বড়ঞাতে বন্যা পরিস্থিতি 

Murshidabad News: টানা বর্ষণে ফুঁসছে দুই নদী, বাঁধ ভেঙে প্লাবিত খড়গ্রাম এবং বড়ঞা-সহ একাধিক গ্রাম! আতঙ্কিত এলাকার মানুষ

মুর্শিদাবাদ: চারদিন ধরে টানা লাগাতার বর্ষণের জের, আর তার ফলেই  কুয়ে নদী ও দ্বারকা নদীর জলে প্লাবিত হল দু’টি ব্লকের একাধিক গ্রাম। প্রবল বর্ষণে বাঁধ ভেঙে ধীরে ধীরে গ্রামে জল ঢুকতে শুরু করে।

নদীর জলে প্লাবিত হয়ে পড়ে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের অন্তর্গত জাওহারি ভড়ঞা, কয়থা সুন্দরপুর, মজলিশপুর, বৈদ্যনাথপুর সহ একাধিক গ্রাম । যার কারণে বন্ধ হয়ে যায় বহু রাস্তা।  রাস্তা বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।  অন্যদিকে, খড়গ্রাম ব্লকের পদমকান্দি গ্রাম পঞ্চায়েত দ্বারকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় একাধিক গ্রাম।

আরও পড়ুন: চারদিকে জল থইথই, খাওয়ার জল আনতে গেলে হতে হচ্ছে নাকাল, তারপর…

জানা গিয়েছে, টানা বর্ষণের কারণেই বীরভূম জেলার লাভপুরের কুয়ে নদীর জলস্তর নামতেই সেই জল এসে ঠেকেছে বড়ঞা ব্লকে। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের অন্তর্গত সুন্দরপুরের এই সমস্ত গ্রাম বন্যার কবলে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। একদিকে প্রবল বর্ষণ অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধি ফলে এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন গ্রামের বাসিন্দারা ।ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা ত্রাণ সামগ্রী নিয়ে গ্রামে পৌঁছেছেন ।

আরও পড়ুন: পুজোর আগেই বদলে যাবে বারুইপুর! যা ঘটতে চলেছে, শুনলে চমকে যাবেন
পাশাপাশি, খড়গ্রাম ব্লকের অন্তর্গত পদমকান্দি গ্রাম পঞ্চায়েতের কাদিপুর, সর্বমঙ্গলাপুর, ঝাঁঝরা সহ বিস্তীর্ণ গ্রাম  এখনও জলের তলায়। প্রশাসনের আধিকারিক থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। বন্যা দুর্গতদের মাইকিং করে নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । পাশাপাশি, গ্রামে ত্রাণের সামগ্রী পৌঁছানো হয়েছে । বড়ঞা থেকে খড়গ্রাম ব্লকে এই বন্যা পরিস্থিতি তৈরি হতেই উদ্বিগ্ন জেলা প্রশাসনও। অন্যদিকে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

কৌশিক অধিকারী