উত্তরকাশীতে দল পাঠাল রাজ্য সরকার৷

বাংলার তিন শ্রমিকের সাহায্যে উত্তরকাশীতে রাজ্য সরকারের প্রতিনিধি দল, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা বাংলার তিন জন শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের সাহায্য করতে ঘটনাস্থলে বিশেষ দল পাঠালো রাজ্য সরকার৷ এ দিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

উত্তরকাশীর সুড়ঙ্গে যে ৪১ জন শ্রমিক আটকে রয়েছেন, তাঁদের মধ্যে তিন জন বাংলার৷ এঁদের মধ্যে দু জন হুগলি জেলার এবং একজন কোচবিহারের বাসিন্দা৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিউ দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার অফিসারের দায়িত্বে থাকা রাজদীপ দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিল্কইয়ারার সুড়ঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ এ ছাড়াও ওই দলে আরও তিন জন সরকারি আধিকারিক রয়েছেন৷

আরও পড়ুন: ১৭দিন অন্ধকার টানেলে, আলোয়ে ফিরলে বিশেষ চশমা পরানো হবে শ্রমিকদের

বাংলার যে তিন জন শ্রমিক উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে রয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন কোচবিহারের বাসিন্দা মানিক তালুকদার, হুগলির হরিণখালির বাসিন্দা শৌভিক পাখিরা এবং হুগলিরই নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব পরমাণিক৷

ধস নামার ১৭ দিনের মাথায় অবশেষে আজ উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে পেরেছেন উদ্ধারকারীরা৷ আজই তাঁদের উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সুড়ঙ্গের বাইরে অপেক্ষায় রয়েছেন শ্রমিকদের পরিবারের সদস্যরাও৷