Tag Archives: Sensex

Share Market: বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক পতন, ভারতে সেনসেক্স কমল ২,৫০০ পয়েন্ট, নিফটি রয়েছে ২৪ হাজারের ঘরে

বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ব্যাপক পতন। তার ধাক্কা এসে লাগল ভারতেও। সোমবার সকালে বিএসই সেনসেক্স ২,৫০০ পয়েন্ট কমে ৭৮,৫০০-এর স্তরে নেমে যায়। নিফটি ৫০ সূচক রয়েছে ২৪,০০০-এর ঘরে। সেনসেক্স ৩০-এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে টাটা মোটরসের। এরপর রয়েছে টাটা স্টিল, মারুতি, আদানি পোর্টস, এসবিআই এবং জেএসডব্লিউ স্টিল।
বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ব্যাপক পতন। তার ধাক্কা এসে লাগল ভারতেও। সোমবার সকালে বিএসই সেনসেক্স ২,৫০০ পয়েন্ট কমে ৭৮,৫০০-এর স্তরে নেমে যায়। নিফটি ৫০ সূচক রয়েছে ২৪,০০০-এর ঘরে। সেনসেক্স ৩০-এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে টাটা মোটরসের। এরপর রয়েছে টাটা স্টিল, মারুতি, আদানি পোর্টস, এসবিআই এবং জেএসডব্লিউ স্টিল।
শেয়ার বাজারের ছাপ পড়েছে বিস্তৃত বাজারে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে। নিফটি রিয়েলটি কমেছে ৫ শতাংশ। নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি অটো, প্রতিটি ৩ থেকে ৪ শতাংশের রেঞ্জে নেমে গিয়েছে।
শেয়ার বাজারের ছাপ পড়েছে বিস্তৃত বাজারে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে। নিফটি রিয়েলটি কমেছে ৫ শতাংশ। নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি অটো, প্রতিটি ৩ থেকে ৪ শতাংশের রেঞ্জে নেমে গিয়েছে।
এদিনের ইন্ট্রাডে ডিলে টাইটানের শেয়ার বিএসই-তে শেয়ার প্রতি ৩২০১ টাকা কমেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা কমে কোম্পানির। তারপর এদিন শেয়ার বাজারে এমন পতনের সাক্ষী থাকল টাইটান। বিএসই-তে এসবিআই-এর শেয়ার প্রতি দাম ৮.৪ শতাংশ কমে ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এমন ধাক্কা খেল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
এদিনের ইন্ট্রাডে ডিলে টাইটানের শেয়ার বিএসই-তে শেয়ার প্রতি ৩২০১ টাকা কমেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা কমে কোম্পানির। তারপর এদিন শেয়ার বাজারে এমন পতনের সাক্ষী থাকল টাইটান। বিএসই-তে এসবিআই-এর শেয়ার প্রতি দাম ৮.৪ শতাংশ কমে ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এমন ধাক্কা খেল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
শুধু ভারত নয়, গোটা এশিয়ার শেয়ার বাজারেরই একই অবস্থা। দক্ষিণ কোরিয়ার কোস্পি, হংকং-এর হ্যাং সেং এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০, সবই ৩ শতাংশ থেকে ১১ শতাংশ নেমেছে। জাপানে নিক্কেই ২২৫ এবং টপিক্স ১৩ শতাংশ কমেছে।
শুধু ভারত নয়, গোটা এশিয়ার শেয়ার বাজারেরই একই অবস্থা। দক্ষিণ কোরিয়ার কোস্পি, হংকং-এর হ্যাং সেং এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০, সবই ৩ শতাংশ থেকে ১১ শতাংশ নেমেছে। জাপানে নিক্কেই ২২৫ এবং টপিক্স ১৩ শতাংশ কমেছে।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মনডে’-এর পর এমন পতন দেখেনি বাজার। গত শুক্রবার ন্যাসডাক কম্পোজিট ২.৪৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ১.৮৪ শতাংশ। সব মিলিয়ে বিশ্ব জোড়া মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মনডে’-এর পর এমন পতন দেখেনি বাজার। গত শুক্রবার ন্যাসডাক কম্পোজিট ২.৪৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ১.৮৪ শতাংশ। সব মিলিয়ে বিশ্ব জোড়া মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
চাকরির বাজারও মন্দার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসেও টেক সেক্টরে ছাঁটাই অব্যাহত। দেশ জুড়ে ৩৪টি প্রযুক্তি সংস্থার ৮ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।
চাকরির বাজারও মন্দার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসেও টেক সেক্টরে ছাঁটাই অব্যাহত। দেশ জুড়ে ৩৪টি প্রযুক্তি সংস্থার ৮ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।
সারা বিশ্বে ৩৮৪টি কোম্পানিতে এক বছরে মোট ১২৪,৫১৭ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। অন্য দিকে, এমন বাজার পরিস্থিতির জন্য ফেডারেল রিজার্ভের সুদের হার স্থির রাখার সিদ্ধান্তকে দায়ী করেছেন জিওজিত-এর বিশ্লেষকরা। যা গোটা বিশ্বকে সম্ভাব্য আর্থিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অনুমান তাঁদের।
সারা বিশ্বে ৩৮৪টি কোম্পানিতে এক বছরে মোট ১২৪,৫১৭ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। অন্য দিকে, এমন বাজার পরিস্থিতির জন্য ফেডারেল রিজার্ভের সুদের হার স্থির রাখার সিদ্ধান্তকে দায়ী করেছেন জিওজিত-এর বিশ্লেষকরা। যা গোটা বিশ্বকে সম্ভাব্য আর্থিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অনুমান তাঁদের।

