বিরিয়ানি 

৬৯ টাকায় বিরিয়ানি! তাও আবার রেষ্টুরেন্টে এসিতে বসে! দারুণ অফার

মাত্র ৬৯ টাকায় রেষ্টুরেন্টে এসিতে বসে পাওয়া যাবে বিরিয়ানি। দুর্দান্ত অফার নিয়ে বাঁকুড়া শহরে চার ব্যাচেলর। এমনটা আগে হয়নি কখনও।
মাত্র ৬৯ টাকায় রেষ্টুরেন্টে এসিতে বসে পাওয়া যাবে বিরিয়ানি। দুর্দান্ত অফার নিয়ে বাঁকুড়া শহরে চার ব্যচেলর। এমনটা আগে হয়নি কখনও।
মাত্র ৬৯ টাকায় শহরের বুকে এসিতে চিকেন বিরিয়ানি পাওয়া বেশ কঠিন এবং সেই করবে চ্যালেঞ্জ নিয়ে এমনই একটি অফার আনছে বাঁকুড়ায় তৈরি অ্যাপ
মাত্র ৬৯ টাকায় শহরের বুকে এসিতে চিকেন বিরিয়ানি পাওয়া বেশ কঠিন এবং সেই করবে চ্যালেঞ্জ নিয়ে এমনই একটি অফার আনছে বাঁকুড়ায় তৈরি অ্যাপ “সে না ক্যাশ” এবং ব্যাচেলর বিরিয়ানির যৌথ উদ্যোগে।
৬৯ টাকার এক প্লেট বিরিয়ানিতে থাকছে পর্যাপ্ত রাইস, একটি আলু এবং এক পিস চিকেন। ব্যচেলর বিরিয়ানি এবং বাঁকুড়ার তৈরি ফুড ডেলিভারি অ্যাপ
৬৯ টাকার এক প্লেট বিরিয়ানিতে থাকছে পর্যাপ্ত রাইস,, একটি আলু এবং এক পিস চিকেন। ব্যচেলর বিরিয়ানি এবং বাঁকুড়ার তৈরি ফুড ডেলিভারি অ্যাপ “সে নো ক্যাশের” উদ্যোগে এই অফার।
চার ব্যচেলর এবং অ্যাপের কর্ণধার সুজয় বাগ জানান,
চার ব্যচেলর এবং অ্যাপের কর্ণধার সুজয় বাগ জানান, “আশেপাশেই রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী কলেজ! সেই কারণেই ছাত্র-ছাত্রীদের কথা ভেবে তাদের জন্য এই এসিতে বসে ৬৯ টাকায় বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা।”
সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই শুরু হবে এই অফার। থাকছে ডেলিভারির ব্যবস্থা! এগ চিকেন বিরিয়ানি ৭৯ টাকা এবং আলু বিরিয়ানি ৫৯ টাকা।
সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই শুরু হবে এই অফার। থাকছে ডেলিভারির ব্যবস্থা! এগ চিকেন বিরিয়ানি ৭৯ টাকা এবং আলু বিরিয়ানি ৫৯ টাকা।
ঠিক পুজোর আগে বাঁকুড়া শহরে তৈরি হচ্ছে নতুন নতুন রেস্টুরেন্ট এবং ক্যাফে। চার ব্যাচেলারের তৈরি এই বিরিয়ানির দোকানও নিয়ে আসছে চমকপ্রদ অফার, যা বাঁকুড়া শহরে আগে কেউ দেখেনি। পুজোর সময় বিরিয়ানি চাহিদা সপ্তম সুরে চড়ে যায়। সেই বাজার কি উপলক্ষ করেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাচেলার বিরিয়ানির অন্যতম কর্ণধার কৌশিক মন্ডল।
ঠিক পুজোর আগে বাঁকুড়া শহরে তৈরি হচ্ছে নতুন নতুন রেস্টুরেন্ট এবং ক্যাফে। চার ব্যাচেলারের তৈরি এই বিরিয়ানির দোকানও নিয়ে আসছে চমকপ্রদ অফার, যা বাঁকুড়া শহরে আগে কেউ দেখেনি। পুজোর সময় বিরিয়ানি চাহিদা সপ্তম সুরে চড়ে যায়। সেই বাজার কি উপলক্ষ করেই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাচেলার বিরিয়ানির অন্যতম কর্ণধার কৌশিক মন্ডল।