Tag Archives: Instagram

Viral News: ইনস্টাগ্রামে অক্টোপাসের ছবি পোস্ট, তারপরেই বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা বিউটি ক্যুইন; হাড়হিম করা ঘটনা ধরা পড়ল ক্যামেরায়

রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া করার সময়ই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইক্যুয়েডরের বিউটি ক্যুইন ল্যান্ডি প্যারাগা গয়ব্যুরো। ইক্যুয়েডরের কেভেদোর ঘটনা। মূলত সোশ্যাল মিডিয়ায় নিজের লোকেশন পোস্ট করার জেরে এমনটা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

আসলে পুলিশি তদন্তে জানা গিয়েছে, ল্যান্ডি প্যারাগা নিজের খাবারের ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছিল এক প্লেট অক্টোপাস সেভিচে। আর এই পোস্টের মাধ্যমেই আততায়ীদের কাছে খবর পৌঁছে যায় যে, কোথায় রয়েছেন ল্যান্ডি!

আরও পড়ুনঃ ফের ভারত-নেপাল টানাপড়েন, নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন জায়গাকে নিজেদের অংশ হিসাবে দেখানোর অভিযোগ

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই পোস্ট পাবলিক করামাত্রই দু’জন সশস্ত্র ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে। আর বারংবার গুলিতে ঝাঁঝরা করে দেয় ল্যান্ডিকে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আসলে এর দিন কয়েক আগেই বিচারবিভাগীয় আধিকারিকদের সংগঠিত অপরাধে জড়িত দুর্নীতিতে নাম উঠে এসেছিল ল্যান্ডি প্যারাগার।


আবার প্রাথমিক তদন্তে আরও একটা তথ্য উঠে এসেছে। এই খুনের পিছনে রয়েছেন মাদক পাচারকারী নেতার বিধবা স্ত্রী। কারণ মনে করা হচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ল্যান্ডির। ফলে এই তত্ত্বকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দুপুরের আহারের জন্য ল্যান্ডি ওই সেভিচে অর্ডার করেছিলেন। তা মুখে তোলার আগে নিজের ১৭৩০০০ ফলোয়ারের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করেও নিয়েছিলেন। কিন্তু আচমকাই দুই সশস্ত্র আততায়ী রেস্তোরাঁয় ঢুকে একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁকে।

সিসিটিভি ফুটেজে এই ভয়ঙ্কর নৃশংস ঘটনা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন বন্দুকবাজ গুলি চালাচ্ছে। আর এক জন বাইরে বেরোনোর দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ইক্যুয়েডরের সুন্দরী। আর তাঁকে ওই অবস্থায় ফেলেই সঙ্গে সঙ্গে পালিয়ে যায় আততায়ীরা।

প্রসঙ্গত ল্যান্ডি প্যারাগার বয়স ২৩ বছর। প্রাক্তন বিউটি ক্যুইন হিসেবে তাঁর খ্যাতি। শুধু তা-ই নয়, তিনি অন্ত্রেপ্রেনর হিসেবেও বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। ইক্যুয়েডরে বেশ নামকরা ব্যক্তিত্ব তিনি।

ইনস্টাগ্রাম ব্যবহার করা হয়ে উঠবে আরও মজাদার, যদি জেনে নেন এই ১০ স্বল্প পরিচিত টিপস

ইনস্টাগ্রাম এখন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তায় শিখরে। ১০টি কম পরিচিত Instagram টিপস রইল এখানে যা ইউজারদের সার্ফিং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

সংরক্ষিত পোস্টের জন্য সেভ –

পরবর্তীতে সেভ করতে চান এমন একটি পোস্ট দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি সেভ করা ফোল্ডারে হারিয়ে ফেলেছেন? তা সেভ করতে সংরক্ষিত পোস্টগুলি সংগঠিত করতে। এগুলি শ্রেণীবদ্ধ করতে এবং সংরক্ষিত পোস্ট আইকনটিতে প্রেস করতে হবে এবং ধরে রাখতে হবে।

নিজেদের প্রিয় বিষয়বস্তু ট্র্যাক –

এর জন্য “ফিল্টার” বিকল্পটি ব্যবহার করতে হবে। অ্যাকাউন্টগুলিকে বিভিন্ন মানদণ্ড অনুসারে সাজানোর জন্য যেমন “সর্বাপেক্ষা কম ইন্টারেক্টেড” বা “ফিডে সর্বাধিক দেখানো হয়েছে।” এটি ইউজারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলির সঙ্গে সংযোগ বন্ধ করা এবং সংযুক্ত থাকা সহজ করে তোলে।

