➢ ট্রেন নং. ০৭৫৪১ (কাটিহার-দাউরাম মাধেপুরা) উৎসব স্পেশাল কাটিহার থেকে দৈনিক ১৯.০০ ঘণ্টায় রওনা দিয়ে একই দিনে দাউরাম মাধেপুরা  পৌঁছবে ২২.০০ ঘণ্টায়।

Indian Railway News: অতিরিক্ত ভিড় উৎসবের মরশুমে! চালু স্পেশ্যাল ট্রেন, কখন, কোথায় পাবেন, জেনে নিন

আসন্ন উৎসবের মরসুমে যাত্রীদের ভিড় বৃদ্ধির প্রতি লক্ষ রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)-এর পক্ষ থেকে ১৩ জোড়া অথবা ২৬টি স্পেশ্যাল ট্রেন পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজোর আসন্ন উৎসব উপলক্ষে এই ট্রেনগুলি যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলে ভ্রমণের অভিজ্ঞতা মসৃণ করে তুলবে। এই স্পেশ্যাল ট্রেনগুলির যাত্রা পথে অমৃতসর, বেঙ্গালুরু, গোরখপুর, প্রয়াগরাজ, কলকাতা, আনন্দ বিহার, শ্রী গঙ্গানগর ইত্যাদির পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলি অন্তর্ভুক্ত থাকবে।

উৎসব  স্পেশ্যাল ট্রেনগুলির জোনের মধ্যে আগরতলা, নাহরলগুন, শিলচর, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, কাটিহার ইত্যাদি-সহ অন্যান্য সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি করবে। চলতি বছরের উৎসবের মরশুমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে স্পেশ্যাল ট্রেনের ২৩৮ ট্রিপ পরিচালনা করবে। ২০২৪ সালের বর্তমান বর্ষে গত উৎসবের মরশুমের একই সময়ে অধিসূচিত এবং পরিচালিত ট্রেন এবং ট্রিপের সংখ্যার প্রায় দ্বিগুণ হয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে দুর্গাপুজো, দীপাবলি এবং ছট উৎসবের সময় লক্ষ লক্ষ যাত্রী দেশজুড়ে যাতায়াত করেন। তাই এই সময়ে স্পেশ্যাল ট্রেনের পরিচালনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হয়, যার ফলে বর্ধিত যাত্রীদের জন্য আসনের ব্যবস্থা করা সম্ভব হয় এবং ওয়েটিং লিস্টে যাত্রীদের সংখ্যাও হ্রাস পায়। আগামী দু’মাস জুড়ে সাধারণ মানুষ যাতে নিজেদের  প্রিয় মানুষদের সাথে উৎসব উদযাপন করতে পারেন, তা এই স্পেশ্যাল ট্রেনগুলি নিশ্চিত করবে। ২০২৩ সালে ভারতীয় রেলওয়ে  মোট ৪৪২৯টি উৎসব স্পেশ্যাল ট্রেন পরিচালনা করেছিল, লক্ষাধিক যাত্রীর জন্য আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করেছিল।

প্রত্যেক বছর দেশের বিভিন্ন স্থান থেকে বৃহৎ সংখ্যক মানুষ দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজোর সময় পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর প্রদেশ রাজ্যের মতো দেশের পূর্ব এবং উত্তর অংশে যাত্রা করেন। সাধারণ মানুষের কাছে এই উৎসবগুলি শুধুমাত্র ধর্মীয় তাৎপর্য নয়, পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলনের এক গুরুত্বপূর্ণ সুযোগও প্রদান করে। উৎসবের সময় যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকার ফলে অধিকাংশ ট্রেনে আগে থেকেই যাত্রীদের টিকিটে  দু’থেকে তিন মাস পর্যন্ত ওয়েটিং লিস্ট দেখা যায়। এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় রেলওয়ে এই বছর উৎসবের মরসুমে পুনরায় স্পেশ্যাল ট্রেন পরিচালনা করছে।