‘সিনেবাপ’-এর কুরুচিকর আক্রমণ সৌরভকে! দাদার বিরাট পদক্ষেপ ইউটিউবারের বিরুদ্ধে

কলকাতা: আরজি কর কাণ্ডে গোটা বাংলা উত্তাল। এই নক্কারজনক ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন কিছু মানুষ। সৌরভ জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার পরও সেই বিতর্ক থামতে দিচ্ছেন না কয়েকজন! এবার সৌরভকে প্রকাশ্যে কুরুচিকর আক্রমণ করলেন ইউটিউবার মৃন্ময় দাস।

পুলিশের দ্বারস্থ সৌরভ। ইউটিউবার সিনেবাপ-এর বিরুদ্ধে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- মাইন্ড গেম শুরু, ‘ভারতকে ৫-০ ব্যবধানে হারাব’ হুঙ্কার এই তারকা স্পিনারের

আরজি কর কাণ্ড নিয়ে কুরুচিকর আক্রমণ করা হয় সৌরভকে। তারই প্রতিবাদে এই অভিযোগ দায়ের। আরজি করের ঘটনা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও সরব হয়েছিলেন প্রতিবাদে। দোষীদের কঠোরতম ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিলেন তিনি।

সৌরভের স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর তরফে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল সেখানে সৌরভ ও  তাঁর মেয়ে সানা অংশ নিয়েছিলেন। সৌরভ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের সমর্থনের বার্তা দিয়েছিলেন। তার পরও তাঁর অবস্থান নিয়ে সমালোচনা চলছিল।

—- Polls module would be displayed here —-

সৌরভ এতদিন যাবতীয় সমালোচনা সহ্য করছিলেন। তবে এবার যা হল, তা আর সহ্য করলেন না তিনি। সিনেবাপ ইউটিউব চ্যানেলে সৌরভকে কুরুচিকর আক্রমণ করা হয়।

ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি মৃত্যুর আগে কেন বায়োপিক হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয় ওই চ্যানেলে। এই ব্যাপারে প্রতিবাদ প্রয়োজন বলেই পুলিশের দ্বারস্থ সৌরভ।

আরও পড়ুন- বিশ্বের সেরা বোলার কে? লারা বলে দিলেন নাম! ‘এই’ বোলারকে সবাই ভয় পায়!

মহারাজের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্য বলেছেন, “এখন বিষয়টি বাড়াবাড়ির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। কুরুচিকর ভাষায় ব্যক্তি আক্রমণ করা হয়েছে। অবিলম্বে এগুলো বন্ধ হওয়া জরুরি। সেই কারণেই এবার অভিযোগ জানানো হয়েছে।”