কলকাতা, দক্ষিণবঙ্গ Sealdah Station- Local train: স্টেশনে ৩০ সেকেন্ড দাঁড়াবে লোকাল ট্রেন? খবর মিথ্যা, দাবি রেলের! বিভ্রান্তি কাটাতে নয়া বার্তা Gallery October 19, 2024 Bangla Digital Desk লোকাল ট্রেন সময়ে চালাতে বৃহস্পতিবারই বড় সিদ্ধান্ত নিয়েছিল রেল। পূর্ব রেলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, প্রতিটি স্টেশনে ৩০ সেকেন্ড দাঁড়াবে ট্রেন। প্রতীকী ছবি। অকারণে যাতে ট্রেন লেট না হয় সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেলের তরফে। সেই নিয়ে অনেক যাত্রীই চিন্তায় পড়েছিলেন। শনিবার থেকেই সেই নিয়ম কার্যকরও হয়েছিল। প্রতীকী ছবি। শিয়ালদহের বেশ কিছু স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় হয়, সেই ভিড় ঠেলে ৩০ সেকেন্ডে ট্রেন থেকে নামা কতটা সম্ভব সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন যাত্রীরা। শনিবার রাত ১১টা নাগাদ পূর্ব রেলের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়, যেখানে লেখা হয়, ‘শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা। লোকাল ট্রেনে যাত্রীরা ওঠানামা করার জন্য যে সময় পেতেন ভবিষ্যতেও সেই সময় পাবেন’। প্রতীকী ছবি। এরপরেই প্রশ্ন উঠতে তবে কি বৃহস্পতিবারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “সাধারণ যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর আছে। যাত্রী নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। তাই যাত্রীদের ওঠানামায় যা প্রয়োজন সেই সময় দেওয়া হবে।” প্রতীকী ছবি।