মাটির পরীক্ষা 

North Dinajpur News: চাষের আগে মাটি পরীক্ষা জরুরি! কী ভাবে করবেন মাটির নমুনা সংগ্রহ, হাতে কলমে শিখে নিন

উত্তর দিনাজপুর: শুধুমাত্র কৃষকরাই নয় এখন ছাত্র-ছাত্রীরাও জমিতে গিয়ে মাটির নমুনা সংগ্রহ করবে। শুধু নমুনা সংগ্রহই নয়, ল্যাবে গিয়ে পরীক্ষা করে নিতে পারবে মাটির গুণগতমান। ছাত্র-ছাত্রীদের দিয়েই হাতে কলমে শেখানো হচ্ছে মাটির নমুনা সংগ্রহের পদ্ধতি এবং পরীক্ষা । যে কোনওফসল চাষ করার আগে মাটি পরীক্ষা করে মাটির গুণমান জেনে নেওয়া অবশ্যই জরুরি। মাটির গুণমান ভাল হলে তবেই উৎপাদন বৃদ্ধি হবে। কিন্তু কী ভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হবে কী ভাবেই বা পরীক্ষা করতে হয় মাটির গুণগত মান এবার এই সমস্ত বিষয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের।

মৃত্তিকা পরীক্ষাগারের আধিকারিক ডঃ সুব্রত ঘোষাল জানান, মাটির নমুনা সংগ্রহের আগে অবশ্যই মনে রাখতে হবে যে, জমির মাটি পরীক্ষা করতে হবে সেই জমির আলের ধার থেকে ১০ থেকে ১২ ফুট ছেড়ে মাটি সংগ্রহ করতে হবে।

যে জায়গা থেকে মাটির নমুনা নেওয়া হবে সেখানে নুড়ি, পাথর, আগাছা, ফসলের অংশ বেছে ফেলে দিতে হবে। তার পর পলিথিনের উপর মাটির নমুনা বর্গাকারে ছড়িয়ে কোনাকুনিভাবে দু’টি লাইন টানতে হবে। তা হলে মাটির নমুনা চারভাগে ভাগ হয়ে যাবে। কোনাকুনি লাইনের একদিকের দু’টি ভাগ বাদ দিয়ে বাকি দু’টি ভাগ ভাল ভাবে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ১২৮ চাকার গাড়ি, ৯৬ চাকার চালকহীন বাহন, ২২ দিনে সুভাষগ্রাম এল বিশাল ট্রান্সফর্মার, কলকাতায় এবার দারুণ বিদ্যুৎ সরবরাহ

আরও পড়ুন: ২০মে পঞ্চম দফা নির্বাচনে এক নজরে উলুবেড়িয়া কেন্দ্র, পুরুষ-নারী-তৃতীয় লিঙ্গ মিলিয়ে মোট কত ভোটার, জানুন বিশদে

এভাবে ৫০০ গ্রাম মাটির নমুনা তৈরি করতে হবে। এরপর মাটির নমুনা একটি পলিথিন ব্যাগে ভরে ভাল করে এঁটে দিতে হবে। এরপর এই মাটি পরীক্ষার নমুনা জেলায় অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে অথবা রাজ্য সরকারের মাটি পরীক্ষাগারে তা টেস্ট করা হবে। মাটি পরীক্ষার পর কোন মাটিতে কী ধরনের ফসল ভাল হবে, তা জেনে নিয়ে চাষ করলে ফসল ভাল হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

পিয়া গুপ্তা