মুজাফফরপুর : শনিবার বিহারের মুজাফফরপুর জেলায় একাদশ শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হল৷ জানা গিয়েছে, স্কুলে আগের দিন ছাত্রটি সহপাঠীদের মার খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ পুলিশ সূত্রের খবর, ক্লাসের ভিতরেই ছাত্রদের দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সেখানেই ঘটে ঘটনাটি৷
মুজাফফরপুরের পুলিশ সুপার (গ্রামীণ) বিদ্যাসাগরের মতে, মৃত সৌরভ কুমার জেলার কুরহানি ব্লকে অবস্থিত তুর্কি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
আরও পড়ুন : সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নদীতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, ভয়াবহ ঘটনায় নিহত ৩, আহত একাধিক
পুলিশ অফিসার বলেছিলেন, “সৌরভ এবং তার বন্ধুরা ওম প্রকাশ এবং প্রহ্লাদের নেতৃত্বে অন্য একটি দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এ ঘটনা নতুন নয়৷ মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। বাঁশের লাঠি দিয়ে সৌরভের মাথায় আঘাত করা হয়। তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”
তিনি বলেছিলেন যে সংঘর্ষের পরপরই উভয় পক্ষের ছাত্রদের পরিবারের সদস্যরা পরস্পরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন৷ তিনি আরও জানিয়েছেন, “যারা সৌরভকে আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় এবার হত্যার অভিযোগ যুক্ত করা হবে। পুলিশ সমস্ত দিক দেখেই তদন্ত এগোবে৷ অপরাধীদের শাস্তি দেওয়া হবে৷”
আরও পড়ুন : নিজের সন্তানকে নদীতে ডুবিয়ে মারল মা, পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের!
মৃত এবং অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক কি? এই প্রশ্ন করলে পুলিশ অফিসার উত্তর দেন, “শিক্ষার্থীরা সিনিয়র ক্লাসের হওয়ায় এটা পরিষ্কার নয়। তবে স্কুলের নথি থেকে আমরা তাদের বয়স নির্ণয় করছি।”
তবে স্কুলের ক্লাসের ভিতরে দুই ছাত্র দলের লড়াই৷ এ ঘটনা নতুন নয়৷ সেখানে ব্যাপারটা এত বাড়াবাড়ি পর্যায়ে গেল কী করে? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুরো ব্যাপারটাই না কি প্রেম ঘটিত৷ যদিও তিনি মেনে নিয়েছেন, ব্যাপারটা গুজব ছাড়া কিছুই নয়৷ কারণ পুলিশের কাছে এই নিয়ে কোনও তথ্য নেই৷ তবে তদন্ত চলছে, এবং পুরো ব্যাপারটাই খতিয়ে দেখা হচ্ছে৷