খালি চোখে সূর্যগ্রহণ দেখলে কি সত‍্যিই অন্ধ হয়ে যাবেন? বিজ্ঞানের আসল ব‍্যখ‍্যা জানেন না ৯৯% শতাংশই

Solar eclipse: খালি চোখে সূর্যগ্রহণ দেখলে কি সত‍্যিই অন্ধ হয়ে যাবেন? বিজ্ঞানের আসল ব‍্যখ‍্যা জানেন না ৯৯% শতাংশই

সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। তাহলেই বড় ক্ষতি হয় চোখের। বেশিরভাগ সময় প্রবীণরা এমনভাবেই সতর্ক করে দেন। কিন্তু এই ত‍থ‍্য কি আদৌ কি কোনও বিজ্ঞান সম্মত যুক্তি আছে? এই ব‍্যাপারে কী বলছেন বিজ্ঞানীরা?
সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই। তাহলেই বড় ক্ষতি হয় চোখের। বেশিরভাগ সময় প্রবীণরা এমনভাবেই সতর্ক করে দেন। কিন্তু এই ত‍থ‍্য কি আদৌ কি কোনও বিজ্ঞান সম্মত যুক্তি আছে? এই ব‍্যাপারে কী বলছেন বিজ্ঞানীরা?
নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থওয়েল-এ কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ম্যাথিউ উরগোস্কি এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। আর্ন্তজাতিক এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘‘এটা সত্য যে সূর্যগ্রহণের সময় আপনি যদি খালি চোখে সূর্যের দিকে তাকান তাহলে আপনার দৃষ্টিশক্তির ওপর খুবই খারাপ প্রভাব পড়বে। এমনকি আপনি যদি খালি চোখে উজ্জ্বল সূর্যগ্রহণ দেখতে পান তবে এটি চোখের স্থায়ী ক্ষতিও করতে পারে।’’
নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থওয়েল-এ কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ম্যাথিউ উরগোস্কি এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। আর্ন্তজাতিক এক সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘‘এটা সত্য যে সূর্যগ্রহণের সময় আপনি যদি খালি চোখে সূর্যের দিকে তাকান তাহলে আপনার দৃষ্টিশক্তির ওপর খুবই খারাপ প্রভাব পড়বে। এমনকি আপনি যদি খালি চোখে উজ্জ্বল সূর্যগ্রহণ দেখতে পান তবে এটি চোখের স্থায়ী ক্ষতিও করতে পারে।’’
ডক্টর ম্যাথিউ বলেছেন যে, ‘‘এত অল্প সময়ের মধ্যে এটি ঘটবে যে আপনি জানতেও পারবেন না। সূর্যগ্রহণ এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে চোখকে প্রভাবিত করতে পারে।’’
ডক্টর ম্যাথিউ বলেছেন যে, ‘‘এত অল্প সময়ের মধ্যে এটি ঘটবে যে আপনি জানতেও পারবেন না। সূর্যগ্রহণ এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে চোখকে প্রভাবিত করতে পারে।’’
নিউইয়র্ক আই অ্যান্ড ইয়ার হাসপাতালের চক্ষু শল্যচিকিৎসক ডাঃ অবনীশ দেবভক্ত জানালেন যে, আপনি যদি কোনও সুরক্ষা ছাড়াই খালি চোখে সূর্যগ্রহণ দেখেন তবে তা চোখে স্থায়ীভাবে অন্ধ হওয়ার মতো ঘটনাও কোনও ক্ষেত্রে ঘটাতে পারে।’’
নিউইয়র্ক আই অ্যান্ড ইয়ার হাসপাতালের চক্ষু শল্যচিকিৎসক ডাঃ অবনীশ দেবভক্ত জানালেন যে, আপনি যদি কোনও সুরক্ষা ছাড়াই খালি চোখে সূর্যগ্রহণ দেখেন তবে তা চোখে স্থায়ীভাবে অন্ধ হওয়ার মতো ঘটনাও কোনও ক্ষেত্রে ঘটাতে পারে।’’
ডাঃ দেবভক্ত আরও জানিয়েছেন, সূর্যের কিরণ অত‍্যন্ত শক্তিশালী। সূর্য থেকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিও নির্গত হয়। ফলে সূর্য গ্রহণ খালিচোখে দেখলে তা চোখের রেটিনার বড় ক্ষতি করতে পারে। এর কারণে চোখ ঝাপসা হয়ে যাওয়া, ব্লাইন্ড স্পট, আলোর প্রতি সংবেদনশীলতা, চোখের বিকৃতির মতো উপসর্গও দেখা দিতে শুরু করে।
ডাঃ দেবভক্ত আরও জানিয়েছেন, সূর্যের কিরণ অত‍্যন্ত শক্তিশালী। সূর্য থেকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিও নির্গত হয়। ফলে সূর্য গ্রহণ খালিচোখে দেখলে তা চোখের রেটিনার বড় ক্ষতি করতে পারে। 
এর কারণে চোখ ঝাপসা হয়ে যাওয়া, ব্লাইন্ড স্পট, আলোর প্রতি সংবেদনশীলতা, চোখের বিকৃতির মতো উপসর্গও দেখা দিতে শুরু করে।
এর কারণে চোখ ঝাপসা হয়ে যাওয়া, ব্লাইন্ড স্পট, আলোর প্রতি সংবেদনশীলতা, চোখের বিকৃতির মতো উপসর্গও দেখা দিতে শুরু করে।
ডাঃ দেবভক্তর মতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখলে রেটিনায বিরল আঘাতের কারণ হতে পারে। একে সোলার রেটিনোপ্যাথি বলে। জামা জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ২০১৭ সালে, একটি ২০ বছর বয়সী এক তরুণী খালি চোখে সূর্যগ্রহণ দেখার পর সোলার রেটিনোপ্যাথিতে আক্রান্ত হন।
ডাঃ দেবভক্তর মতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখলে রেটিনায বিরল আঘাতের কারণ হতে পারে। একে সোলার রেটিনোপ্যাথি বলে। জামা জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ২০১৭ সালে, একটি ২০ বছর বয়সী এক তরুণী খালি চোখে সূর্যগ্রহণ দেখার পর সোলার রেটিনোপ্যাথিতে আক্রান্ত হন।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)