Sourav Ganguly: দিল্লির টিম হোটেলে মহারাজকীয় এন্ট্রি সৌরভের! দাদার ক্লাসে মুগ্ধ ছাত্র পৃথ্বীরা

দিল্লি: কলকাতার ইডেন গার্ডেন্সে কয়েকটা দিন ক্যাম্প করেছিল দিল্লি ক্যাপিটালস। সৌরভ নিজের শহরে মোটামুটি দেখে নিয়েছিলেন কয়েকজন ক্রিকেটারকে। এবার দিল্লি পৌঁছে গেল ক্যাপিটালস দল। ডব্লিউপিএলে দিল্লির মেয়েরা একদিন আগেই হারিয়েছে মুম্বইকে। এবার ছেলেদের আইপিএলে বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সৌরভের দিল্লি। বলা বাহুল্য তাদের স্বপ্ন দেখাচ্ছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

সকলেই জানেন এবার দিল্লি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সৌরভ। মেন্টর হিসেবে নয়, ডিরেক্টর হিসেবে আছেন মহারাজ। কিন্তু সৌরভ চিরকাল দায়িত্ব নিলে তার কাছে পদ খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে তিনি কি অবদান রাখতে পারলেন। মাঠে নেমে কাজ করতে ভালোবাসেন সৌরভ। সেটাই করবেন এবারও।

আরও পড়ুন – মেসিকে কোচিং করা ম্যানেজারকে দায়িত্ব দিতে চায় ইস্টবেঙ্গল, হবে দ্রুত সিদ্ধান্ত

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে দিল্লি। সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামছেন সৌরভ। তাকে হোটেলের মূল দরজায় চন্দনের টিকা লাগিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সানগ্লাস, টি শার্ট এবং জিন্স পরিহিত সৌরভকে বেশ আনন্দিত লাগছে ক্রিকেটারদের মধ্যে মিশে যেতে পেরে। পৃথ্বী শ, মুস্তাফিজুর, ডেভিড ওয়ার্নার, পাওয়েল, রুসো, চেতন সাকারিয়া – এরা প্রত্যেকেই জড়িত দিল্লি দলের সঙ্গে।

ভারত অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে যোগ দেবেন অক্ষর প্যাটেল। কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। সৌরভ জানেন এবারের আইপিএল অনেক বেশি কঠিন হবে। কারণ সেই পুরনো নিয়মে ভারতের বিভিন্ন প্রান্তে খেলে বেড়াতে হবে। বিভিন্ন কন্ডিশন এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে এটা নিয়ে ক্রিকেটাররা যাতে খুব বেশি না ভাবেন সেই ইনপুট দিতে তৈরি মহারাজ।

নিজের অভিজ্ঞতা প্রতি মুহূর্তে ভাগ করে নিচ্ছেন ক্রিকেটারদের সঙ্গে। যখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তার অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে। বাংলার ক্রিকেটের কর্তা হিসেবেও অবদান রেখেছেন। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সাফল্য আছে। এবার সৌরভের নতুন চ্যালেঞ্জের নাম দিল্লি। অনেক কিছু জবাব দেওয়ার এখনও বাকি। ডিরেক্টর হিসেবেও সেই পুরনো আগুন ফুরিয়ে যায়নি প্রমাণ করতে মরিয়া হবেন মহারাজ।