আরও পড়ুনTech News: স্মার্ট টিভি নিয়ে নাজেহাল? মেক্যানিক না ডেকে নিজেই ঠিক করে ফেলতে পারবেন, সহজ টিপস রইল

ট্যাগ করা ফটো হাইড –

নির্দিষ্ট ট্যাগ করা ফটো নিজেদের প্রোফাইলে প্রদর্শিত করতে না চাইলে, ইউজাররা ম্যানুয়ালি কোনও ট্যাগ করা ফটো হাইড করতে পারে। এর জন্য নিজেদের প্রোফাইলে যেতে হবে। এরপর “ট্যাগ করা” অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে নিজেদের ইচ্ছামতো ট্যাগ করা ফটোগুলি লুকাতে বা দেখাতে “এডিট করুন” অপশন সিলেক্ট করতে হবে।

কীবোর্ড শর্টকাট –

Instagram এর ওয়েব সংস্করণের জন্য কি-বোর্ড শর্টকাট রয়েছে। উদাহরণস্বরূপ, পরবর্তী পোস্টে যেতে ‘J’, আগের পোস্টে যেতে ‘K’ এবং বর্তমান পোস্টে লাইক দিতে ‘L’। এই শর্টকাটগুলি ইউজারদের ব্রাউজিং অভিজ্ঞতার গতি বাড়িয়ে তুলতে পারে।

কালানুক্রমিকভাবে পোস্ট ব্রাউজ –

অ্যালগরিদমিক ফিডে ক্লান্ত হলে ইউজাররা কালানুক্রমিক ক্রমে পোস্ট দেখতে পারেন! এর জন্য সেটিংসে গিয়ে, “নিউজ ফিড পছন্দসমূহ”-এ স্ক্রোল করতে হবে। পোস্টগুলি যে ক্রমানুসারে পোস্ট করা হয়েছিল সেগুলি দেখতে “সর্বাধিক সাম্প্রতিক” সিলেক্ট করতে হবে।

দ্রুত পোস্ট সংরক্ষণাগার –

কেউ যদি অস্থায়ীভাবে নিজেদের প্রোফাইল থেকে একটি পোস্ট লুকাতে চান, তাহলে এটি সেভ করতে পারেন। শুধু পোস্টের উপরের-ডান কোণে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করে “আর্কাইভ” নির্বাচন করতে হবে এবং পোস্টটি প্রোফাইল থেকে লুকানো হবে, কিন্তু মুছে যাবে না।

গুরুত্বপূর্ণ মন্তব্য পিন –

নিজেদের পোস্টে মন্তব্য পরিচালনা অপরিহার্য। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলিকে শীর্ষে পিন করে হাইলাইট করতে হবে। মন্তব্যের বাম দিকে সোয়াইপ করুন, এবং “পিন” বিকল্পটি পাবেন, যা প্রাসঙ্গিক কথোপকথনগুলিকে আলাদা করে তোলে৷

আরও পড়ুনTech Copy: টিউব লাইট জ্বলে কীসের জোরে?

অ্যাক্সেসযোগ্যতার জন্য Alt টেক্সট ব্যবহার –

Alt টেক্সট যোগ করে নিজেদের পোস্টগুলিকে আরও অ্যাক্সেসযোগ্য করুন। এই বর্ণনামূলক পাঠ্যটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সেই ছবির বিষয়বস্তু বুঝতে সাহায্য করে। যা পোস্ট করার আগে উন্নত সেটিংসে এটি সম্পাদনা করতে হবে।

একটি স্টোরি হাইলাইট কভার –

নিজেদের স্টোরি হাইলাইট করার জন্য কভার ছবি তৈরি করে নিজেদের প্রোফাইল কাস্টমাইজ করুন। হাইলাইটের থিম প্রতিনিধিত্ব করে এমন একটি চিত্র বেছে নিতে হবে এবং নিজেদের প্রোফাইলের জন্য একটি সমন্বিত চেহারা তৈরি করতে ডিজাইন অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে হবে।

