সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

Supreme Court: আরজি কর হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি কত দূর, আরজি কেসের শুনানিতেই প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি

কলকাতা: আরজি কর চিকিৎসকের মৃত্যুর শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বলের দল সওয়াল করছেন৷ অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকেও নিজেদের রিপোর্ট  মুখবন্ধ খামে সর্বোচ্চ আদালতের কাছে জমা পড়েছে৷

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি বিভিন্ন সময় নিয়ে প্রশ্ন তোলেন৷ শুনানির একদম শুরুতেই প্রশ্ন ওঠে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির দূরত্ব কত তা নিয়ে৷

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান,  অধ্যক্ষের বাড়ি থেকে মেডিক্যাল কলেজের দূরত্ব কত?

আরও পড়ুন – Sandeep Ghosh: সকাল ১০টা নয়, তার আগেই ঘটনার কথা সব জানতেন সন্দীপ ঘোষ ? CBI-এর হাতে বড় তথ্য!

আর জি কর প্রিন্সিপাল বাড়ি থেকে হাসপাতালের দূরত্বে কত?- সিবিআই জানায় ১৫-২০ মিনিটের হাঁটা পথ প্রিন্সিপলের বাড়ি৷

তার পাশাপাশি আরও জানতে চাওয়া হয় কখন ঠিক কেস দায়ের করা হয়?

রাজ্যের পক্ষে কপিল সিব্বল জানান ১:৪৬ এ পোস্টমর্টেম রিপোর্ট হয়৷

তিনি আরও বলেন ডেথ সার্টিফিকেট পিএম দেওয়া হয় ১:৪৫ এ  আর ইউডি কেস ২:৫১ তে৷

জিডি এন্ট্রি কখন- প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের ডিভিসন বেঞ্চ
২:৫৫ পিএমে বলে জানান কপিল সিব্বল, এবং জিডি-র নম্বর ৫৬৫৷

সিজার ৮:৩০ ১০: ৪৫এ দেওয়া হয়েছে। পার্টসে দেওয়া হয়েছে। টেকনিক্যাল গ্লিচ ছিল— বলে জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল৷

এদিকে রাজ্যের সময়ের হিসেবের থেকে সময় নিয়ে ভিন্নমত সিবিআই৷  ১১:৩০ তে জিডি রুজু হয়, এটা আমার কাছে আছে বলেন তুষার মেহেতা৷

এই কথার  আমার কাছেও কপি আছে। সেটি সার্টিফায়েড কপি—এমনটাই বলেন সিব্বাল৷

এরপর সুপ্রিম কোর্ট প্রশ্ন করেন কখন সার্চ সিজার হয়?

ইনকোয়েস্ট ভিডিওগ্রাফ করা হয়েছে এবং সেটা সেভ করা হয়েছে— বলে জানান  সিব্বাল, তিনি জানান ৮-৩০-৮:৪৫ রাতে সার্চ সিজার হয়৷

এরপর ১২:৪৫ দুপুর পর যাবতীয় প্রক্রিয়া হয়- রাজ্য

কার দ্বারা সার্চ-সিজার করা হয় সেটা নিয়ে প্রশ্ন আছে— বলেন মেহতা

১২:৪৫ দুপুর পর যাবতীয় প্রক্রিয়া হয়- রাজ্য

কার দ্বারা সার্চ-সিজার করা হয় সেটা নিয়ে প্রশ্ন আছে— মেহতা

প্রধান বিচারপতি জিজ্ঞাসা করে সিসিটিভি থাকার কথা সকাল ৪টা ২০র পর গোটা দিনের। সেটা কি সিবিআইকে হস্তান্তর করা হয়েছে?

সিজার ৮:৩০-১০:৪৫ দেওয়া হয়েছে। পার্টসে দেওয়া হয়েছে। টেকনিক্যাল গ্লিচ ছিল— সিব্বাল৷