TMC on Share market: শেয়ার বাজার নিয়ে কংগ্রেসের সুরেই আক্রমণ তৃণমূলের, তদন্তের দাবি দলীয় সাংসদের

নয়াদিল্লি: শেয়ার বাজার নিয়ে কংগ্রেসের সুরেই সুর মেলাল তৃণমূল। শেয়ার বাজারে বড় কেলেঙ্কারি হয়েছে এই নিয়ে তদন্তের দাবি জানিয়ে সেবিকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেট গোখলে।

এর আগেই শেয়ার বাজারে বড়সড় কেলেঙ্কারি হয়েছে এমনই দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই নিয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন রাহুল গান্ধী। এ বার সেই সুরেই সুর মেলাল তৃণমূল।

আরও পড়ুন: ক্ষমতায় ফিরেই কল্পতরু মোদি সরকার, বিরাট ঘোষণা! বাংলার জন্য বরাদ্দ কত?

১ জুন সন্ধেবেলা শেষ দফার নির্বাচনের পরে প্রকাশিত হতে শুরু করে বিভিন্ন এক্সিট পোলের ফল। সে ফল অনুযায়ী অধিকাংশ এক্সিট পোলেই দাবি করা হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি সরকার। সেই অনুযায়ী ৩ জুন শেয়ার বাজার খোলার পরেই হু হু করে উঠতে শুরু করে শেয়ার

বাজারের দর। বহু মানুষ সেই অনুযায়ী শেয়ারে বিনিয়োগও করেন। কিন্তু পরে দেখা যায়, ৪ জুন অর্থাৎ ভোটের ফলাফলের দিন হুড়মুড় করে ধস নামে শেয়ারবাজারে, বহু মানুষ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন।

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

সেই নিয়ে এবার সেবির কাছে চিঠি পাঠিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। রাহুল আগে জানিয়েছিলেন, এটা একটা বড়সড় কেলেঙ্কারি। তাই যৌথ সংসদীয় কমিটি গড়ে এই ঘটনার তদন্ত করা উচিত। যদিও প্রথম থেকেই কেলেঙ্কারির দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “লোকসভা নির্বাচনে হারের ধাক্কা সামলাতে না পেরে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছেন রাহুল”।

Stock Market Closing: একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না BJP, শেয়ার বাজারে ব্যাপক ধ্বস, একদিনে ১৮ লাখ কোটি টাকার ক্ষতি

নয়াদিল্লি: ২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশের দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্টক মার্কেট। মঙ্গলবার বেঞ্চমার্ক সেনসেক্স ৪৩৮৯.৭৩ পয়েন্ট পড়ে ৭২,০৭৯.০৫-এ এসে দাঁড়িয়েছে। অন্য দিকে, নিফটি ১,৩৭৯.৪০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ২১,৮৮৪.৫০-এ।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। কিন্তু ফল প্রকাশের সময় দেখা যায়, পূর্বাভাসের চেয়ে অনেক কম আসনে জিতছে বিজেপি। তারপর থেকেই শেয়ার বাজারে পতন শুরু হয়। বেঞ্চমার্ক ইক্যুইটি সূচক সেনসেক্স এবং নিফটি মঙ্গলবার ৮ শতাংশের বেশি কমেছে।

আরও পড়ুন: জুলাইয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারী ও পেনশনভোগীদের বেসিক বেতন বৃদ্ধি হতে পারে? জেনে নিন

৩০ শেয়ারের BSE সেনসেক্স বিকেলের ট্রেডে ৬,২৩৪.৩৫ পয়েন্ট বা ৮.১৫ শতাংশ কমে ৭০,২৩৪.৪৩-এ নেমে এসেছে। NSE নিফটি ১৯৮২.৪৫ পয়েন্ট বা ৮.৫২ শতাংশ কমে ২১,২৮১.৪৫-এ দাঁড়িয়েছে। সেনসেক্স এদিন ৭৬,২৮৫.৭৮-এ খোলে। দুপুরের মধ্যেই নেমে ৭০,২৩৪.৪৩-এ এসে দাঁড়ায়।