আনফলো না করে মিউট –

একটি অ্যাকাউন্টের পোস্ট বা গল্পগুলিকে অনুসরণ না করে মিউট করতে চাইলে, সেই প্রোফাইলে যান, “অনুসরণ করা” বাটনে ক্লিক করতে হবে এবং সেই পোস্ট, স্টোরি বা উভয়ই মিউট করতে চান কিনা, তা সিলেক্ট করতে হবে।

Instagram : ইনস্টাগ্রামে পাঠানো ম্যাসেজও এবার করা যাবে এডিট! কতক্ষণ সময় পাবেন তার জন্য? দেখে নিন

ইনস্টাগ্রাম: মেটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ইউজারদের জন্য বিভিন্ন ধরনের ফিচার লঞ্চ করে চলেছে। ইউজারদের কাছে তাদের অ্যাপকে আরও জনপ্রিয় করে তুলতে তারা লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এই ইনস্টাগ্রাম এখন ভারতে খুবই জনপ্রিয়, বিশেষ করে কম বয়সী ছেলে-মেয়েদের কাছে। মেটার ফটো এবং ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, সোমবার ঘোষণা করেছে যে ইউজাররা এখন প্ল্যাটফর্মে বার্তাগুলি পাঠানোর পরে ১৫ মিনিট পর্যন্ত এডিট করতে পারবে। উপরন্তু, প্ল্যাটফর্মটি এখন ইউজারদের সহজে অ্যাক্সেসের জন্য তিনটি গ্রুপ বা ১:১ চ্যাট পিন করার অনুমতি দেয়।

১৫-মিনিটের এডিট উইন্ডোটি WhatsApp-এর মতো অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মের মতো, যা ইউজারদের “doesn’t sound right” বার্তাগুলি সংশোধন করতে দেয়৷ ইউজাররা একটি একক বার্তা একাধিকবার এডিট করতে পারেন এবং একবার এডিট করা হলে, এটি হাইলাইট করা হবে যে বার্তাটি এডিট করা হয়েছে। উপরন্তু, Instagram একটি নতুন ফিচার প্রবর্তন করছে, যা ইউজারদের লগ ইন টার্ন অফ করতে সক্ষম করে, যাঁরা তাঁদের গোপনীয়তাকে মূল্য দেন তাঁদের জন্য। উপরন্তু, ইউজাররা এখন তাদের প্রিয় স্টিকারগুলি সংরক্ষণ করতে এবং একটি স্টিকার জিআইএফ, ফটো বা ভিডিও সহ একটি পাঠ্য বার্তার উত্তর দিতে পারেন, যা ইনস্টাগ্রামে বার্তা প্রেরণে একটি নতুন মাত্রা যোগ করে।

আরও পড়ুন: যত খুশি ছবি সেভ করার জন্য ১২৮ জিবি পর্যাপ্ত? আইফোনের স্টোরেজ নিয়ে যা বলল Apple

কীভাবে ইনস্টাগ্রাম ডিএম-এ একটি বার্তা এডিট করা যেতে পারে ?

ইউজাররা Android এবং iOS উভয় ডিভাইসেই একটি Instagram বার্তা এডিট করতে পারেন। শুধু নিশ্চিত করতে হবে যে অ্যাপটি আপ-টু-ডেট আছে কি না। ইনস্টাগ্রামে একটি সরাসরি বার্তা এডিট করতে, ইউজাররা যে বার্তাটি এডিট করতে চান, তাতে দীর্ঘক্ষণ ক্লিক করে রাখতে হবে। যা মেনুটি ওপেন করতে সাহায্য করে। এরপর মেনু থেকে এডিট বিকল্পটি সিলেক্ট করতে হবে এবং ইউজাররা ১৫ মিনিট পর্যন্ত নিজেদের Instagram-এ সরাসরি বার্তা এডিট করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: নদীতে ভেসে যাচ্ছিল কাঠ, হয়ে গেল মহিলা! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর

কীভাবে ইনস্টাগ্রামে চ্যাট পিন করা যেতে পারে ?

ইনস্টাগ্রামে একটি চ্যাট পিন করতে, ইউজাররা যে প্রোফাইল বা গ্রুপটি পিন করতে চান, তার বাম দিক থেকে সোয়াইপ করতে হবে এবং পিন বিকল্পটি সিলেক্ট করতে হবে। ইউজাররা একই পদক্ষেপ অনুসরণ করে একটি প্রোফাইল আনপিন করতে পারেন। ইউজাররা হয় তিনটি গ্রুপ পর্যন্ত পিন করতে পারেন অথবা তিনটি প্রোফাইল বা দুটি গ্রুপ এবং একটি প্রোফাইলের সঙ্গে তা করতে পারেন।

Tech News: ইনস্টাগ্রামে নতুন, খুব সহজ পদ্ধতিতে ভুল পোস্টগুলো মুছে ফেলতে পারবেন!

ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াই সব। কিন্তু দক্ষ হাতে সোশ্যাল মিডিয়া পরিচালনাও তো করতে হবে। কাঁড়ি কাঁড়ি ফিচার। সময়ে সময়ে আপডেট। এসবের মাঝে কনটেন্টের দফারফা। বিশেষ করে Instagram-এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায়। এই সমস্যার সমাধানে একসঙ্গে একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করতে দেয় Instagram। কীভাবে?
ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াই সব। কিন্তু দক্ষ হাতে সোশ্যাল মিডিয়া পরিচালনাও তো করতে হবে। কাঁড়ি কাঁড়ি ফিচার। সময়ে সময়ে আপডেট। এসবের মাঝে কনটেন্টের দফারফা। বিশেষ করে Instagram-এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায়। এই সমস্যার সমাধানে একসঙ্গে একাধিক পোস্ট ডিলিট বা আর্কাইভ করতে দেয় Instagram। কীভাবে?
একসঙ্গে অনেক পোস্ট ডিলিট বা আর্কাইভ করার সুবিধা ইউজারদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ইউজাররা কনটেন্ট পরিচালনার প্রক্রিয়াটিকে নদীর ধারার মতো বহমান রাখতে চান। কনটেন্ট ক্রিয়েটর হোক, ইনফ্লুয়েন্সার বা নেহাতই সাধারণ ইউজার, এই ফিচারে পুরনো কনটেন্ট ডিলিট করার বা ফিডকে কার্যকরভাবে সংগঠিত করার সবচেয়ে সুবিধাজনক উপায়।
একসঙ্গে অনেক পোস্ট ডিলিট বা আর্কাইভ করার সুবিধা ইউজারদের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ইউজাররা কনটেন্ট পরিচালনার প্রক্রিয়াটিকে নদীর ধারার মতো বহমান রাখতে চান। কনটেন্ট ক্রিয়েটর হোক, ইনফ্লুয়েন্সার বা নেহাতই সাধারণ ইউজার, এই ফিচারে পুরনো কনটেন্ট ডিলিট করার বা ফিডকে কার্যকরভাবে সংগঠিত করার সবচেয়ে সুবিধাজনক উপায়।
একাধিক Instagram পোস্ট একসঙ্গে ডিলিট বা আর্কাইভ করার পদ্ধতি: প্রথমে মোবাইলে Instagram App খুলতে হবে। স্ক্রিনের নীচে ডানদিকের কোণে আইকন বাটনে ক্লিক করে ঢুকতে হবে প্রোফাইলে।মেনুতে ঢোকার জন্য উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।এবার ক্লিক করতে হবে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে।এবার দ্বিতীয় লাইনের ‘ফটো অ্যান্ড ভিডিও’ অপশন বাছতে হবে।সমস্ত পোস্ট দেখার জন্য ক্লিক করতে হবে ‘পোস্ট’ বাটনে।ইউজার যে পোস্টগুলো ডিলিট করতে চান, সেগুলো বাছার জন্য ক্লিক করতে হবে ‘সর্ট অ্যান্ড ফিল্টার’ অপশনে।পোস্ট বাছা হয়ে গেলে উপরের ডান দিকে ‘সিলেক্ট’ অপশনে ক্লিক করতে হবে।এবার প্রয়োজন অনুযায়ী ‘আর্কাইভ’ বা ‘ডিলিট’, ইউজার যেটা চান, সেই অপশনে ক্লিক করলেই হবে।
একাধিক Instagram পোস্ট একসঙ্গে ডিলিট বা আর্কাইভ করার পদ্ধতি: প্রথমে মোবাইলে Instagram App খুলতে হবে। স্ক্রিনের নীচে ডানদিকের কোণে আইকন বাটনে ক্লিক করে ঢুকতে হবে প্রোফাইলে।মেনুতে ঢোকার জন্য উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।এবার ক্লিক করতে হবে ‘ইওর অ্যাক্টিভিটি’ অপশনে।এবার দ্বিতীয় লাইনের ‘ফটো অ্যান্ড ভিডিও’ অপশন বাছতে হবে।সমস্ত পোস্ট দেখার জন্য ক্লিক করতে হবে ‘পোস্ট’ বাটনে।ইউজার যে পোস্টগুলো ডিলিট করতে চান, সেগুলো বাছার জন্য ক্লিক করতে হবে ‘সর্ট অ্যান্ড ফিল্টার’ অপশনে।পোস্ট বাছা হয়ে গেলে উপরের ডান দিকে ‘সিলেক্ট’ অপশনে ক্লিক করতে হবে।এবার প্রয়োজন অনুযায়ী ‘আর্কাইভ’ বা ‘ডিলিট’, ইউজার যেটা চান, সেই অপশনে ক্লিক করলেই হবে।
একসঙ্গে কতগুলো পোস্ট ডিলিট করা যায়: Instagram কোনও সীমা নির্ধারণ করে দেয়নি। তবে অ্যাপ যাতে মসৃণভাবে কাজ করতে পারে, তার জন্য একসঙ্গে সব পোস্ট না করে মাঝারি সংখ্যা বাছার পরামর্শ দেওয়া হয়।
একসঙ্গে কতগুলো পোস্ট ডিলিট করা যায়: Instagram কোনও সীমা নির্ধারণ করে দেয়নি। তবে অ্যাপ যাতে মসৃণভাবে কাজ করতে পারে, তার জন্য একসঙ্গে সব পোস্ট না করে মাঝারি সংখ্যা বাছার পরামর্শ দেওয়া হয়।
ডিলিট পোস্ট কী পুনরুদ্ধার করা যায়: হ্যাঁ। Instagram-এ আর্কাইভ অপশন রয়েছে। অস্থায়ীভাবে ডিলিট করা পোস্ট এখানে জমা হয়। ইউজাররা আর্কাইভ থেকে পোস্ট পুনরুদ্ধার করতে পারেন। তবে স্থায়ীভাবে ডিলিট করে দিলে সেগুলো আর পুনরুদ্ধার করা যাবে না।
ডিলিট পোস্ট কী পুনরুদ্ধার করা যায়: হ্যাঁ। Instagram-এ আর্কাইভ অপশন রয়েছে। অস্থায়ীভাবে ডিলিট করা পোস্ট এখানে জমা হয়। ইউজাররা আর্কাইভ থেকে পোস্ট পুনরুদ্ধার করতে পারেন। তবে স্থায়ীভাবে ডিলিট করে দিলে সেগুলো আর পুনরুদ্ধার করা যাবে না।

