লাল শাড়িতে মিথিলা, নীল পঞ্জাবিতে প্রেমের মরশুমের খোঁজ পেলেন সৃজিত

#কলকাতা: গতকাল সৃজিতকে নিয়ে কবিতা লিখলেন মিথিলা ৷ আর এবার সৃজিতের পালা ! তবে সৃজিত কবিতা নয়, তার বদলে গোটা মরশুমকেই মিথিলা থুড়ি প্রেমের নামে উৎস্বর্গ করে দিলেন !

মাস দু’য়েক আগে মিথিলাকে বিয়ে করেছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ আর এবার ২৯ ফেব্রুয়ারি রিশেপশনের পালা ৷ আর তার আগেই মিথিলাকে পাশে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন সৃজিত ৷ আর ছবির নিচে লিখলেন, ‘প্যার কা মৌসম…’

 

View this post on Instagram

 

Pair Ka Mausam.

A post shared by Srijit Mukherji (@srijitmukherji) on

অন্যদিকে, বুধবার সকাল সকালই ঢাকা থেকে ট্যুইটারে উড়ে এল কবিতা ৷ কবিতা লিখলেন মিথিলা ৷ আর এই কবিতা তিনি লিখলেন স্বামী সৃজিতের জন্য ৷ মিথিলার এই কবিতা পরে নেটিজেনদের জল্পনা-কল্পনা ৷ কেউ কেউ সৃজিত-মিথিলার প্রেমে মাখা সংসার দেখে একেবারে আপ্লুত !

তা ঠিক কী লিখলেন মিথিলা?

চট করে মিথিলাকে বিয়ে করে ফেললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ বিয়ের পর থেকেই সৃজিত ও মিথিলার প্রেম মাঝে মধ্যেই উঁকি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও হানিমুন, তো কখনও বাংলাদেশে গিয়ে পাত পেরে জামাই আদর ! সব সময়ই নেটিজেনদের গুঞ্জনে থাকেন মিথিলা ও সৃজিত ৷ সেই গুঞ্জনেই এবার আরও রসদ মিথিলার এই কবিতা৷