‘স্ত্রী ২’ বনাম ‘খেল খেল মেঁ’ বনাম ‘বেদা’: স্বাধীনতা দিবসে হাড্ডাহাড্ডি লড়াই বক্স অফিসে, প্রতিযোগিতায় এগিয়ে কে? যা বলছেন বিশেষজ্ঞরা…

স্বাধীনতা দিবস উপলক্ষে বড় বাজেটের তিনটি হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে অন্যতম হল – রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’, অক্ষয় কুমারের ‘খেল খেল মেঁ’ এবং জন এব্রাহাম ও শর্বরীর ‘বেদা’। কিন্তু বক্স অফিসে কোন ফিল্মটি এগিয়ে রয়েছে, সেটাই দেখে নেওয়া যাক।

ট্রেড রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, স্ত্রী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ইনস্টলমেন্টই আপাতত এই প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছে। Sacnilk-এর রিপোর্টে দাবি, প্রথম দিনের অ্যাডভান্স বুকিং প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। যা সলমন খানের ‘টাইগার ৩’ এবং রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ ছবির প্রি-সেলকেও ছাপিয়ে গিয়েছে। তবে অন্যদিকে ‘বেদা’ এবং ‘খেল খেল মেঁ’ ছবি নিয়ে গুঞ্জন ততটাও জোরালো নয়।

আরও পড়ুনঃ  ‘নারকীয় এবং ভয়ঙ্কর ঘটনা…’ ! আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন কঙ্গনা

আর মজার বিষয় হল, ১৫ অগাস্টের সময়ে তৃতীয়বারের জন্য একে অপরের মুখোমুখি অক্ষয় এবং জনের ছবি। বুক মাই শো-এর মতে, ‘স্ত্রী ২’ দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন ২,৪০,০০০ ব্যবহারকারী। ‘বেদা’ এবং ‘খেল খেল মেঁ’ ছবি দেখতে আগ্রহী যথাক্রমে ৩০০০০ এবং ৩৮০০০০ ব্যবহারকারী। তাহলে কি এবারও বক্স অফিসে সেই একপেশে তুমুল প্রতিযোগিতা দেখা যাবে?এই বিষয়ে ট্রেড বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে News18 Showsha।

প্রযোজক এবং ফিল্ম বিজনেস এক্সপার্ট গিরীশ জোহর ‘স্ত্রী ২’-এর উপরেই বাজি রেখেছেন। তাঁর বক্তব্য, অ্যাডভান্স বুকিংয়েই জোর সাড়া মিলেছে। অন্য দু’টি ছবিকে সহজে জায়গা ছাড়বে না। তাঁর মতে, ‘স্ত্রী ২’-এর সূচনা বড়সড় ব্যবসা দিয়েই হতে চলেছে। সব মিলিয়ে দেখতে গেলে প্রথম দিনে প্রায় ২০-২৫ কোটি টাকার ব্যবসা করতে পারে বলে আশা। কিংবা তারও বেশি ব্যবসা হতে পারে।

ট্রেড গুরু অতুল মোহনের আবার বলেন, ‘স্ত্রী ২’ ছবিই এই প্রতিযোগিতায় বিপুল ভাবে জয় লাভ করবে। একপেশে পরিস্থিতিই হয়ে দাঁড়াবে। মনে হচ্ছে যেন, একটাই ছবি রিলিজ করছে। তাঁরও আশা, প্রথম দিনেই ২৫ কোটির ব্যবসা করবে ‘স্ত্রী ২’। এমনকী ৩০ কোটির ব্যবসা করলেও তিনি অবাক হবেন না বলে জানান।

Sacnilk প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘বেদা’ ছবির অ্যাডভান্স বুকিং প্রায় ৪৯ লক্ষ টাকার কাছাকাছি। আর ‘খেল খেল মেঁ’ ছবির অ্যাডভান্স বুকিং প্রায় ৪৫ লক্ষ টাকা। অতুল মোহনের বক্তব্য, মূলত সিঙ্গেল স্ক্রিনকেই টার্গেট করছে ‘বেদা’। আবার ‘খেল খেল মেঁ’ ছবির ভাল সুযোগ রয়েছে মাল্টিপ্লেক্সে।