Facebook-Instagram Down: হঠাৎ ‘লগ আউট’ ফেসবুক, ইনস্টাগ্রাম! অচল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে হইচই পড়ল মুহূর্তে

Facebook-Instagram Down: স্তব্ধ ফেসবুক! বেশ কিছুক্ষণ ধরে অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বের একাধিক দেশে বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক-ইনস্টাগ্রাম।

Instagram-এ রিলস্ দেখা হবে আরও মজাদার! এবার নন-ইউজাররাও দেখতে পাবেন রিলস

শর্ট ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম Reels দেখার জন্য আরও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন পন্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে Instagram। শোনা যাচ্ছে যে, ওই সোশ্যাল মিডিয়া জায়ান্ট একটি ফিচার নিয়ে কাজ করছে। আসলে যেসব iOS ব্যবহারকারীর Instagram অ্যাপ নেই, তাঁদের আর রিল দেখার জন্য ওয়েব ব্রাউজারের উপর নির্ভর করতে হবে না।

নতুন ফিচারের ফলে তাঁরা অ্যাপের নেটিভ ইন্টারফেসেই রিলস দেখতে পাবেন। 9to5Mac-র একটি রিপোর্ট বলছে, এই ফিচারটি তৈরি হয়েছে Apple-এর App Clips-এর উপর ভিত্তি করে। যা ২০২১ সালে iOS 14-র সঙ্গে চালু করেছিল সংস্থা। App Clips হল অ্যাপের মিনি ভার্সন।

আরও পড়ুন: Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন

পুরো অ্যাপ ডাউনলোড না করেই তা অ্যাকসেস করা যাবে। মূলত ব্যবহারকারীরা যাতে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্যই এই ফিচারটি ডিজাইন করতে হবে। আর এই নির্দিষ্ট কাজগুলির মধ্যে অন্যতম হল – দ্রুত এবং সহজে পেমেন্ট করা কিংবা বাইক ভাড়া দেওয়া ইত্যাদি।

