South Bengal News: সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ! জামিন নিলেন তৃণমূলের ‘সেই’ দাপুটে নেতা

দক্ষিণবঙ্গ: জামালপুরে সালিশি কাণ্ডে জামিন নিতে বর্ধমান আদালতে হাজির হলেন তৃণমূল নেতা। এর আগে ১২ জনের নামে এফআইআর করেছিল পুলিশ। তাদের সঙ্গে তৃণমূল নেতা আজাদ রহমানকেও নোটিস পাঠানো হয়েছিল।

সালিশি সভা কাণ্ডে অভিযুক্তদের আগেই জামিন হয়েছে। এবার যার নির্দেশে সালিশি সভায় হাজির থাকতে বলা হয়েছিল বলে অভিযোগ, সেই তৃণমূল কংগ্রেস নেতা আজাদ রহমান জামিনের জন্য আদালতে হাজির হলেন।

আদালতে বিচারাধীন থাকা পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা বৃদ্ধা সাহানারা বিবির পুত্র বধূর করা খোরপোশের মামলার বিচারের জন্যে ডাকা হয়েছিল ওই সালিশি সভা। গত ১৪ জুন সেই সালিশি সভায় হাজির হননি বৃদ্ধা সাহানারা বিবি এবং তাঁর স্বামী বোরহান আলি ও ছেলে শেখ বসির আলি।

আরও পড়ুন: সত্যি হয়ে গেল দেবের দাবি…সিবিআইয়ের কাছ থেকে বড়সড় স্বস্তি পেলেন সাংসদ, একেবারে ক্লিনচিট!

জামালপুরের চকদিঘি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের ডাকা সালিশি সভায় বৃদ্ধ দম্পতি ও তাঁর ছেলে না হাজির হওয়ায় চটে যায় আজাদের শাগরেদরা। তারা ওইদিন রাতেই কুবাজপুর গ্রামের বৃদ্ধ দম্পতি বাড়িতে চড়াও হয়ে তাদের মারধর, খুনের হুমকি এমনকি বৃদ্ধা সাহানারা বিবির শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। খুনের হুমকিতে ভীত হয়ে প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধ দম্পতি ও তাঁর ছেলে বাধ্য হন নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে। পরে বৃদ্ধা ন্যায় বিচার পাওয়ার জন্য  রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের ডিজি এবং জেলার পুলিশ সুপারকে অভিযোগ জানান।

আরও পড়ুন: ‘বন্যার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে..’ উদ্বিগ্ন মমতা দিলেন একগুচ্ছ নির্দেশ! ডেঙ্গি নিয়েও বাড়তি সতর্কতা মুখ্যমন্ত্রীর

২৫ জুন পুলিশ সুপারের কাছে দায়ের করা বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ এফআইআর রুজু করে। তবে সেই এফআইআরে  ভিত্তিতে পুলিশের পাঠানো নোটিশ হাতে পেয়েই এখন জামিনে মুক্ত ১২ অভিযুক্ত। চকদিঘী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান। পুলিশ তাকেও শনিবার নোটিস সার্ভ করে। সোমবার সেখ আজাদ রহমান বর্ধমান আদালতে হাজির হন।তবে তিনি কিছু বলতে অস্বীকার করেন। তবে কেন সকলের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।