Stock Market Closing: একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না BJP, শেয়ার বাজারে ব্যাপক ধ্বস, একদিনে ১৮ লাখ কোটি টাকার ক্ষতি

নয়াদিল্লি: ২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশের দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টক মার্কেট। মঙ্গলবার বেঞ্চমার্ক সেনসেক্স ৪৩৮৯.৭৩ পয়েন্ট পড়ে ৭২,০৭৯.০৫-এ এসে দাঁড়িয়েছে। অন্য দিকে, নিফটি ১,৩৭৯.৪০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২১,৮৮৪.৫০-এ।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু ফল প্রকাশের সময় দেখা যায়, পূর্বাভাসের চেয়ে অনেক কম আসনে জিতছে বিজেপি। তারপর থেকেই শেয়ার বাজারে পতন শুরু হয়। বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি মঙ্গলবার ৮ শতাংশের বেশি কমেছে।

আরও পড়ুন: জুলাইয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের বেসিক বেতন বৃদ্ধি হতে পারে? জেনে নিন

৩০ শেয়ারের BSE সেনসেক্স বিকেলের ট্রেডে ৬,২৩৪.৩৫ পয়েন্ট বা ৮.১৫ শতাংশ কমে ৭০,২৩৪.৪৩-এ নেমে এসেছে। NSE নিফটি ১৯৮২.৪৫ পয়েন্ট বা ৮.৫২ শতাংশ কমে ২১,২৮১.৪৫-এ দাঁড়িয়েছে। সেনসেক্স এদিন ৭৬,২৮৫.৭৮-এ খোলে। দুপুরের মধ্যেই নেমে ৭০,২৩৪.৪৩-এ এসে দাঁড়ায়।

২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ট্রাডে পতনের সাক্ষী থাকল নিফটি। যার ফলে বিনিয়োগকারীদের এদিন ১৮ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। FMCG বাদে সমস্ত সেক্টরেই বিপুল পতন হয়েছে। PSU ব্যাঙ্ক এবং এনার্জি সেক্টর রীতিমতো ধুঁকছে।

আরও পড়ুন: স্ত্রীর নামে NPS অ্যাকাউন্ট খুলুন, ম্যাচিউরিটিতে হয়ে যাবে ১,১১,৯৮,৪৭১ টাকা

এদিন ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ডে বিজেপির কম আসনের খবর মিলতেই শেয়ার বাজারে আতঙ্ক তৈরি হয়। হাতে থাকা শেয়ার বিক্রি করতে শুরু করেন বিনিয়োগকারীরা। ফলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাঝে বাজার কিছুটা ওঠে। কিন্তু উর্ধ্মুখী প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের নীচে নামতে থাকে বাজার। গত চার বছরে একদিনে বাজার এত বড় পতন দেখেনি বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার ইঙ্গিতই বাজারের এমন বিপুল পতনের অন্যতম কারণ। এমনটাই মনে করছেন LKP সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রূপক দে। তিনি বলছেন, “এনডিএ-এর আসন সংখ্যা কমার কারণেই শেয়ার বাজারে ধ্বস নেমেছে। সবাই ল্যান্ডস্লাইড ভিকট্রি আশা করেছিল। কিন্তু ফল হল উল্টোটা। খুচরো বিনিয়োগকারীদের অবস্থা শোচনীয়”। এই পরিস্থিতি থেকে কী ঘুরে দাঁড়ানো সম্ভব? রূপক মনে করছেন, বাজার আরও পড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই আশা করেন তিনি।