রিপোর্ট অনুযায়ী, নিজেদের অ্যাপ ভার্সন ৩১৯.০.২-এ অ্যাপ ক্লিপ যোগ করেছেন Instagram। যা আপাতত TestFlight-এর মাধ্যমে বিটা টেস্টাররা পাচ্ছেন। যেসব ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তাঁরা iMessage বা অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা রিলের একটি লিঙ্কে ক্লিক করে App Clip-টি ট্রিগার করতে পারেন। Instagram অ্যাপের নেটিভ UI-এ রিল দেখার অনুমতি দেয় App Clip। এখানেই শেষ নয়, অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করারও অনুমতি দেয় এই নয়া ফিচার।

যদিও ৬টি রিল দেখার পরে Instagram অ্যাপটি ডাউনলোড করার নির্দেশ দেয় App Clip। তবে সবথেকে বড় কথা হল, শর্ট ভিডিও-র ক্ষেত্রে Instagram-এর মূল প্রতিদ্বন্দ্বী TikTok-ও একটি App Clip ব্যবহার করে। যাতে নন-ইউজাররাও তাদের কন্টেন্ট দেখতে পান।

এনএফসি ট্যাগ, কিউআর কোড অথবা শেয়ার করা লিঙ্কের মতো বিভিন্ন পদ্ধতিতে App Clip-গুলি চালু করা যেতে পারে। একবার ব্যবহার শুরু করলে স্ক্রিনের একেবারে নিচের দিকে একটি ছোট উইন্ডো খুলে যাবে। যেখানে দেখা যাবে অ্যাপের নাম এবং একটি বাটন খুলে যাবে। ব্যবহারকারী যদি একবার ওপেন বাটনটির উপর আঙুল ছোঁয়ান, তাহলে ফুল স্ক্রিনে App Clip খুলে যায়। ফলে ব্যবহারকারী নিজের কাজ করতে পারেন। খোলার পরে App Clip আট ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন পাঠাতে পারেন।

খুব শীঘ্রই ‘Write With AI’ ফিচার চালু করতে চলেছে ইনস্টাগ্রাম! কীভাবে কাজ করবে এটি? দেখে নিন বিশদে

ব্যবহারকারীরা যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মেসেজ লিখতে পারেন, তার জন্য কাজ করে চলেছে Instagram। অ্যাপ রিসার্চার অ্যালেজ্যান্দ্রো পালুৎজি অন্য এক ব্যবহারকারীকে মেসেজ করার সময় একটি স্ক্রিনশট শেয়ার করেছেন।

যেখানে দেখা যাচ্ছে ‘Write With AI’-এর বিকল্প। এক্স প্ল্যাটফর্মে ওই অ্যাপ রিসার্চার লিখেছেন, এআই-এর সাহায্যে মেসেজ লেখার ক্ষমতা নিয়ে কাজ করছে Instagram। তিনি আরও জানান যে, এটি সম্ভবত ব্যবহারকারীদের মেসেজকে বিভিন্ন স্টাইলে ব্যাখ্যা করবে। যেভাবে গুগলের Magic Compose কাজ করে, ঠিক সেভাবেই।

আরও পড়ুন: Nothing Phone 2a-র ডিজাইন ফাঁসের খবর ভুয়ো! কেনার আগে যে বদলগুলো আপনাকে জানতেই হবে

মেটা নতুন ধরনের জেনারেটিভ এআই ফিচারের সাহায্যে ধীরে ধীরে নতুন অভিজ্ঞতা সামনে আনছে। এর মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে যেভাবে যোগাযোগ করছেন, সেই পথটাই আরও প্রশস্ত হবে। Meta AI হল একটা অ্যাসিস্ট্যান্ট। যা এক জনের সঙ্গে অথবা গ্রুপ চ্যাটেও মেসেজ করা যাবে। যখন ব্যবহারকারী একটা ভাল জোক পড়তে ইচ্ছা করবে, তখন তাঁকে হাসানোর জন্য রেকমেন্ডেশন দেবে। আবার কোনও একটা গ্রুপে বিতর্কের সময়, কোনও প্রশ্নের উত্তর দেওয়া অথবা নতুন কিছু শেখার ক্ষেত্রেও সাহায্য করবে এটি।

