২০২৩-২৪ আর্থিক বর্ষে সৌরভ কর দিয়েছেন ২৮ কোটি টাকা। বিরাট ৬৬ কোটি, তারপরেই ধোনি ছত্রিশ কোটি টাকার কাছাকাছি কর দিয়েছেন। তারপরে রয়েছেন সচিন।‌ তারপরেই সৌরভ। সূত্রের খবর, বর্তমান নিয়ে খেলা হার্দিক, সূর্যদের থেকেও বেশি পরিমাণে ট্যাক্স দেন সৌরভ। আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালির প্রিয় দাদা। রাজ্য থেকে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও বাঙালির গর্বের নাম মহারাজ।

Sourav Ganguly on IND Vs SA T20 World Cup 2024 Final: টি২০ বিশ্বকাপ কে জিততে পারে, ফাইনালের দিন জানিয়ে দিলেন সৌরভ

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিয়ে মুখ খুললেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক দাবি, ভারতীয় বোলাররা দুরন্ত ছন্দে রয়েছেন। পরে ব্যাট করলে চাপে পড়তে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। সাত মাসের মধ্যে সৌরভের মনে হয় না, রোহিত দ্বিতীয় ফাইনাল হারতে পারেন। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক মজা করে বলেন, রোহিত যদি দু’টি ফাইনালে হেরে যায়, তাহলে ও হয়তো বার্বাডোজ সমুদ্রে ঝাঁপ দেবে।

আরও পড়ুন: ফাইনালে বিরাটের জায়গায় নামুক ধোনি! সমাজমাধ্যমে দাবি সমর্থকদের, কী ভাবে সম্ভব?

দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি বহুজাতিক কোম্পানির অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, “ভারত জিতবে। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অসাধারণ দল। আইপিএলে ১৬টা ম্যাচ খেলে বিশ্বকাপে খেলতে গিয়েছে রোহিতরা। অপরাজিত হয়ে ফাইনালে পৌঁছেছে। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকাও প্রথম বার বিশ্বকাপ ফাইনাল খেলছে। অসাধারণ কৃতিত্ব। আমি অবশ্য রোহিতের জন্য খুশি। ছয় মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কও ছিল না। আমি রোহিতকে ভারতের অধিনায়ক হতে দেখে বিস্মিত হইনি। ভারতীয় দল প্রচুর উন্নতি করেছে, বলেছেন সৌরভ। এই বিশ্বকাপে টস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই প্রথমে ব্যাট করলে যে কোনও দলই সমস্যায় পড়ছে”। যদিও সৌরভের হুশিয়ারি, “পরে ব্যাট করলে দক্ষিন আফ্রিকা বিপদে পড়বে।”

অন্য দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করে একটি ম্যাচ বাদে সব ম্যাচেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। আইপিএলে সর্বোচ্চ রান করে ছিলেন ওপেনার বিরাট। বিশ্বকাপে বিরাটের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও সৌরভ পাশে দাঁড়ালেন কোহলির। বিরাটকে এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার আখ্যা দিয়ে সৌরভ বলেন, “বিরাট-রোহিত সঠিক জুটি ওপেনিং-এর জন্য। একটা টুর্নামেন্ট কয়েকটা ম্যাচ দিয়ে বিরাটকে ব্যাখ্যা করা উচিত নয়”।

সৌরভ বলছেন টস গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাঠের উইকেট নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেন, “ক্যারিবিয়ানের উইকেট অনেক বদলেছে। বহু দিন ধরেই এই বদল হয়েছে। স্পিনাররা সাহায্য পাচ্ছে। সেই কারণেই ভারত চারটে স্পিনার নিয়ে গিয়েছে। অক্ষর, কুলদীপ আইপিএলে আমার দলে খেলে। সেই জন্য আমি গর্বিত। আশা করব জয়ী হিসেবে বিশ্বকাপটা শেষ রোহিত বাহিনী”।