‘গঙ্গার নীচে মেট্রো ছুটছে’ রাস্তার উপরেই! থিমের ভিড়ে নজরকাড়া এই প‍্যান্ডেল

Durga Puja 2024: ‘গঙ্গার নীচে মেট্রো ছুটছে’ রাস্তার উপরেই! থিমের ভিড়ে নজরকাড়া কলকাতার এই প‍্যান্ডেল

কলকাতা: গঙ্গার নীচে মেট্রো সফরের সুযোগ খুঁজে বেড়াচ্ছেন৷ কিন্তু কোথাও গিয়ে যেন তা বারবার আটকে যাচ্ছে। আবার পুজোর সময় না হয় ভেবে বসলেন একদিন মেট্রো সফর করবেন। কিন্তু যা ভিড় তাতে কি আর আরাম করে গঙ্গার নীচে মেট্রো সফর করা যায়।

তবে রথ দেখা আর কলা বেচার মতো দুটো সুযোগ হয়ে যেতে পারে। যদি একবার ঢুঁ মেরে আসতে পারেন জগৎ মুখার্জি পার্কে। প্রতি বছর দুর্গা পুজোয় নানা ধরণের থিম করে উত্তর কলকাতার এই পুজো চমকে দিচ্ছে সকলকে। গত দু’বছর ধরে তারা আবার ভারতীয় রেলের সাথে সম্পর্কযুক্ত বিশেষ বিশেষ বিষয়কে থিম আকারে তুলে আনছে। গত বছর যেমন পুজোর থিম তারা করেছিল বন্দেভারত এক্সপ্রেস।

আরও পড়ুন: অষ্টমী-নবমীতে মহাসংযোগ! লক্ষ্মী নারায়ণ যোগে ৫ রাশির কপালে টাকার বৃষ্টি, আকাশছোঁয়া সাফল‍্য

এই বছর তারা পুজোর থিমে তুলে এনেছে কলকাতার মেট্রোকে। তবে সাবেকি মেট্রোর ব্যাপার নয়৷ তারা তুলে এনেছে কলকাতার আধুনিক মেট্রো নেটওয়ার্ককে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় এখন গঙ্গার নীচ দিয়ে যাতায়াত করা যাচ্ছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো পথে যাত্রীদের চাহিদা বাড়ছে। আর এই পথে মেট্রো চড়ার অভিজ্ঞতা অনেকেই নিতে চান৷ মাত্র ২৬ সেকেন্ডে গঙ্গার নীচ দিয়ে ছুটে যায় শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো৷

সেই মেট্রো সফরের অভিজ্ঞতাই এবার মিলবে জগৎ মুখার্জি পার্কে। দর্শনার্থীরা যখন প্রতিমা দর্শন করতে যাবেন তখন মেট্রোয় বসে থাকা বা দাঁড়িয়ে থাকার অনুভূতি হবে৷ আর মেট্রো কোচের অন্দরে গঙ্গা দূষণ রোধের যাবতীয় প্রচার করা হচ্ছে। আর কোচের জানলায় চোখ রাখলে দেখা যাবে গঙ্গার নীচের টানেল।

আরও পড়ুন: ঠিকরে বেরোবে মুখের গ্লো! রাতারাতি গায়েব ব্রণ, কালো দাগ, ট‍্যানিং…রান্নাঘরেই আছে রূপের ‘জাদুকাঠি’, পুজোতে হয়ে উঠুন নজরকাড়া

এছাড়া মেট্রো প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর আর এসক্যালেটর সবটা তুলে আনা হয়েছে নিখুঁত ভাবে৷ এই মণ্ডপ নির্মাণে সহযোগিতা করেছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। উদ্যোক্তরা তার সাথে বারবার গিয়ে দেখা করে খুঁটিনাটি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং এই পুজো।