সরকারি হাসপাতালে এবার নিরাপত্তা দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা এবং পুলিশ কর্তারা৷

RG Kar murder update: আরজি করে কেন্দ্রীয় বাহিনী, অন্য সরকারি হাসপাতালের নিরাপত্তায় পুলিশ-সেনার প্রাক্তন কর্তারা! সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: আরজি কর হাসপাতালের নিরাপত্তায় আজই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় নজরদারির জন্য অবসরপ্রাপ্ত পুলিশ এবং সেনা কর্তাদের নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ আরজি কর কাণ্ডের জেরে এ দিন এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷

নবান্ন সূত্রে খবর, সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতেই প্রাক্তন পুলিশ এবং সেনা কর্তাদের ব্যবহার করা হবে৷ গত দু বছরের মধ্যে ইনস্পেক্টর, অ্যাডিশনাল এসপি, ডেপুটি এসপি পদমর্যাদার যে অফিসাররা অবসর নিয়েছেন, তাঁদেরকেই হাসপাতালের সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ করবে রাজ্য৷

আরও পড়ুন: সঞ্জয়কে চেনেন? প্রশ্ন শুনেই পড়িমড়ি ছুট সেই পুলিশ অফিসারের, হাজিরা সিবিআই দফতরে

সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন, মেজর অথবা সমতুল পদের আধিকারিকদেরও এই কাজে নিযুক্ত করা হবে৷ পুলিশ এবং সেনার যে প্রাক্তন আধিকারিকরা সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করতে আগ্রহী,তাঁদের তালিকা তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের এই তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷ আগামী ২৪ অগাস্টের মধ্যে এই তালিকা তৈরি করতে বলা হয়েছে৷ নির্দিষ্ট নীতি মেনেই এই সিকিউরিটি অফিসারদের বেতন দেবে রাজ্য সরকার৷