লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি নয়, সোমবার বৈঠকে কী শর্ত জুনিয়র ডাক্তারদের? 

R G Kar Protest : লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি নয়, সোমবার বৈঠকে কী শর্ত জুনিয়র ডাক্তারদের? 

কলকাতা: রাজ্যের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের কাছে মেইল এসে গিয়েছে ইতিমধ্যে। জুনিয়র ডাক্তারদের যে তৃতীয় শর্ত, সেটা মেনেই বৈঠক হবে। অর্থাৎ মিটিংয়ের কার্যবিবরণী বা মিনিটসে দুপক্ষের সই থাকবে বলে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারেরা তাঁরা কার্য বিবরণী লেখার লোক নিয়ে যাচ্ছেন। সকলে সই করার পর সেটা তাঁদের হাতে তুলে দিতে হবে।সোমবার সকালেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যাচ্ছেন তাঁরা। তবে এবারেও রয়েছে শর্ত। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যসচিবকে মেইল করা হয় ৩টে ৫৩ মিনিটে। সেখানে জানানো এটাই হয়েছে যে, জনসাধারণের স্বার্থে আজ বৈঠকে যাচ্ছেন তাঁরা। কিন্তুু স্বচ্ছতার দাবিতে তাঁরা এখনও অনড়। ভিডিওগ্রাফি করতে হবে অথবাভিডিও রেকর্ড করে তার কপি মিটিং শেষ হওয়ার মাত্রই ছাত্রদেরকে দিতে হবে অথবা সমস্ত মিটিংয়ের বিবরণ দুপক্ষের সই-সহ তুলে দিতে হবে।গত সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তাঁদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে ‘ডেডলাইন’ দেওয়া হলেও কাজে ফেরেননি আন্দোলনকারী চিকিৎসকরা।