Sumit Antil: টোকিওর পর প্যারিসেও বাজিমাত! বিশ্বরেকর্ড গড়ে সোনা ডাবল করলেন সুমিত অ্যান্টিল

টোকিওতে সোনা জেতার পর প্যারিস অলিম্পিক্সে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজ চোপড়াকে। কিন্তু টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সে নিজের গোল্ড ডাবল করে ফেললেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার সুমিত অ্যান্টিল। শুধু সোনা জেতাই নয়, একই ইভেন্টে নিজের বিশ্বরেকর্ড দুবার ভাঙেন সুমিত। একইসঙ্গে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক গেমসে নিজের গোল্ড ডিফেন্ড করে জয় পেলেন সুমিত।

টোকিও প্যারালিম্পিক্সে এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে সোনা জিতেছিলেন সুমিত। বিশ্বরেকর্ডও ছিল তাঁরই দখলে। প্যারিসে ৭০ মিটারের বেশি বর্শা ছোঁড়ার লক্ষ্য নিয়ে নেমেছিলেন সুমিত। সোনা জয়ের পাশাপাশি নিজের টার্গেটও পূরণ করে নয়া নজির তৈরি করলেন সুমিত অ্যান্টিল। ইচ্ছে, জেদ ও কঠোর পরিশ্রম থাকলে সবকিছু সম্ভব তা বুঝিয়ে দিলেন ভারতীয় তারকা।

প্যারিসে ফাউনালে প্রথম থ্রোতেই সকলকে অবাক করে দেন সুমিত অ্যান্টিল। তাঁর বর্শা দূরত্ব অতিক্রম করে ৬৯.১১ মিটার। মোট ৬বার সুযোগের প্রথমেই পদক জয় নিশ্চিত করে ফেলেছিলেন সুমিত। তবে নিজের লক্ষ্য পূরণ না হওয়ায় মরিয়া চেষ্টা চালিয়ে যান তিনি। এর পরেই ৭০.৫৯ মিটার দূরে বর্শা ছুড়ে নিজের নজির ভাঙেন সুমিত। তৈরি করে নয়া বিশ্বরেকর্ড।

আরও পড়ুনঃ KKR News: কোন প্লেয়ারদের এবার ধরে রাখছে কেকেআর? তালিকায় চমকে দেওয়া নাম! জানুন বিস্তারিত

প্রসঙ্গত, টোকিও প্যারালিম্পিক্সে ও ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলিটে সোনা জিতেছিলেন সুমিত অ্যান্টিল। এবার পরপর দুই প্যারালিম্পিক্সে সোনা জিতলেন তিনি। একইসঙ্গে এবারের প্যারালিম্পিক গেমসে ভারতের ঝুলিতে এনে দিলেন তৃতীয় সোনা। বিশ্বরেকর্ড গড়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সুমিত অ্যান্টিল।