গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক৷

গঙ্গাসাগর মেলা প্রস্তুতি শুরু, সব দফতরকে নিয়ে বৈঠকে জেলাশাসক

বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: এখনও দুর্গা পুজো আসেনি৷ তার আগেই ২০২৫ সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসন৷ বুধবার এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন দক্ষিণ চব্বিশ পরগণার জেলাশাসক সুমিত গুপ্ত৷

গঙ্গাসাগর মেলার আয়োজনের সঙ্গে যুক্ত রাজ্য সরকারের সমস্ত দফতরকে নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়৷ মেলার সময় মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে ভেসেলে তীর্থযাত্রীদের পারাপার মসৃণ করতে চায় জেলা প্রশাসন৷ সেই জন্য নদীতে ভেসেল পরিষেবা স্বাভাবিক রাখতে আগে ভাগেই ড্রেজিং শুরু করতে চায় জেলা প্রশাসন।

আরও পড়ুন:  অ্যাম্বুল্যান্সে মহিলাকে যৌন নিগ্রহ, ছুড়ে ফেলা হল অসুস্থ স্বামীকে! গাজিয়াবাদে হাড় হিম করা ঘটনা

এর পাশাপাশি গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় সমুদ্রের ভাঙন ঠেকাতেও পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ গত বছরের মতো এবারও মজবুত বাঁধ তৈরি করবে জেলা প্রশাসন৷

বুধবারের বৈঠকে সুন্দরবন উনন্য়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও উপস্থিত ছিলেন।