ম্যানেজার', 'মেড ইন হেভেন'-এর মতো হিট সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলোড়ন তুলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এখন তিনি ‘কল গার্ল’। না, না, সত্যি সত্যিই এই কাজ তিনি করছেন না, একটি ছবিতে তিনি কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।
শোভিতা ধুলিপালাকে অনেকেই একডাকে চেনেন। ‘দ্য নাইট ম্যানেজার’, ‘মেড ইন হেভেন’-এর মতো হিট সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলোড়ন তুলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এখন তিনি ‘কল গার্ল’। না, না, সত্যি সত্যিই এই কাজ তিনি করছেন না, একটি ছবিতে তিনি কল গার্লের চরিত্রে অভিনয় করছেন।
শোভিতা স্পষ্টভাষী। তেলেগু ব্রাহ্মন পরিবারে জন্ম। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতায় ‘মিস ইন্ডিয়া আর্থ’ খেতাব জিতেছিলেন। তেলেগু ‘গুডচারি’ ছবি দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘রমন রাঘব ২.০’ দিয়ে পা রাখেন হলিউডে। তবে শুধু বলিউড বা টলিউড নয়, হলিউডেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।
শোভিতা স্পষ্টভাষী। তেলেগু ব্রাহ্মন পরিবারে জন্ম। ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতায় ‘মিস ইন্ডিয়া আর্থ’ খেতাব জিতেছিলেন। তেলেগু ‘গুডচারি’ ছবি দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘রমন রাঘব ২.০’ দিয়ে পা রাখেন হলিউডে। তবে শুধু বলিউড বা টলিউড নয়, হলিউডেও তাঁর কাজ প্রশংসিত হয়েছে।
সম্প্রতি হলিউড ছবি 'মাঙ্কি ম্যান' নিয়ে কথা বলেছেন শোভিতা ধুলিপাল্লা। এই ছবিতে তিনি 'কল গার্ল'-এর চরিত্রে অভিনয় করেছেন। 'পোনিয়িন সেলভান' ১ এবং ২, 'মেড ইন হেভেন' সিজন ১ এবং ২-এর মতো চলচ্চিত্র এবং শোতে কাজ করার পর, 'মাঙ্কি ম্যান' ছবিতে কল গার্লের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তে হতবাক শোভিতার অনুরাগীরা। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে, এই চরিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি হলিউড ছবি ‘মাঙ্কি ম্যান’ নিয়ে কথা বলেছেন শোভিতা ধুলিপাল্লা। এই ছবিতে তিনি ‘কল গার্ল’-এর চরিত্রে অভিনয় করেছেন। ‘পোনিয়িন সেলভান’ ১ এবং ২, ‘মেড ইন হেভেন’ সিজন ১ এবং ২-এর মতো চলচ্চিত্র এবং শোতে কাজ করার পর, ‘মাঙ্কি ম্যান’ ছবিতে কল গার্লের চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তে হতবাক শোভিতার অনুরাগীরা। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে, এই চরিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পায় এই ছবি। চলতি মাসের ২৬ তারিখে ভারতে মুক্তির প্রস্তুতি চলছে। শোভিতা বলেন, “'মাঙ্কি ম্যান'-এ 'কল গার্ল' সীতার চরিত্রে অভিনয় করাটা সম্মানের। তিনি জানান, এই ছবিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ছবিতে কাজ করে তিনি সন্তুষ্ট। শোভিতার কথায়, “এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। আমাকে অনুপ্রাণিত করে বা আমার কাছে মূল্য রয়েছে এমন জিনিস আমি গল্পে দেখতে চাই”।
৫ এপ্রিল আমেরিকায় মুক্তি পায় এই ছবি। চলতি মাসের ২৬ তারিখে ভারতে মুক্তির প্রস্তুতি চলছে। শোভিতা বলেন, “’মাঙ্কি ম্যান’-এ ‘কল গার্ল’ সীতার চরিত্রে অভিনয় করাটা সম্মানের। তিনি জানান, এই ছবিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। ছবিতে কাজ করে তিনি সন্তুষ্ট। শোভিতার কথায়, “এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত। আমাকে অনুপ্রাণিত করে বা আমার কাছে মূল্য রয়েছে এমন জিনিস আমি গল্পে দেখতে চাই”।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ‘মাঙ্কি ম্যান’ নিয়ে জোর চর্চা চলছে। আলোচনা হচ্ছে শোভিতার অভিনয় নিয়েও। প্রসঙ্গত, মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার গল্প বুনেছে ‘মাঙ্কি ম্যান’। এই ছবি দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন দেব প্যাটেল। ছবির প্রযোজক জর্ডান পিল।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ‘মাঙ্কি ম্যান’ নিয়ে জোর চর্চা চলছে। আলোচনা হচ্ছে শোভিতার অভিনয় নিয়েও। প্রসঙ্গত, মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার গল্প বুনেছে ‘মাঙ্কি ম্যান’। এই ছবি দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন দেব প্যাটেল। ছবির প্রযোজক জর্ডান পিল।