২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ট্রাডে পতনের সাক্ষী থাকল নিফটি। যার ফলে বিনিয়োগকারীদের এদিন ১৮ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। FMCG বাদে সমস্ত সেক্টরেই বিপুল পতন হয়েছে। PSU ব্যাঙ্ক এবং এনার্জি সেক্টর রীতিমতো ধুঁকছে।

আরও পড়ুন: স্ত্রীর নামে NPS অ্যাকাউন্ট খুলুন, ম্যাচিউরিটিতে হয়ে যাবে ১,১১,৯৮,৪৭১ টাকা

এদিন ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ডে বিজেপির কম আসনের খবর মিলতেই শেয়ার বাজারে আতঙ্ক তৈরি হয়। হাতে থাকা শেয়ার বিক্রি করতে শুরু করেন বিনিয়োগকারীরা। ফলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাঝে বাজার কিছুটা ওঠে। কিন্তু উর্ধ্মুখী প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের নীচে নামতে থাকে বাজার। গত চার বছরে একদিনে বাজার এত বড় পতন দেখেনি বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার ইঙ্গিতই বাজারের এমন বিপুল পতনের অন্যতম কারণ। এমনটাই মনে করছেন LKP সিকিউরিটিজের সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রূপক দে। তিনি বলছেন, “এনডিএ-এর আসন সংখ্যা কমার কারণেই শেয়ার বাজারে ধ্বস নেমেছে। সবাই ল্যান্ডস্লাইড ভিকট্রি আশা করেছিল। কিন্তু ফল হল উল্টোটা। খুচরো বিনিয়োগকারীদের অবস্থা শোচনীয়”। এই পরিস্থিতি থেকে কী ঘুরে দাঁড়ানো সম্ভব? রূপক মনে করছেন, বাজার আরও পড়তে পারে। তবে দীর্ঘমেয়াদে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই আশা করেন তিনি।

Share Market: লোকসভা ভোটের ফল প্রকাশের দিন শেয়ার বাজার থেকে কী আশা করবেন বিনিয়োগকারীরা? দেখে নিন

