মা দিচ্ছে পরিষেবা

North 24 Parganas News: প্লাবিত এলাকায় খাবার পৌঁছে দুর্গতদের মুখে হাসি ফোটাচ্ছে ‘মা’ ক্যান্টিন

উত্তর ২৪ পরগনা: ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁয়, ইছামতি নদী সংস্কারের অভাবে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ফলে নিচু এলাকাগুলিতে এখনও জল জমে রয়েছে। আর তাতেই জলবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন অসহায় বহু মানুষজন। শারদ উৎসবের আগে এমন পরিস্থিতিতে বিশেষ উদ্যোগ দেখা গেল । বনগাঁ পৌরসভার অন্তর্গত বন্যা দুর্গত বিভিন্ন ওয়ার্ডগুলিতে চালু করা হয়েছে  ভ্রাম্যমান  বিনামূল্যে ক্যান্টিন পরিষেবা। যার পোশাকি নাম ‘মা’ ক্যান্টিন।

আরও পড়ুন: মণ্ডপেই আস্ত একটা ‘ট্রেন’, ‘ওভারব্রিজ’! কোথায় গেলে দেখতে পাবেন? এখনই জেনে নিন

প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন এই পরিষেবা চালিয়ে যাওয়া হবে । প্রায় ৫০০ পরিবারের জন্য এভাবেই এখন খাওয়ার পরিবেশন করছে ‘মা’ ক্যান্টিন। পাশাপাশি তাদের জন্য শুকনো খাবারেরও বন্দোবস্ত করা হয়। এলাকা প্লাবিত হয়ে যাওয়ার কারণে এখন বহু পরিবার আশ্রয় নিয়েছেন স্থানীয় ‘ফ্লাড’ সেন্টার-সহ অপেক্ষাকৃত উঁচু রেললাইনের পাড়ে।

আরও পড়ুন:পুজোয় বেড়াতে যাবেন? কলকাতার কাছেই রয়েছে ভেজা শালপিয়ালের সোহাগ! রইল খুঁটিনাটি

সরকারের তরফ থেকে দেওয়া ত্রিপল খাটিয়েও রয়েছেন বহু মানুষ। তারই মাঝে বনগাঁ ১৯ নম্বর ও ২১ নম্বর ওয়ার্ডে এদিন এভাবেই বন্যা কবলিত মানুষদের মুখে খাবার  তুলে দিতে দেখা গেল মা ক্যান্টিনকে। ভাত, ডাল, ডিম এর মতো পুষ্টিকর খাবার তুলে দিয়ে, এভাবেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মানুষের পাশে থেকে সমস্ত রকম সাহায্য চালিয়ে যাচ্ছে পৌরসভার জনপ্রতিনিধিরা। মা ক্যান্টিনের খাবারের এই পরিষেবা পেয়ে উপকৃত বন্যা দূর্গতরাও।

Rudra Narayan Roy