ফাইল ছবি

Devi Shetty’s Narayana Hrudayalaya: নিউটাউনে হাসপাতাল তৈরি করবেন চিকিৎসক দেবী শেট্টি, ৭.২ একর জমি দিল রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৭.২ একর জমি দিল চিকিৎসক দেবী শেট্টিকে৷ তাঁর নেতৃত্বাধীন শেট্টি নারায়ণা হৃদয়ালয় একটি হাসপাতাল তৈরি করবে ওই জমিতে৷ বেঙ্গালুরুতে এই হাসপাতালের মূল কেন্দ্র৷ এটি নিউটাউনে মোট ১ হাজার শয্যার বিশাল হাসপাতাল তৈরি করবে৷ মনে করা হচ্ছে এই হাসপাতালে দৈনিক ৫ হাজার থেকে ৭ হাজার আক্রান্তের চিকিৎসা করা যাবে এক দিনে৷

এই হাসপাতালটি একটি ১ হাজার কোটির প্রজেক্ট, পরিচালনা করবে নারায়ণা হেল্থ চেইন৷ হিডকোর তরফ থেকে জানানো হয়েছে, এই জমি ওই সংস্থাকে দেওয়া হয়েছে, কারণ সেখানে একটি মেডিক্যাল প্রতিষ্ঠান যাতে গড়ে তোলা যায়৷ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছেই এই হাসপাতাল তৈরি করা হবে৷

সাংবাদিকদের দেবী শেট্টি জানিয়েছেন, ‘আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে এই জমি আমাদের দেওয়া হয়েছে৷ আগামী ছ’মাসের মধ্যে আমরা হাসপাতাল তৈরির কাজ শুরু করে দিতে চাইছি৷ দু’টি ধাপে এই প্রজেক্ট শেষ হবে৷ আগামী দু’বছরের মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করে চিকিৎসা শুরু করতে আমরা চাইছি আর দেড় বছরে এই হাসপাতালের একটি সফট লঞ্চ হবে৷’

শেট্টি জানিয়েছেন, ‘এই হাসপাতালে থাকবে কাটিং এজ সুবিধা থাকবে৷ এটি একটি ডিজিটাল হাসপাতাল হতে চলেছে৷’ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এই হাসপাতালে চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের ব্যবস্থা থাকবে৷ এই সংস্থা সারা দেশে ৫০টি হাসপাতাল ও ক্লিনিক তৈরি করার পরিকল্পনা করছে৷