শূন্য ঝুলছে বট গাছ

Tree Relocation In Malda: করে দেখাল মালদহ! এবার থেকে সর্বত্রই হতে পারে! আস্ত বট গাছ তুলে বসানো হল অন্য জায়গায়

মালদহ: পরিবেশ রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপন করল মালদহ। এর আগে কখনও এমনটা হয়নি উত্তরবঙ্গে। এমনকি গোটা রাজ্য তথা দেশ জুড়েও তেমন ভাবে করা হয় না পরিবেশ রক্ষায় এই কাজ। নিয়মিত এই ধরনের কাজ হলে পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা পাবে। এমনকি গাছের রক্ষাও হবে।

এত দিন দেখা গিয়েছে মানুষ তার প্রয়োজনে গাছ কেটে ফেলেছে। পরিবর্তে গাছের চারা রোপন করা হয়েছে। কিন্তু এবার একেবারেই উল্টো পথ দেখাল মালদহের একদল পরিবেশ প্রেমী। রাস্তার সম্প্রসারণের জন্য পূর্ত দফতর থেকে প্রায় ১৫ টি বড় বড় গাছ কেটে ফেলার পরিকল্পনা করে। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায় রাস্ত সম্প্রসারণের জন্য দুই ধারের বড় বড় প্রাপ্ত বয়স্ক গাছগুলি কাটতে উদ্যোগী হয় প্রশাসন।‌ এতগুলো গাছ কাটার প্রতিবাদ জানায় মালদহের একাধিক পরিবেশ রক্ষা সংগঠন। তাঁরা দাবি তুলেন গাছগুলোর প্রতিস্থাপন করার। পরিবেশ কর্মীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সরে দাঁড়ায় প্রশাসন।

গাছ কেটে ফেলার পরিবর্তে প্রতিস্থাপন করার চিন্তাভাবনা শুরু করে। কিছু গাছ না কাটার পরিকল্পনা নেওয়া হয়, প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু পাঁচটি গাছ একেবারেই বেগতিক অবস্থায় রয়েছে। তাই ওই গাছগুলি প্রতিস্থাপন করার পরিকল্পনা নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পরিবেশ কর্মী রূপক দেব শর্মা বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটতে উদ্যোগী হয়েছিল প্রশাসন। আমরা প্রতিস্থাপনের দাবি জানাই। অবশেষে প্রশাসন আমাদের আন্দোলনে সমর্থন জানায়। পাঁচটি গাছের প্রতিস্থাপন করা হচ্ছে।

একটি বেসরকারি সংস্থাকে এই গাছগুলি তোলার বরাত দেওয়া হয়। অবশেষে পাঁচটি বটগাছ প্রতিস্থাপন করার কাজ শুরু হয়েছে। ক্রেনের সাহায্যে বড়বড় গাছ তুলে অন্যত্র লাগানো হচ্ছে। এই প্রথম মালদহে বড় গাছ প্রতিস্থাপনের ঘটনা। এতে পরিবেশের ভারসাম্য অনেকটাই রক্ষা হবে বলে আশাবাদী পরিবেশকর্মীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য মহম্মদ আতারুদ্দিন বলেন, প্রশাসন ও পরিবেশ কর্মীদের যৌথ উদ্যোগে এই কাজ হচ্ছে। উত্তরবঙ্গের প্রথম মালদহ গাছের প্রতিস্থাপন করা সম্ভব হল। আগামীতে এই ধরনের কাজ করতে আরও সুবিধা হবে।

অবশেষে গাছ প্রতিস্থাপন করতে পেরে খুশি, মালদহের পরিবেশ রক্ষা সংগঠনগুলি। এই কাজের ফলে আগামীতে অন্যান্য জায়গাতেও এই ধরনের কাজ করাতে উদ্যোগী হবে এই পরিবেশ সংগঠনগুলি এমনটাই জানিয়েছেন তারা।

হরষিত সিংহ