সংস্থার তরফে বলা হয়েছে যে, এখন আপাতত আমেরিকাতেই শুধুমাত্র এআই-এর পরিষেবা সরবরাহ করা হচ্ছে। Meta AI-এর সঙ্গে সংযোগ গড়ে তোলার জন্য একটি নতুন মেসেজ শুরু করতে হবে। আর মেসেজিং প্ল্যাটফর্মে ‘Create an AI chat’ টাইপ করতে হবে অথবা একটি গ্রুপ চ্যাটে ‘@MetaAI’ টাইপ করতে হবে। Meta AI অ্যাসিস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে আসছে। এর সঙ্গে থাকছে প্রচুর এআই ক্যারেক্টার। যেগুলি মূলত জনপ্রিয় সেলিব্রিটিদের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, Meta AI-এর রিলগুলি ব্যবহারকারীদের ভিডিও রিভিউয়ের উপর ভিত্তি করে ভ্রমণের জায়গাগুলি নির্ধারণ করতে, টিউটোরিয়াল ভিডিওগুলির মাধ্যমে নতুন নাচ শিখতে অথবা কাজে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।

Sania Mirza: শোয়েবের পর কাকে নিয়ে বাঁচতে চান সানিয়া মির্জা! ভাইরাল হল ছবি

সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে সংসার পেতেছেন শোয়েব মালিক। অভিনেত্রী সানা জাভেদের সঙ্গী নিজের নতুন জীবন শুরু করেছেন পাক তারকা।
সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন করে সংসার পেতেছেন শোয়েব মালিক। অভিনেত্রী সানা জাভেদের সঙ্গী নিজের নতুন জীবন শুরু করেছেন পাক তারকা।
শোয়েব মালিক তৃতীয়বার বিয়ে করার পর সানিয়া মির্জার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনা চলছে। সানিয়াও নতুন করে নিজের জীবন কারও সঙ্গে শুরু করবেন কিনা তা নিয়েও হচ্ছে আলোচনা।
শোয়েব মালিক তৃতীয়বার বিয়ে করার পর সানিয়া মির্জার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জল্পনা চলছে। সানিয়াও নতুন করে নিজের জীবন কারও সঙ্গে শুরু করবেন কিনা তা নিয়েও হচ্ছে আলোচনা।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
অস্ট্রেলিয়ান ওপেনে কাজ সারার পর নিজের ছেলেক নিয়ে ভারতে ফিরে এসেছেন সানিয়া। শোয়েবে সঙ্গে বিচ্ছেদের আঁচ পড়েছে ইজহানের জীবনেও।  পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে স্কুলে হেনস্থার শিকার হচ্ছেন ইজাহান।
অস্ট্রেলিয়ান ওপেনে কাজ সারার পর নিজের ছেলেক নিয়ে ভারতে ফিরে এসেছেন সানিয়া। শোয়েবে সঙ্গে বিচ্ছেদের আঁচ পড়েছে ইজহানের জীবনেও। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে স্কুলে হেনস্থার শিকার হচ্ছেন ইজাহান।
এবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সানিয়ে জানালেন কাকে আঁকড়ে ধরেই এগিয়ে যাবে তাঁর জীবন। ছেলে ও ভাইজিকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে ক্যাপশনে সানিয়া লিখেছেন 'লাইফলাইন'।
এবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সানিয়ে জানালেন কাকে আঁকড়ে ধরেই এগিয়ে যাবে তাঁর জীবন। ছেলে ও ভাইজিকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে ক্যাপশনে সানিয়া লিখেছেন ‘লাইফলাইন’।
নানারকম জল্পনা চললেও সানিয়া মির্জা এই ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন ছেলে ইজহানউ তাঁর এখন সবকিছু। এই ছবি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
নানারকম জল্পনা চললেও সানিয়া মির্জা এই ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন ছেলে ইজহানউ তাঁর এখন সবকিছু। এই ছবি মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

