সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভের স্বপ্ন বাস্তবায়নে আরও এক ধাপ! নবান্নে হস্তান্তর হল গড়বেতার ৩১৮ একর জমি

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত শিল্প কারখানার জমি হস্তান্তর। রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতর গড়বেতার ৩১৮ একর জমি হস্তান্তর করল রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে। এই নিয়ে রাজ্য শিল্প উন্নয়ন নিগম আগামিকালই বৈঠকে বসতে চলেছে। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকতে পারে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও।

সূত্রের খবর, শীঘ্রই সৌরভ গঙ্গোপাধ্যায়কে শিল্প কারখানার জন্য জমি হস্তান্তর করতে পারে নবান্ন। আজকের এই জমি হস্তান্তরের পরবর্তী ধাপই হল রাজ্য শিল্প উন্নয়ন নিগম সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর প্রস্তাবিত শিল্প কারখানার জমিটি হস্তান্তর করবে। শিল্প উন্নয়ন নিগম সূত্রে খবর সৌরভকে খুব দ্রুতই এই জমি হস্তান্তর করা হতে পারে।

প্রসঙ্গত, বাংলায় নতুন শিল্পের জোয়ার আনার ব্যাপারে আশাপ্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার পাকাপাকি ভাবে জমি হাতে পেলে সম্ভবত সেই পরিকল্পনা বাস্তবায়িত করার পথেই এগোতে পারেন মহারাজ।