মঙ্গলবার ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণা। ফলে ভারতীয় স্টক মার্কেট সূচক সেনসেক্স এবং নিফটি ৫০ শক্তিশালী লাভের সঙ্গে খোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। গিফট নিফটির ট্রেন্ড বেঞ্চমার্ক সূচকের জন্য ইতিবাচক সূচনা নিয়ে এসেছে। গিফট নিফটি ২৩,৫৭০ লেভেলের কাছাকাছি ট্রেড করছিল, নিফটি ফিউচার বন্ধের আগে প্রায় ১৬০ পয়েন্টে।
মঙ্গলবার ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণা। ফলে ভারতীয় স্টক মার্কেট সূচক সেনসেক্স এবং নিফটি ৫০ শক্তিশালী লাভের সঙ্গে খোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। গিফট নিফটির ট্রেন্ড বেঞ্চমার্ক সূচকের জন্য ইতিবাচক সূচনা নিয়ে এসেছে। গিফট নিফটি ২৩,৫৭০ লেভেলের কাছাকাছি ট্রেড করছিল, নিফটি ফিউচার বন্ধের আগে প্রায় ১৬০ পয়েন্টে।
৭ দফায় হয়েছে ২০২৪-এর লোকসভা ভোট। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে। সোমবার ইক্যুইটি সূচকে ব্যাপক উত্থান দেখেছেন বিনিয়োগকারীরা। বেঞ্চমার্ক নিফটি ৫০ ২৩,২০০ লেভেলের উপর বন্ধ হয়। বোঝা যাচ্ছে, ত্রৈমাসিকের জিডিপি হার থেকে বুথ ফেরত সমীক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহের অন্ত নেই।
৭ দফায় হয়েছে ২০২৪-এর লোকসভা ভোট। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে। সোমবার ইক্যুইটি সূচকে ব্যাপক উত্থান দেখেছেন বিনিয়োগকারীরা। বেঞ্চমার্ক নিফটি ৫০ ২৩,২০০ লেভেলের উপর বন্ধ হয়। বোঝা যাচ্ছে, ত্রৈমাসিকের জিডিপি হার থেকে বুথ ফেরত সমীক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহের অন্ত নেই।
সেনসেক্স ২৫০৭.৪৭ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ বেড়ে ৭৬,৪৬৮.৭৮- এ বন্ধ হয়েছে, যেখানে নিফটি ৫০ ৭৩৩.২০ পয়েন্ট বা ৩.২৫ শতাংশ বেড়ে ২৩,২৬৩.৯০-তে স্থির হয়েছে। নিফটি ৫০-র গ্রাফ হাতুড়ির মতো একটা প্যাটার্ন তৈরি করেছে, গত ৩ বছরের এটাই তার সেরা সময়।
সেনসেক্স ২৫০৭.৪৭ পয়েন্ট বা ৩.৩৯ শতাংশ বেড়ে ৭৬,৪৬৮.৭৮- এ বন্ধ হয়েছে, যেখানে নিফটি ৫০ ৭৩৩.২০ পয়েন্ট বা ৩.২৫ শতাংশ বেড়ে ২৩,২৬৩.৯০-তে স্থির হয়েছে। নিফটি ৫০-র গ্রাফ হাতুড়ির মতো একটা প্যাটার্ন তৈরি করেছে, গত ৩ বছরের এটাই তার সেরা সময়।
৫ পয়সা ডট কম-এর রুচিত জৈন বলেন, “নিফটি ৫০ সূচক ২৩,১০০ থেকে ২৩,০০০-এর আগের বাধার টপকে গিয়েছে যা আপট্রেন্ডের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। বুথ ফেরত সমীক্ষার পর আজ ২০২৪এর লোকসভা ভোটের রেজাল্ট বেরবে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা ধারাবাহিকভাবে উচ্চ গতি দেখতে পাব।
৫ পয়সা ডট কম-এর রুচিত জৈন বলেন, “নিফটি ৫০ সূচক ২৩,১০০ থেকে ২৩,০০০-এর আগের বাধার টপকে গিয়েছে যা আপট্রেন্ডের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। বুথ ফেরত সমীক্ষার পর আজ ২০২৪এর লোকসভা ভোটের রেজাল্ট বেরবে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আমরা ধারাবাহিকভাবে উচ্চ গতি দেখতে পাব।
২৩,১০০ থেকে ২৩,০০০-কে এখন তাৎক্ষণিক সমর্থন হিসেবে দেখা হবে। এখন ২৪,০০০ থেকে ২৪,২০০-র দিকে ইঙ্গিত দিচ্ছে”। রুচিত বিনিয়োগকারীদের প্রাথমিক ট্রেন্ডের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে ট্রেড চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
২৩,১০০ থেকে ২৩,০০০-কে এখন তাৎক্ষণিক সমর্থন হিসেবে দেখা হবে। এখন ২৪,০০০ থেকে ২৪,২০০-র দিকে ইঙ্গিত দিচ্ছে”। রুচিত বিনিয়োগকারীদের প্রাথমিক ট্রেন্ডের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে ট্রেড চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নিফটি ৫০ এবং ব্যাঙ্ক নিফটি-র থেকে কী আশা করতে পারেন বিনিয়োগকারীরা? ওপেন ইন্টারেস্ট (OI) তথ্য অনুযায়ী, কল সাইডে সর্বোচ্চ ২৩,৫০০ স্ট্রাইক প্রাইস, তারপর ২৪,০০০ স্ট্রাইক প্রাইস দেখা যাচ্ছে। চয়েস ব্রোকিং-এর রিসার্চ অ্যানালিস্ট মন্দার ভোজনে বলেছেন, ২৩,০০০ স্ট্রাইক প্রাইসের সঙ্গে যাওয়া ঠিক হবে। নিফটি ৫০ উল্লেখযোগ্য ব্যবধানের সঙ্গে সপ্তাহ শুরু করেছিল। ৩ জুন ৩ শতাংশের বেশি লাভের সঙ্গে বেঞ্চমার্ক ২৩,০০০-এর উপরে শেষ হয়।
লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নিফটি ৫০ এবং ব্যাঙ্ক নিফটি-র থেকে কী আশা করতে পারেন বিনিয়োগকারীরা? ওপেন ইন্টারেস্ট (OI) তথ্য অনুযায়ী, কল সাইডে সর্বোচ্চ ২৩,৫০০ স্ট্রাইক প্রাইস, তারপর ২৪,০০০ স্ট্রাইক প্রাইস দেখা যাচ্ছে। চয়েস ব্রোকিং-এর রিসার্চ অ্যানালিস্ট মন্দার ভোজনে বলেছেন, ২৩,০০০ স্ট্রাইক প্রাইসের সঙ্গে যাওয়া ঠিক হবে। নিফটি ৫০ উল্লেখযোগ্য ব্যবধানের সঙ্গে সপ্তাহ শুরু করেছিল। ৩ জুন ৩ শতাংশের বেশি লাভের সঙ্গে বেঞ্চমার্ক ২৩,০০০-এর উপরে শেষ হয়।