Instagram-এও করা যায় ভিডিও কল! কীভাবে করবেন দেখে নিন

WhatsApp-এর ব্যাপারটা আমরা সবাই জানি। ওখানে ভিডিও কল করে করে আমরা সকলেই বেশ অভ্যস্ত। তবে, ওই একই মালিক গোষ্ঠী Meta-র আরও এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এও ভিডিও কলের সুবিধা আছে। সত্যি বলতে কী, Instagram-এ ভিডিও কল করা বেশ মজার এক অভিজ্ঞতায় পরিণত হতে পারে আমাদের অনেকের জন্যই।
WhatsApp-এর ব্যাপারটা আমরা সবাই জানি। ওখানে ভিডিও কল করে করে আমরা সকলেই বেশ অভ্যস্ত। তবে, ওই একই মালিক গোষ্ঠী Meta-র আরও এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Instagram-এও ভিডিও কলের সুবিধা আছে। সত্যি বলতে কী, Instagram-এ ভিডিও কল করা বেশ মজার এক অভিজ্ঞতায় পরিণত হতে পারে আমাদের অনেকের জন্যই।
এর জন্য সবার প্রথমে কীভাবে Instagram-এ ভিডিও কল করতে হবে, সেটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
এর জন্য সবার প্রথমে কীভাবে Instagram-এ ভিডিও কল করতে হবে, সেটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক।
- সবার প্রথমে Instagram খুলতে হবে।- এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো Direct Message আইকন আছে, সেটা ট্যাপ করতে হবে।
– সবার প্রথমে Instagram খুলতে হবে।
– এবার ডানদিকে কোণে যে কাগজের প্লেনের মতো Direct Message আইকন আছে, সেটা ট্যাপ করতে হবে।
- যাঁকে ভিডিও কল করা হবে, সেই ইউজারকে বেছে নিতে হবে।- ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা - যাঁর কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা অবশ্য তাঁর ব্যাপার।
– যাঁকে ভিডিও কল করা হবে, সেই ইউজারকে বেছে নিতে হবে।
– ভিডিও কল শুরুর দুই উপায় রয়েছে, ১. চ্যাটের ক্যামেরা আইকনে ক্লিক করা, ২. স্ক্রিন ডান দিকে সোয়াইপ করা
– যাঁর কাছে কল গেল তিনি নোটিফিকেশন পাবেন। এবার কল ধরবেন না কেটে দেবেন, সেটা অবশ্য তাঁর ব্যাপার।
ভিডিও কল না হয় শুরু হল Instagram-এ। কিন্তু সেটাতো আপনাআপনি চলতে থাকবে, এখানে পরিচালনার প্রশ্ন আসছে কেন?
ভিডিও কল না হয় শুরু হল Instagram-এ। কিন্তু সেটাতো আপনাআপনি চলতে থাকবে, এখানে পরিচালনার প্রশ্ন আসছে কেন?
আসলে, Instagram-এ ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, এক নজরে দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলোও,
আসলে, Instagram-এ ভিডিও কল চলার সময়েই কিছু মজার কাজ করা যায়, এক নজরে দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলোও,
- ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।- দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে। - ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়। - কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।
– ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে স্যুইচ করা যাবে।
– দরকারে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে তা মিউট করা যাবে।
– ইচ্ছে হলে স্মাইলি আইকনে ট্যাপ করে মজার মজার ইমোজি আর এফেক্ট যোগ করা যায়।
– কল কাটার সময়ে লাল ফোন আইকনে ট্যাপ করতে হবে।
Instagram-এ ভিডিও কল করার জন্য যা মনে রাখা দরকার:- কলের মান উন্নত এবং মসৃণ হওয়ার জন্য সুষ্ঠু ওয়াইফাই কানেকশন বা পর্যাপ্ত সেলুলার ডেটা দরকার। - Instagram-এ ভিডিও কলে একসঙ্গে ৪ জনকে যোগ করা যায়। - একই গ্রুপে থাকলে কল চলাকালীন ভিডিও চ্যাটও করা যায়।
Instagram-এ ভিডিও কল করার জন্য যা মনে রাখা দরকার:
– কলের মান উন্নত এবং মসৃণ হওয়ার জন্য সুষ্ঠু ওয়াইফাই কানেকশন বা পর্যাপ্ত সেলুলার ডেটা দরকার।
– Instagram-এ ভিডিও কলে একসঙ্গে ৪ জনকে যোগ করা যায়।
– একই গ্রুপে থাকলে কল চলাকালীন ভিডিও চ্যাটও করা যায়।

Sania Mirza: ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জোর জল্পনা

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,'রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব'। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।  (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,’রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব’। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই 'সব কিছুই সম্ভব' কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই ‘সব কিছুই সম্ভব’ কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)