Solar Eclipse 2024: আজ এই রঙের কাপড় ও অন্য জিনিস দান করুন! বাঁচুন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে

চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, সোমবার৷ প্রসঙ্গত সোমবার বলে একে সোমবতী অমাবস্যাও বলা হয়৷
চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, সোমবার৷ প্রসঙ্গত সোমবার বলে একে সোমবতী অমাবস্যাও বলা হয়৷

 

প্রাচীন জ্যোতির্বিদ্যা অনুযায়ী সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে শুরু হয় সুতককাল৷ এই পর্বে কোনও শুভকাজ করা হয় না৷ অন্তঃসত্ত্বাদের বিশেষ খেয়াল রাখতে হয়৷
প্রাচীন জ্যোতির্বিদ্যা অনুযায়ী সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে শুরু হয় সুতককাল৷ এই পর্বে কোনও শুভকাজ করা হয় না৷ অন্তঃসত্ত্বাদের বিশেষ খেয়াল রাখতে হয়৷

 

জ্যোতির্বিদ ও বাস্তু বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে সূর্যগ্রহণ চলাকালীন কোনও কোনও কাজ একদমই করা যাবে না৷ অশুভ প্রভাব থেকে বাঁচতে গ্রহণ করতে হবে বিশেষ সতর্কতা৷
জ্যোতির্বিদ ও বাস্তু বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে সূর্যগ্রহণ চলাকালীন কোনও কোনও কাজ একদমই করা যাবে না৷ অশুভ প্রভাব থেকে বাঁচতে গ্রহণ করতে হবে বিশেষ সতর্কতা৷

 

ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯.১২ মিনিটে শুরু হবে এ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ থাকবে রাত ২.২২ পর্যন্ত৷ সোমবতী অমাবস্যার এই গ্রহণ ভারত থেকে দৃশ্য নয়৷
ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯.১২ মিনিটে শুরু হবে এ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ থাকবে রাত ২.২২ পর্যন্ত৷ সোমবতী অমাবস্যার এই গ্রহণ ভারত থেকে দৃশ্য নয়৷

 

জ্যোতির্বিদ ও বাস্তু বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে পাঠ করতে হবে সূর্যবীজ মন্ত্র৷
জ্যোতির্বিদ ও বাস্তু বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে বাঁচতে পাঠ করতে হবে সূর্যবীজ মন্ত্র৷

 

সূর্যমন্ত্রের পাশাপাশি যে কোনও দেবতার বিগ্রহ সামনে রেখে তাঁর মন্ত্রপাঠ করা যায়৷
সূর্যমন্ত্রের পাশাপাশি যে কোনও দেবতার বিগ্রহ সামনে রেখে তাঁর মন্ত্রপাঠ করা যায়৷

 

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শেষ হলে পুণ্যস্নান করতে হবে কোন পবিত্র নদীতে৷ তার পর সূর্যদেবের নামে দান করতে হবে৷
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শেষ হলে পুণ্যস্নান করতে হবে কোন পবিত্র নদীতে৷ তার পর সূর্যদেবের নামে দান করতে হবে৷

 

এই দিন দরিদ্রদের দান করুন গম, গুড়, লাল কাপড়, তামার বাসনপত্র এবং ঘি৷ এর ফলে পুণ্যার্জন সম্ভব বলে বিশ্বাস৷
এই দিন দরিদ্রদের দান করুন গম, গুড়, লাল কাপড়, তামার বাসনপত্র এবং ঘি৷ এর ফলে পুণ্যার্জন সম্ভব বলে বিশ্বাস৷