এসএসসি মামলায় চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর (File Photo)

Suvendu Adhikari: এসএসসি মামলায় চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর, ক্যাবিনেটে সুপার নিউমেরিক পোস্ট তৈরির নথি শুভেন্দুর হাতে!

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বালুরঘাট: এসএসসি নিয়োগ ইস্যুতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি যাদের মাধ্যমে নিয়োগ হয়েছিল সেই সমস্ত অভিযুক্তদের সিবিআই হেফাজতে নেওয়ার জোরালো দাবিও জানালেন শুভেন্দু।

বালুরঘাটের কুমারগঞ্জে দলীয় প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু চাঞ্চল্যকর দাবি করে বলেন, ‘‘সুপার নিউমেরিক পোস্ট ক্যাবিনেটে যারা অনুমোদন দিয়েছেন সেই মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রী এবং আধিকারিকদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। ২০২২ সালের ৫ মে মন্ত্রিসভা বৈঠকে যেদিন সুপার নিউমেটিক পোস্ট তৈরি করা হয় তার কপি আমার কাছে আছে। আমি সিবিআইকে সেই কপি পাঠাব।’’

আরও পড়ুন– ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা হয়েছে, এর জন্য দলকে কেন বিড়ম্বনায় পড়তে হবে?’ এসএসসি মামলার রায় ঘোষণার পরে বিস্ফোরক কুণাল

বলা বাহুল্য, লোকসভা ভোটের মধ্যেই এসএসসি মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২০১৬-র এসএসসি নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষক, শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজারেরও বেশি চাকরি বাতিল। নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। শুধু চাকরি বাতিল নয়, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রাপ্তদের ফেরাতে হবে বেতনও। চার সপ্তাহের মধ্যে সুদ-সহ ফেরাতে হবে বেতন। একইসঙ্গে তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ও।