দুর্ঘটনা কমাতে ছাত্র-ছাত্রীদের সহযোগিতা পুলিশকে

Howrah News: জাতীয় সড়কে বাইক আরোহীদের পথ আটকাচ্ছে ছাত্র-ছাত্রীরা! কারণ জানলে চমকে যাবেন

হাওড়া: রাস্তার মোড়ে বাইক, স্কুটি, গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা কর্মসূচী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে। অভিনব উদ্যোগ হাওড়া সিটি পুলিশের ধূলাগড় ট্রাফিক গার্ডের। পথ নিরাপত্তার পাঠ দিতে এবার অভিনব উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশের ধূলাগড় ট্রাফিক গার্ড। বুধবার হাওড়ার ধূলাগড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হল। হেলমেট ছাড়া বাইক আরোহী, বেশি গতিবেগে চলা গাড়ির চালকরা যাতে ছোটদের মুখে সচেতনতার বার্তা পেয়ে নিজের বাড়ির ছেলমেয়েদের কথা ভেবে সচেতন হন, সেই কারণেই এই উদ্যোগ।

গাড়ি চালানোর সময় দুর্ঘটনা এড়াতে কী কী সাবধানতা নিতে হবে, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হল। এর আগে ছাত্রছাত্রীদের নিয়ে মানুষকে সচেতন করতে র‍্যালি হয়েছে। তবে এমন অনুষ্ঠান এই প্রথম | বুধবার ধূলাগড়ে রাস্তার মোড়ে মোড়ে সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে চলে এই সচেতনতা শিবির | বিদ্যালয়ের পড়ুয়ারা ‘গতি সীমা বজায় রাখুন’, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না’, ‘wear seat belt’ এইরকম সচেতনতামূলক কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে পথ চলতি গাড়ি, বাইক, স্কুটি
আরোহীকে সচেতন করেন | যাঁরা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, তাঁদের সকলকে সতর্ক করেছে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: হাতে সময় মাত্র ৪ দিন! শেষ সম্বল দোকানটুকুও থাকবে না! অসহায় গৃহবধূর চোখে জল

আরও পড়ুন: স্কুলে ভয়ঙ্কর বিস্ফোরণ! রান্নার সময়ে মারাত্মক ঘটনা, শিক্ষিকা-পড়ুয়াদের কাতর আর্তনাদ

হেলমেট পরার গুরুত্ব বোঝায় বিদ্যালয় পড়ুয়ারা। শুধু আইন বাঁচানোর জন্যই নয়, নিজের প্রাণ বাঁচাতেও হেলমেট পরাটা কত জরুরি তা বোঝানো হয় স্কুটি, বাইক সওয়ারিদের। ধূলাগড় থানার ইন্সপেক্টর ইনচার্জ অজিত সেন বলেন, “ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সচেতন করার প্রধান উদ্দেশ্য হল বাইক, স্কুটি, গাড়ি চালানোর সময় বাড়ির বড়দের মনে রাখতে হবে বাড়িতে তাঁদের পরিবার, বাচ্চাদের কথা। আর তাঁদের কথা মাথায় রেখে যেন তাঁরা গাড়ি চালানোর সময় সচেতন হন।”

রাকেশ মাইতি